বাংলাদেশ একটি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে পরিচিত। দেশের বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত বর্ষণ, ঘূর্ণিঝড়, জলাবদ্ধতা, ভূমিধস ও লবণাক্ততা বেড়ে গেছে। এই পরিবর্তনগুলোর ফলস্বরূপ, দেশের বৃহত্তর জনগণ বিশেষত উপকূলীয় অঞ্চল, পাহাড়ি এলাকা এবং দারিদ্র্যসীমার নিচে বসবাসরত জনগণের জীবনে গভীর প্রভাব ফেলছে। তবে জলবায়ু সংকটের প্রভাব মোকাবিলায় সুশাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সুশাসনের অভাব, বৈষম্যপূর্ণ নীতিমালা এবং সঠিক পদক্ষেপের অভাব জলবায়ু সংকটকে আরো ভয়াবহ করে তুলছে, যা বাংলাদেশের জনগণের নাজুকতাকে আরো ভয়াবহভাবে বৃদ্ধি করছে।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি মূলত বন্যা, ঘূর্ণিঝড়, নদী ভাঙন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ঘটছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিতে পারি।

২০২৪ সালে ফেনী জেলায় ভয়াবহ বন্যার কারণে বিভিন্ন খাতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। বসতবাড়ি খাতে প্রায় ৭০ হাজার ৪১৫টি আধপাকা ও কাঁচা ঘর, আসবাবপত্র এবং বৈদ্যুতিক সামগ্রী পানিতে তলিয়ে গিয়ে আনুমানিক ৫৩৩ কোটি ৫৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া, প্রায় ৬৭ হাজার ২৮৭টি কাঁচা-পাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে প্রায় ৭০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সড়ক ও অবকাঠামো খাতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সড়ক বিভাগের আওতাধীন সড়ক ও ব্রিজ-কালভার্টে প্রায় ১৪০ কোটি ৪৮ লাখ ৪৭ হাজার টাকার ক্ষতি হয়েছে। জেলার ৫৩৯টি সড়ক এবং ৬২টি ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় মোট আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ৫৮৮ কোটি টাকা।

কৃষি, মৎস্য এবং প্রাণিসম্পদ খাতে এই বন্যায় প্রায় ৯১৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের প্রতিবেদনে বলা হয়েছে, সম্পূর্ণ ক্ষতির পরিমাণ ১৬ হাজার ৫৮ কোটি ৮২ লাখ ১৫ হাজার ৪১৫ টাকা এবং আংশিক ক্ষতি ১৪ হাজার ৪৯ কোটি ৩১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা; যা মোট প্রায় ৩০ হাজার কোটি টাকার সমান। বন্যার কারণে ফেনী জেলার প্রায় ৯০ শতাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, যা স্থানীয় জনগণের জীবনযাত্রায় গভীর প্রভাব ফেলেছে।

বাংলাদেশে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে প্রায় ২৫-৩০ শতাংশ জমি বন্যায় প্লাবিত হয়। ১৯৭০-২০০০ সাল পর্যন্ত ৩৪টি বড় বন্যার মধ্যে ১৯৮৮ সালের বন্যা ছিল সবচেয়ে ভয়াবহ, যেখানে প্রায় ৭০ শতাংশ জমি প্লাবিত হয়েছিল। পাশাপাশি, ১৯৭০ থেকে ২০২০ সালের মধ্যে উপকূলে প্রায় ৫০টিরও বেশি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল এবং হাজার হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল। ২০০৭ সালের সিডর এবং ২০০৯ সালের আইলা ঘূর্ণিঝড়েও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

নদী ভাঙনও বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। প্রতি বছর নদীর তীরবর্তী অঞ্চলে বাড়িঘর, কৃষিজমি এবং রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়। দক্ষিণ-পূর্ব এবং পশ্চিমাঞ্চলের নদী তীরবর্তী এলাকায় প্রতি বছর প্রায় ১ লাখ হেক্টর জমি নদী ভাঙনে বিলীন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর প্রায় ৩.

৩ মিলিমিটার বৃদ্ধি পাচ্ছে, যা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আরো গুরুতর প্রভাব ফেলছে। এর ফলে প্রতি বছর প্রায় ২ লাখ মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন।

বৃষ্টিপাতের ধরনেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘমেয়াদী শুষ্ক মৌসুম এবং অনিয়মিত বর্ষণের কারণে কৃষিতে ব্যাপক ক্ষতি হচ্ছে। ২০০৯ সালে বৃষ্টির অনিয়মিত প্যাটার্নের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়া পরিবর্তনের ফলে দেশের মানুষের স্বাস্থ্যেও সমস্যা বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে গরম-জনিত অসুস্থতা, ডায়রিয়া, টাইফয়েডের মতো রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, দেশের বিভিন্ন অঞ্চলে ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগের বিস্তারও বেড়েছে।

সুশাসনের অভাব ও বৈষম্য
বাংলাদেশে সরকার ও প্রশাসন যখন জলবায়ু সংকট মোকাবিলায় পদক্ষেপ নিতে চায়, তখন প্রাসঙ্গিক নীতি ও কৌশলগুলো বেশিরভাগ সময় বাস্তবায়ন করতে ব্যর্থ হয়। প্রধানত তিনটি কারণ এখানে দায়ী: ১) দুর্বল শাসনব্যবস্থা, ২) বৈষম্যমূলক নীতিমালা এবং ৩) দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গ্রহণযোগ্য এবং কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের ব্যর্থতা এটির অন্যতম প্রধান কারণ।

সরকারের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হলেও, সেগুলো জনগণের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে না, বিশেষত প্রান্তিক জনগণের মধ্যে। উচ্চাভিলাষী পরিকল্পনা, যেমন কুয়াকাটা সমুদ্র সৈকতের জন্য জলবায়ু পরিবর্তন কৌশল, শহরের উন্নয়ন প্রকল্প এবং সড়ক সম্প্রসারণ প্রভৃতি পরিকল্পনা বাস্তবায়নের জন্য সঠিক নজরদারি ও সম্পদ প্রাপ্তির অভাব রয়েছে। সেই সঙ্গে অনেক এলাকায় শাসনের গুণগতমান নেমে এসেছে এবং জনগণ সরকারের কার্যক্রমের সঙ্গে যথাযথভাবে যুক্ত হতে পারছে না।

উপকূলীয় অঞ্চলের সংকট
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষরা জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের প্রথম শিকার। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং লবণাক্ততা এই অঞ্চলের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। সরকার থেকে প্রাপ্ত সাহায্য ও নিরাপত্তা তহবিলের যথাযথ বণ্টন না হওয়ায় এবং প্রশাসনিক ত্রুটির কারণে স্থানীয় জনগণের দুর্দশা আরো বেড়ে যাচ্ছে। যেমন, সুন্দরবন এলাকায় পরিবেশগত অবক্ষয় এবং পশুর নদীর দূষণ সরকারের দীর্ঘমেয়াদি নজরদারির অভাবে এক ভয়াবহ সংকটে পরিণত হয়েছে। স্থানীয় জনগণ, বিশেষত মৎস্যজীবী ও কৃষক সম্প্রদায়, জলবায়ু পরিবর্তনের কারণে তাদের জীবিকা হারাচ্ছে, অথচ তাদের জন্য পর্যাপ্ত সহায়তা প্রদান করা হচ্ছে না। এই সকল মানুষ জলবায়ু পরিবর্তনের শিকার হলেও তাদের প্রয়োজনীয় সহায়তা পেতে গেলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হয়।

প্রান্তিক জনগণের প্রতি উপেক্ষা
বাংলাদেশে এমন জনগণের সংখ্যা অনেক যারা মূলধারার অর্থনীতি এবং শাসনব্যবস্থার বাইরে। আদিবাসী জনগণ, নারী, দারিদ্র্যসীমার নিচে বাস প্রান্তিক মানুষের যারা রয়েছেন, তাদের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব আরো মারাত্মক। তাদের জীবনে শাসনব্যবস্থার দুর্বলতা এবং বৈষম্য আরো ক্ষতিকর প্রভাব ফেলছে।

অনেক সময় এই জনগণের জন্য সঠিক অভিযোজন পরিকল্পনা তৈরি করা হয় না। বিশেষত, স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কোনো প্রকল্প গ্রহণ করা হয় না। আদিবাসী জনগণের জলবায়ু অভিযোজনের জন্য তাদের নিজেদের সংস্কৃতি, জীবনযাত্রার পদ্ধতি এবং প্রযুক্তি উন্নত করা না হলে তাদের জন্য প্রকল্পগুলো তেমন ফলপ্রসূ হয় না। এছাড়া, নারীদের ভূমিকা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে তাদের অধিকার প্রতিষ্ঠা ও সুযোগ সৃষ্টি না করলে তাও দুর্বল হয়।

সুশাসনের অভাব, দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তন
বাংলাদেশের বেশিরভাগ মানুষ কৃষিজীবী, এবং জলবায়ু পরিবর্তনের ফলে তাদের কাজের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে। বিশেষত, বন্যা, ঘূর্ণিঝড়, অনিয়মিত বর্ষণ এবং জলাবদ্ধতার কারণে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে, সরকারের পক্ষ থেকে সহায়তা প্রাপ্তির জন্য কৃষকদের যথাযথ প্রশিক্ষণ এবং অর্থনৈতিক সহায়তা প্রায়শই ব্যাহত হয়। একদিকে, উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা এবং অন্যদিকে দুর্নীতির কারণে এসব জনগণের জীবনে অসহনীয় পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

এছাড়া, দারিদ্র্যসীমার নিচে বসবাসরত মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং জীবনযাপনের অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা সঠিকভাবে প্রদান করা না হলে, তারা আরো দুর্বল হয়ে পড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে এই জনগণকে প্রাকৃতিক দুর্যোগে সহনশীল হতে আরো বেশি সহায়তা প্রয়োজন।

সুশাসন ও সমন্বিত উদ্যোগের প্রয়োজন
জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর শাসনব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবলমাত্র সরকারি উদ্যোগ নয়, বরং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সফল হতে পারে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অভিযোজন পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন কার্যক্রমের পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে জনগণের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সরকারের প্রধান দায়িত্ব হল, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। কয়লা ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত কমিয়ে পরিবেশবান্ধব প্রযুক্তির দিকে এগিয়ে যাওয়া জরুরি।

বাংলাদেশে জলবায়ু সংকট মোকাবিলার ক্ষেত্রে দুর্বল শাসনব্যবস্থা, বৈষম্য এবং প্রশাসনিক দুর্নীতি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শাসনব্যবস্থার গুণগত মান এবং কার্যকর নীতি প্রণয়নে ঘাটতি থাকার কারণে সমস্যাগুলো আরো জটিল আকার ধারণ করছে। যদি সরকার ও প্রশাসন জনগণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়, তবে এই সংকট ভবিষ্যতে দেশের জন্য বড় বিপর্যয়ের কারণ হয়ে উঠবে।

৫ আগস্ট-পরবর্তী বৈষম্যবিরোধের বাংলাদেশে ফ্যাসিস্ট কায়দার আমলাতন্ত্র থেকে সরে এসে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলা করা প্রয়োজন। এজন্য সরকারের শাসনব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনতে হবে, পাশাপাশি জনগণকে আরো সচেতন হতে হবে এবং সুশীল সমাজকে কার্যকর ভূমিকা রাখতে হবে। সবার সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই জলবায়ু সংকট মোকাবিলায় সফল হওয়া সম্ভব। আর এই উদ্যোগ আমাদের এখনই গ্রহণ করতে হবে, যেন ভবিষ্যৎ প্রজন্ম একটি নিরাপদ ও টেকসই পরিবেশে জীবনযাপন করতে পারে।

লেখক: পরিবেশকর্মী

ঢাকা/এনএইচ/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স থ ন য় জনগণ জনগণ র জ ঘ র ণ ঝড় সরক র র পদক ষ প ব যবস থ প গ রহণ বছর প র ক র যকর হয় ছ ল দ র বল র জন য পর ব শ ত হয় ছ র জ বন জলব য় জ বনয সমস য

এছাড়াও পড়ুন:

যে কোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘‘স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে দেশের সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। বিএনপি নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে গুম ও খুন করে স্বৈরাচারী ভারতে পালিয়ে গেছে। যে কোনো মূল্যে পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার করতে হবে।’’

বুধবার (৫ ফেব্রুয়ারি) ‘আমরা বিএনপি পরিবারের’ উদ্যোগে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় জুলাই-আগস্ট বিপ্লবে ৪৫ জন শহীদ পরিবারকে আর্থিক সাহায্য এবং র‌্যাবের গুলিতে নিহত মোহাম্মদ মাসুদের পরিবারকে ঘর উপহার উপলক্ষে সোনাগাজী সরকারি ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘‘পতিত স্বৈরাচার বিগত ১৭ বছর মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির নেতাকর্মীরা রাজপথে লড়াই করে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধ, বিগত ১৭ বছরের লড়াই এবং সর্বশেষ জুলাই-আগস্টের বিপ্লবের চেতনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। এখন দেশে যে সংস্কারের আলোচনা চলছে, সেই সংস্কার প্রস্তাব বিগত আড়াই বছর পূর্বে আমরাই দিয়েছিলাম। স্বৈরাচার আমাদের সংস্কার প্রস্তাব আমলে নেয়নি। আর সেই বিশ্বাস থেকেই আমরা জাতির সামনে ৩১ দফা উপস্থাপন করেছি। কারণ, বিএনপি দেশ ও জনগণ নিয়ে ভাবে। দেশের কল্যাণে কাজ করতে চায়।’’

আরো পড়ুন:

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে জাইমা রহমান

কিছু উপদেষ্টা ভোগ-বিলাসে ব্যস্ত: আসাদুজ্জামান রিপন

তিনি বলেন, ‘‘আপনারা দেখেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কীভাবে দেশ পরিচালনা করেছেন। কীভাবে কলকারখানা প্রতিষ্ঠা করে দেশের মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। খাল খনন কর্মসূচির মাধ্যমে খাদ্যে সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন। আপনাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কীভাবে দেশ পরিচালনা করেছেন। তিনি মেয়েদের শিক্ষা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজিয়েছেন। কর্মসংস্থানের জন্য নতুন নতুন কলকারখানা তৈরি করে গেছেন। বর্তমান সরকারের আমলে সংস্কারের নামে সময় যেন দীর্ঘ থেকে দীর্ঘতর না হয়। সে ব্যাপারে সবাই সজাগ থাকতে হবে। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে। আমাদের দ্রব্য মূল্যে, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, কর্মসংস্থানের কী হবে। তাই জনগণের এসব প্রত্যাশার দিকেও আমাদের নজর দিতে হবে।’’

দ্রুত জাতীয় নির্বাচনের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘‘জনগণের নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সব শহীদদের কাঙ্ক্ষিত স্বপ্নের দেশ বিনির্মাণ হবে।’’

বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে প্রস্তুত উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘‘বিএনপি সব সময়ই দেশ ও জনগণের কল্যাণ নিয়ে ভাবে। এর বড় কারণ হল, দেশের জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। কীভাবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি আরো জনপ্রিয় হয়ে উঠবে এবং দেশ ও জনগণের কল্যাণে কাজে আসবে, নেতাকর্মীদের সেই বিষয়ে সজাগ থাকতে হবে।’’

আমরা বিএনপি পরিবার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের পরিচালনায় বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি জয়নাল আবেদীন ফারুক, সাবেক এমপি জয়নাল আবেদীন ভিপি জয়নাল, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, বিএনপির নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বকুল, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু, সহ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক বেলাল আহমদ বেলাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, আবদুল লতিফ জনি, জালাল আহমদ মজুমদার, মামুনুর রশিদ, মশিউর রহমান বিপ্লব, ফেনী জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, আবু তালেব, সোনাগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, শহিদ ছাত্রদল নেতা কাওছার উদ্দিনের পিতা ফিরোজ আলম, শহিদ মোহাম্মদ মাসুদের কন্যা মুনতাহ বিনতে মাসুদ, শহিদ জাফর আহমদের কন্যা জাহানারা বেগম প্রমুখ।

এ সময় ২০১৬ সালের ২৫ জুন র‌্যাবের গুলিতে নিহত মোহাম্মদ মাসুদের পরিবারকে ঘর এবং ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে ৪৫ জন শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

ঢাকা/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • যে কোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে: তারেক রহমান
  • যেকোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে: তারেক রহমান
  • সংস্কারের কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করছে কিছু মানুষ: তারেক রহমান
  • চেয়ারম্যান গ্রেপ্তারকে কেন্দ্র করে জনগণের তোপের মুখে ডিবি পুলিশ
  • গণ-অভ্যুত্থানে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • রমজানে কম লাভ করে জনগণের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
  • নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ নেই: অনিন্দ্য ইসলাম
  • পাচার হওয়া অর্থ ফেরাতে কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা
  • বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলেও সফল হবে না আ.লীগ: আসিফ মাহমুদ