এমপি বাহারের বাড়ি ও দলীয় অফিসে ভাঙচুর, আগুন
Published: 6th, February 2025 GMT
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ভাষণ দেওয়ার খবরে বুধবার রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত কুমিল্লা নগরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাস্তায় ছিলেন। প্রতিবাদী কর্মসূচির শুরুতে তারা নগরীর কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। পরে তারা মহানগর আওয়ামী লীগের অফিসের সামনে সমবেত হয়ে অফিসে ইটপাটকেল নিক্ষেপ করে। সেখানে সাবেক এমপি বাহারের নামে থাকা একটি ভিত্তি প্রস্তর ভেঙ্গে ফেলা হয়। একটি ভিডিওতে দেখা যায়, গভীর রাতে নগরীর মুন্সেফবাড়ি এলাকায় অবস্থিত বাহারের বাড়ির সামনে তার ব্যক্তিগত অফিসে গেট ও জানালার গ্রিল ভাঙার চেষ্টা করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় অনেকে বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে বাড়িটিতে বাহির থেকে ভাঙচুর চালান। পরে বাহারের বাড়ির সামনে ব্যক্তিগত অফিসের সামনে আগুন জ্বলতে দেখা যায়।
এছাড়াও রাত ১০টার দিকে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আদর্শ সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ নিয়াজ পাভেলের শাসনগাছা এলাকার ব্যক্তিগত অফিস, দোকান ও লেবার শেডে হামলা হয়েছে। এ সময় রাস্তায় আগুন দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে অজ্ঞাত স্থান থেকে পাভেল হোয়াটসঅ্যাপে জানান, তার প্রতিষ্ঠানগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা হামলা করেনি। যারা হামলা করেছে সকলে এলাকায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী হিসেবে পরিচিত।
স্থানীয়রা বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের দিন মহানগর আওয়ামী লীগের অফিস ও বাহারের বাড়িতে হামলা ভাংচুর, আগুন ও লুটের ঘটনা ঘটে। ওই দিন লুট হওয়া বাহারের লাইসেন্স করা অস্ত্র এখনও উদ্ধার হয়নি। বর্তমানে সাবেক এমপি বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটির মেয়র ডা.
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরও কখনও ভিডিও বার্তা, কখনও অডিও বার্তার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন। তাই বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের অফিস ভাঙচুর শেষে বাহারের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বৃহস্পতিবার সকালে সমকালকে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আওয়ামী লীগ অফিস ও সাবেক এমপি বাহাউদ্দিনের বাড়িতে বাহির থেকে হামলা ইটপাটকেল নিক্ষেপ করা হলেও ভেতরে কেউ প্রবেশ করেনি।
উৎস: Samakal
কীওয়ার্ড: এমপ ব হ র র স মন ত কর ম আওয় ম
এছাড়াও পড়ুন:
ভারতের মাতাল বিমানযাত্রী সহযাত্রীর সঙ্গে যে আচরণ করলেন
এয়ার ইন্ডিয়ার এক যাত্রীর বিরুদ্ধে আরেক সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দিল্লি থেকে ব্যাংককে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এর আগেও ভারতের যাত্রীদের ক্ষেত্রে এমন ঘটনা এটিই প্রথম নয়। তাঁরা একাধিকবার এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। গতকালের ঘটনায় এয়ার ইন্ডিয়া ও ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো অভিযোগের ঘটনা খতিয়ে দেখবে বলে ঘোষণা দিয়েছে।
এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইটে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনা ঘটেছে, সেটার নম্বর এআই২৩৩৬। ভুক্তভোগী যাত্রীর অভিযোগের পর উড়োজাহাজের ক্রুরা ওই ঘটনায় হস্তক্ষেপ করেন।
এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া ওই ঘটনাকে ‘উচ্ছৃঙ্খল আচরণ’ বলে মন্তব্য করেছে। এ ঘটনার কথা বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরকে (ডিজিসিএ) জানিয়েছে তারা এবং অভিযোগ খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছে।
এয়ার ইন্ডিয়া আরও জানিয়েছে, তাদের ক্রুরা যাত্রীদের কাছে উচ্ছৃঙ্খল আচরণ নিয়ে সতর্কবার্তা জারি করছেন। পাশাপাশি ভুক্তভোগী যাত্রীকে ব্যাংককে নামার পর স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে অনুরোধ করেছেন। তবে ভুক্তভোগী যাত্রী প্রাথমিকভাবে ব্যাংককে অভিযোগ করবেন না বলে জানিয়েছেন।
ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী কে রামমোহন নাইডু বলেছেন, ‘যদি কোনো অন্যায় করা হয়ে থাকে, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ তাঁর মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করবে এবং ফ্লাইট পরিচালনা কর্তৃপক্ষগুলোর সঙ্গে কথা বলবে।
ঘটনা খতিয়ে দেখতে এয়ার ইন্ডিয়া একটি স্বাধীন কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। কমিটি ঘটনা যাচাই করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত জানাবে।
এর আগে ২০২৩ সালের মার্চ মাসে আর্য ভোহরা নামের এক ভারতীয় শিক্ষার্থী একটি আন্তর্জাতিক ফ্লাইটে সহযাত্রীর গায়ে প্রস্রাব করেছিলেন। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের এয়ারলাইনস তাঁকে নিষিদ্ধ করে। আর্য ভোহরা যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
ওই ঘটনার কয়েক মাস পর ২০২৪ সালের নভেম্বরে একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল। তখন শংকর মিশ্র নামের এয়ার ইন্ডিয়ার এক যাত্রী মাতাল অবস্থায় এক বয়স্ক নারী সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন। এই ঘটনায় বেশ সমালোচনা হয়েছিল।