রাজশাহীতে স্বামীর পর মহিলা যুবলীগের নেত্রী আটক
Published: 6th, February 2025 GMT
রাজশাহীর পুঠিয়া উপজেলার যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমানকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শিলমাড়িয়া গ্রাম থেকে তাঁকে আটক করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।
এর আগে গত সোমবার রাতে মৌসুমী রহমান উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের প্রচারপত্র বিলি করেন। প্রচারপত্র বিলির ছবি আওয়ামী লীগের ফেসবুক পেজে ছড়িয়ে পড়ে। এ খবরে স্থানীয় লোকজন গত মঙ্গলবার সকালে মৌসুমী রহমানের স্বামীকে উপজেলার পঁচামাড়িয়া এলাকায় ধরে মারধর করেন। পুলিশ গিয়ে সেখান থেকে অহিদুর রহমানকে আটক করে। এ ঘটনায় অহিদুর রহমানকে মঙ্গলবার পুঠিয়া থানায় পুরোনো একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পুঠিয়া যুবদলের একাংশ আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণের বিরুদ্ধে ‘সাঁড়াশি অভিযান’ কর্মসূচি করে। এ কর্মসূচির নাম দেওয়া হয় ‘রোড মার্চ পুঠিয়া টু পচামাড়িয়া’। উপজেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক দেলোয়ার সরকার আল আমীন তাঁর ফেসবুকের এক পোস্টে এই সাঁড়াশি অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানান। এ অভিযানের অংশ হিসেবে মৌসুমী রহমানের বাড়িঘরে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। তবে ভাঙচুরের ঘটনায় থানায় কোনো অভিযোগ পড়েনি।
আরও পড়ুনআওয়ামী লীগের প্রচারপত্র বিলি: রাজশাহীর সেই যুব মহিলা লীগ নেত্রীর বাড়িতে ভাঙচুর১৪ ঘণ্টা আগেরাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম আজ সকালে প্রথম আলোকে বলেন, গতকাল রাতে ডিবি মৌসুমী রহমানকে আটক করেছে। তাঁর বিরুদ্ধে থানায় পুরোনো মামলা আছে। সেগুলোর কোনোটির মাধ্যমে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুষ্টিয়ায় দিনদুপুরে চালকল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি রশিদের বাড়িতে গুলি
কুষ্টিয়ায় চালকল মালিক ও ব্যবসায়ী আবদুর রশিদের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার বেলা তিনটার দিকে শহরের গোশালা সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সময় আবদুর রশিদ খাজানগর এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। ঘটনার পর তিনি বাড়িতে যান। আবদুর রশিদ বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি। সদর উপজেলার খাজানগর এলাকায় তাঁর বড় কয়েকটি চালকল আছে।
ঘটনাস্থল থেকে কুষ্টিয়া মডেল থানার ওসি মশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। গুলির খোসা জব্দ করা হয়েছে। গুলিটি ভবনের তৃতীয় তলার কাচ ভেদ করেছে। তবে ওই তলায় কোনো বাসিন্দা থাকে না। পুরো বিষয়টি নিয়ে পুলিশের একাধিক দল ইতিমধ্যে কাজ শুরু করেছে।’
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুলির খোসা জব্দ করেছে পুলিশ