চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স পরিচালনা পর্ষদের অধীন একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে তিনজনকে মাসিক সম্মানীর ভিত্তিতে তিন বছরের জন্য অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম: ম্যানেজার

পদসংখ্যা: ১

যোগ্যতা: সরকার অনুমোদিত শারীরিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ক্রীড়া বিষয়ে স্নাতকসহ অনুমোদিত ক্রীড়া ক্লাব বা প্রতিষ্ঠানে ক্রীড়া সংগঠক/ক্রীড়া প্রশিক্ষক/ক্রীড়া ম্যানেজার/ক্রীড়া ইনস্ট্রাক্টর/কোচ হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা বিকেএসপি থেকে সংশ্লিষ্ট বিষয়ে এইচএসসিসহ উপযুক্ত ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ১ জানুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৪৫ বছর

সম্মানী: মাসিক সম্মানী সাকল্যে ৩৫,০০০ টাকা।

২.

পদের নাম: ডেপুটি ম্যানেজার

পদসংখ্যা: ১

যোগ্যতা: সরকার অনুমোদিত শারীরিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ক্রীড়া বিষয়ে স্নাতকসহ অনুমোদিত ক্রীড়া ক্লাব বা প্রতিষ্ঠানে ক্রীড়া সংগঠক/ক্রীড়া প্রশিক্ষক/ক্রীড়া ম্যানেজার/ক্রীড়া ইনস্ট্রাক্টর/কোচ হিসেবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা বিকেএসপি থেকে সংশ্লিষ্ট বিষয়ে এইচএসসিসহ উপযুক্ত ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ১ জানুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৪০ বছর

সম্মানী: মাসিক সম্মানী সাকল্যে ৩০,০০০ টাকা।

৩. পদের নাম: ক্রীড়া ইনস্ট্রাক্টর

পদসংখ্যা: ১

যোগ্যতা: সরকার অনুমোদিত ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিপিএড/বিকেএসপি থেকে সংশ্লিষ্ট বিষয়ে এইচএসসি পাস/অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: ১ জানুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর

সম্মানী: মাসিক সম্মানী সাকল্যে ২৫,০০০ টাকা।

আরও পড়ুনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ১৪২০৫ ফেব্রুয়ারি ২০২৫আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে পূর্ণ জীবনবৃত্তান্তসহ (পদের নাম, প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ ও বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, বৈবাহিক অবস্থা ইত্যাদি বিষয় উল্লেখ করে) আবেদনপত্র সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট আকারের দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের অনুলিপি, নাগরিকত্ব জাতীয়তা সনদ সংযুক্ত করতে হবে। খামের ডান দিকে পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সদস্যসচিব, চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স পরিচালনা পর্ষদ, কক্ষ নম্বর-৩২৯, বন্দর ভবন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পোস্ট-বন্দর, চট্টগ্রাম।

আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৫।

আরও পড়ুনডেসকোতে চাকরির সুযোগ, পদ ৬১৫ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পদ র ন ম য গ যত

এছাড়াও পড়ুন:

শেষবারের মতো ইজতেমার অনুমতি পেল সাদপন্থিরা

শর্তসাপেক্ষে শেষবারের মতো গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার অনুমতি পেয়েছেন মাওলানা সাদপন্থিরা। সা’দপন্থিদের ইজতেমা শুরু হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

উপসচিব আবু সাঈদ সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা এবং তাবলিগের কার্যক্রম না করার শর্তে এ বছর দ্বিতীয় পর্বে ১৪-১৬ ফেব্রুয়ারি সাদপন্থিরা বিশ্ব ইজতেমা করতে পারবেন। 

ইজতেমা-২০২৫ সুষ্ঠুভাবে বাস্তবায়নে তিনটি সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিদ্ধান্তগুলো হলো- তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের অনুসারীরা (মাওলানা মোহাম্মদ জুবায়ের) ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া ইজতেমা ৫ ফেব্রুয়ারি সম্পন্ন করে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। তাবলিগ জামাত বাংলাদেশ (মাওলানা সা’দ সাহেবের অনুসারী)-এর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব তারা ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। তবে আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলিগের কার্যক্রম টঙ্গীস্থ ইজতেমা ময়দানে করতে পারবেন না। এই শর্তে ১৪-১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ইজতেমা করতে পারবেন। এছাড়া আগামী ২০ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শুরায়ী নেজামের নিকট হস্তান্তর করা হবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান জানান, বুধবার প্রথম পর্বের দ্বিতীয় দফার আখেরি মোনাজাত হবে দুপুর ১২টায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ইজতেমা মাঠ নিয়ন্ত্রণে নেবে পুলিশ। শুক্রবারও পুলিশের কাছেই থাকবে। শনিবার (৮ ফেব্রুয়ারি) মাওলানা সাদের অনুসারীদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। 

সকলের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে জানিয়ে নাজমুল করিম খান বলেন, এবার মোনাজাতের সময় যান চলাচল স্বাভাবিক থাকবে। পুরো মাঠ সিসি ক্যামেরার আওতায় রয়েছে। পেট্রোল, মোবাইল এবং চেকপোস্ট ডিউটির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। মাঠের ভেতরে আমাদের সদস্যরা সাদা পোশাকে কাজ করছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (৬ ফেব্রুয়ারি ২০২৫)
  • আরপিসিএল-নরিনকোতে চাকরি, মূল বেতন ৯১ হাজারসহ আছে নানা ভাতা
  • ফাইনাল পর্বে ১০ জন নিয়ে জয় ব্রাজিলের, জিতল আর্জেন্টিনাও
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএমজিএস কোর্স, সিজিপিএ ২.৫০ হলেই আবেদন
  • নেসকোতে চাকরি, মূল বেতন ১ লাখ ৫ হাজার
  • আজ টিভিতে যা দেখবেন (৫ ফেব্রুয়ারি ২০২৫)
  • টঙ্গীতে শেষবারের মতো ইজতেমার অনুমতি পেল সাদপন্থিরা
  • ফরিদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুনীর চৌধুরী নাট্যোৎসব-২০২৫
  • শেষবারের মতো ইজতেমার অনুমতি পেল সাদপন্থিরা