গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্র নিহত
Published: 6th, February 2025 GMT
গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। বুধবার রাত সোয়া ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওয়ালিদ খান (১৯) ও সিয়াম মোল্লা (১৯)। তারা কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি আবুল হাসেম মজুমদার জানান, বুধবার রাতে তারা গোপালগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে তারা মারাত্মকভাবে আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওয়ালিদ খানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সিয়াম মোল্লাকে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তিনিও মারা যান।
আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: গ প লগঞ জ গ প লগঞ জ
এছাড়াও পড়ুন:
ব্লক মার্কেটে লেনদেন ১৭ কোটি টাকার
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ২৮ লাখ ৮৫ হাজার ২৫৭ টি শেয়ার ৫৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৭ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বীচ হ্যাচারির ৪ কোটি ৩৪ লাখ টাকার টাকার , দ্বিতীয় স্থানে ম্যারিকোর ২ কোটি ৮৯ লাখ ও তৃতীয় স্থানে মিডল্যান্ড ব্যাংকের ২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস