ফিলিস্তিনের গাজা উপত্যকা খালি করতে জোরপূর্বক বাস্তুচ্যুতির যেকোনো প্রস্তাবকে জাতিগত নির্মূল ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে মালয়েশিয়া।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে জানানোর পর গতকাল বুধবার এক প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মাতৃভূমি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরানো বা বাস্তুচ্যুতির যেকোনো প্রস্তাবের শক্ত বিরোধিতা করছে মালয়েশিয়া। এমন অমানবিক কর্মকাণ্ড জাতিগত নির্মূল এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের একাধিক সনদের সুষ্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুনগাজাকে দখলে নেওয়ার ট্রাম্পের পরিকল্পনায় কী আছে২২ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে মালয়েশিয়া।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের সমর্থন দিয়ে যাচ্ছে। সেই সঙ্গে ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত নিরসনে দীর্ঘদিন ধরে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কথা বলছে কুয়ালালামপুর। ইসরায়েলের সঙ্গে মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্ক নেই।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, তিনি ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছেন। তবে সংগঠনটির সামরিক শাখার সঙ্গে মালয়েশিয়ার কোনো সংযোগ নেই।

আরও পড়ুনউদ্ধার অভিযান শুরুর পর গাজায় নিহতের সংখ্যা দাড়িয়েছে ৬২ হাজারে০৩ ফেব্রুয়ারি ২০২৫

এদিকে মালয়েশিয়ার প্রতিবেশী ও বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া গতকাল বুধবার জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি কিংবা জনমিতির পরিবর্তনের কোনো উদ্যোগ প্রত্যাখ্যান করেছে জাকার্তা।

আরও পড়ুনফিলিস্তিন সংকট: দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে আলোচনার কথা বললেন ট্রাম্প২৮ জানুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ওলামা লীগের সদস্যসচিব এখন ওলামা দলের যুগ্ম আহ্বায়ক

ওলামা লীগের ঝালকাঠি জেলার সাবেক সদস্যসচিব কারি মো. নেয়ামত উল্লাহ এবার জাতীয়তাবাদী ওলামা দলের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। বৃহস্পতিবার কেন্দ্র থেকে ২৫ সদস্যের এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

নেয়ামত উল্লাহ ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলার আমুয়া নতুন বন্দরের ব্যবসায়ী। তিনি পাটিখালঘাটা ইউনিয়নের বাসিন্দা। 

জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা সাইদুর রহমান জানান, জেলা কমিটি গঠনের আগে উপজেলার নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। তাদের মতামত ও সুপারিশে নামের চূড়ান্ত তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্র সেই কমিটি অনুমোদন দিয়েছে। নেয়ামত উল্লাহর নাম কমিটিতে কিভাবে ঢুকল বুঝতে পারছি না। তাকে এ কমিটি থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে।

জেলা-উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মীর অভিযোগ, আগে আওয়ামী লীগ করতেন এমন অনেকেই এখন বিএনপি সহযোগী সংগঠনগুলোতে ভিড়ছেন। প্রেক্ষাপট পরিবর্তেনর পর ছদ্মবেশে দলে অবস্থান নিয়েছেন। কেউ কেউ সামাজিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছেন। অথচ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশ আছে অনুপ্রবেশ ঠেকাতে। স্থানীয় নেতারা তাদের ভূমিকা সঠিকভাবে পালন না করায় তা ঠেকানো যাচ্ছে না। এটা দলের জন্য অশুভ।

জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবীন জানান, দলে কোনো অনুপ্রবেশকারীর স্থান হবে না। অভিযোগ পেলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ