গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। বুধবার রাত সোয়া ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওয়ালিদ খান (১৯) ও সিয়াম মোল্লা (১৯)। তারা কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি আবুল হাসেম মজুমদার জানান, বুধবার রাতে তারা গোপালগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে তারা মারাত্মকভাবে আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওয়ালিদ খানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সিয়াম মোল্লাকে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তিনিও মারা যান।

আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গ প লগঞ জ গ প লগঞ জ

এছাড়াও পড়ুন:

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে মেটা এআই উইজেট, যে সুবিধা পাওয়া যাবে

স্মার্টফোনের হোম স্ক্রিনে প্রয়োজনীয় অ্যাপের উইজেট চালু থাকলে সেই অ্যাপে প্রবেশ না করেই হালনাগাদ সব তথ্য জানা যায়। তাই এবার স্বয়ংক্রিয়ভাবে মেটা এআই উইজেট ব্যবহারের সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা যুক্ত হলে হোয়াটসঅ্যাপ চালু না করেই স্মার্টফোনের হোম স্ক্রিন থেকে সরাসরি মেটা এআইয়ের বিভিন্ন প্রযুক্তিসেবা ব্যবহার করা যাবে। এরই মধ্যে নির্বাচিত ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে মেটা এআই উইজেট চালু করা হয়েছে।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, মেটা এআই উইজেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা হোম স্ক্রিন থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর জানার পাশাপাশি ছবি আপলোড ও ভয়েস মোড চালু করতে পারবেন। ফলে মেটা এআই চ্যাটবট ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে না।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে যে ৮ কাজ কখনো করবেন না ১০ জুন ২০২৪

অনলাইনে প্রকাশিত স্ক্রিনশটে দেখা গেছে, মেটা এআই উইজেটের আকার সহজেই পরিবর্তন করা যাবে। ফলে ব্যবহারকারীরা তাঁদের প্রয়োজন অনুযায়ী উইজেটের আকার ছোট-বড় করতে পারবেন। তবে এ সুবিধা কেবল যাঁরা হোয়াটসঅ্যাপে মেটা এআই ব্যবহার করছেন, তাঁদের জন্য উন্মুক্ত করা হবে।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে কল করার নতুন চার সুবিধা১৪ ডিসেম্বর ২০২৪

প্রসঙ্গত, মেটা এআই চ্যাটবটটি নিজস্ব এললামা ভাষা মডেলের ওপর ভিত্তি করে তৈরি করেছে মেটা। গুগলের জেমিনি বা ওপেনএআইয়ের চ্যাটজিপিটির মতোই বিভিন্ন ধরনের কাজ করা যায় চ্যাটবটটিতে। তাই ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে মেটা এআই চ্যাটবট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নতুন উইজেট যুক্ত হলে এ সুবিধা আরও সহজলভ্য হবে এবং এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুনহোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার ৫ লক্ষণ১৬ ডিসেম্বর ২০২৪

সম্পর্কিত নিবন্ধ