Samakal:
2025-02-06@09:10:06 GMT

জলে-স্থলে মূর্তিমান আতঙ্ক

Published: 6th, February 2025 GMT

জলে-স্থলে মূর্তিমান আতঙ্ক

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে সংঘটিত বহু অপরাধের নেতৃত্ব দিয়েছে কানা জহির। তার বিরুদ্ধে হত্যাসহ অনেক মামলা থাকলেও তাকে গ্রেপ্তারে তৎপরতা না থাকায় নদী ও স্থল পথে জহির এখন মূর্তিমান আতঙ্ক।

বালুবাহী বাল্কহেড থেকে বিট তোলার মধ্য দিয়ে উত্থান নৌ-ডাকাত জহিরুল ইসলাম ওরফে কানা জহিরের। মূলত নৌ-ডাকাত বাবলা নিহত হওয়ার পর বেপরোয়া হয়ে ওঠে কানা জহির। আধিপত্য বিস্তার করতে গিয়ে গত বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের সঙ্গে গোলাগুলিতে লিপ্ত হয় জহির ও তার সহযোগীরা। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিফাত ও রাসেল ফকির নামের দু’জন। এ ঘটনার পাঁচ দিন পর গত মঙ্গলবার কানা জহিরকে প্রধান আসামি করে মামলা হয়েছে।

জানা গেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের কালিরচর গ্রামের মাহমুদ মিয়ার ছেলে জহির ইসলাম। জন্ম থেকে তার ডান চোখ কানা হওয়ায় সবাই তাকে কানা জহির নামে চিনে। গজারিয়া, বেলতলী, চর আবদুল্লাপুর ও মোহনপুর পুলিশ ফাঁড়ির আশপাশে চলে তার সব অপকর্ম। মাদক বেচাকেনা, চাঁদাবাজি, চুরি-ডাকাতি ও মেঘনা নদীতে রাতে অবৈধভাবে বালু তোলাসহ নানান অপকর্ম চালাচ্ছে জহির।

জানা গেছে, কানা জহিরের ভয়ংকর রূপ চোখে পড়ে মূলত রাতে। জহির একা নয়, তার একটি বাহিনী রয়েছে। জহির ও তার ছোট ভাই এবং বাহিনীর অন্য সদস্যরা রাতে মেঘনায় অবৈধভাবে বালু তোলে ও নৌযানে ডাকাতি করে। এ ছাড়া বিভিন্ন চরে গরু চুরি, ডাকাতি থেকে শুরু বিভিন্ন ধরনের অপকর্ম করে তারা।

নদী তীরবর্তী গ্রামবাসী সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের কালিরচর থেকে শুরু করে কালিপুর-ষাটনল, নাসিরাচর হয়ে মোহনপুর পর্যন্ত ডাকাতি এবং মাদক সরবরাহ করে কানা জহিরের সিন্ডিকেট। জহিরের অন্যতম সহযোগী হিসেবে কাজ করে তার আপন ভাই আঙুল কাটা শাহিন। সশস্ত্র শাহিন ও জহির দিনের বেলা অবস্থান করে কালিরচরসহ আশপাশের কয়েকটি চরে। বকচর থেকে কালিরচর পর্যন্ত শাহিন এবং কালিরচর থেকে নাসিরাচর ও মোহনপুর পর্যন্ত জহির তাদের অবৈধ কর্মকাণ্ডের স্বর্গরাজ্য বানিয়েছে।

স্থানীয়রা জানায়, কানা জহির একসময় নৌ-ডাকাত বাবলা গ্রুপের হয়ে কাজ করত। কিন্তু পরে জহির ও তার ভাই শাহিন নিজেরাই তৈরি করে ডাকাত দল। চাঁদাবাজি, ডাকাতি ও ডাকাতির বখরা আদায় করা তাদের মূল কাজ। জহির ও তার বাহিনীর অত্যাচারে সাধারণ মানুষ আতঙ্কে দিনযাপন করছেন।

জানা গেছে, গত ১৯ ডিসেম্বর রাতে কানা জহির চাঁদপুরের মেঘনা নদীর মোহনপুর এলাকায় তার দলবল দিয়ে ডাকাতের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে চাঁদপুরের নৌপুলিশ ও কোস্টগার্ড ওই এলাকায় অভিযান চালায়। এ সময় জহিরের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি বিনিময় হয়। একপর্যায়ে কানা জহির পুলিশের আক্রমণে টিকতে না পেরে অস্ত্র, স্পিডবোট এবং গোলা বারুদ রেখে পানিতে ঝাঁপ দিয়ে পালায়। পরে পুলিশ ও কোস্টগার্ড জহিরের ব্যবহৃত স্পিডবোট, কাটা বন্দুক, দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার খবর পেয়ে মেঘনার নৌ-ডাকাত কানা জহির ও তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের উদ্দেশ্য কালিরচর গ্রামের বাচ্চু মেম্বারের বাড়ি-সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কানা জহিরসহ পাঁচ সহযোগী স্পিডবোটে করে পালাতে চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের পিছু নিলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে কানা জহির ও তার সহযোগীরা। এ সময় পাল্টা গুলি ছোড়ে পুলিশ। এ ঘটনায় কানা জহির ও তার সহযোগীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানার পৃথক দুটি মামলা করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, কানা জহির একজন আন্তঃজেলা ডাকাত দলের সরদার। তার বিরুদ্ধে গজারিয়া, ষাটনল, মতলব উত্তর, চাঁদপুর ও লৌহজং থানায় হত্যা, ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে। চরাঞ্চলের দুর্গম স্থানে অবস্থান করায় কানা জহিরকে গ্রেপ্তারে বিলম্ব হচ্ছে বলেও জানান তিনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ল রচর ম হনপ র সহয গ

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে যুবলীগ ক্যাডার মোটা কবিরের গ্রেপ্তার দাবি বিএনপির 

আওয়ামী লীগের শাসনামলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমানের সেকেন্ড ইন কমান্ড ছিলো যুবলীগ ক্যাডার মোটা কবির। দীর্ঘ  ৫ বছর তার বাড়িতে ভাড়া ছিল সে। ফলে সিরাজ হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি হওয়ার পরও পুলিশ তাকে গ্রেপ্তার করতে মজিবুর রহমানের বাড়িতে যায়নি। 

এমনকি নানা অপকর্ম করেও বারবার সে পার পেয়ে যায় মজিবুর রহমানের কারণে। মজিবুর রহমানকে ব্যবহার করে অবৈধ উপায়ে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছে মোটা কবির। কেপিআই এলাকা হওয়ার পরও আদমজী ইপিজেডের ভেতরে তার আস্তায় সে মাদকের আসর বসাতো। কেউ প্রতিবাদ করলে ইপিজেডের বাইরে গেলে ক্ষতি করার হুমকি দিতো কবির। 

ইপিজেডের ভেতর মদের বার ছিল। সেই বার থেকে মাদক এনে বাইরে চড়া দামে বিক্রি করতো সে। তার গাড়িতে সব সময় বিদেশী মদের দুই-চারটা বোতল থাকতো। ইপিজেডের কাস্টম গেট বা নিরাপত্তা গেইটে তার গাড়ি চেক করতে চাইলে নানাভাবে হুমকি ধামকি দিতো। মোটকথা গত ১৬-১৭ বছর ইপিজেডের ভেতর রামরাজত্ব কায়েম করে মোটা কবির ও তার বাহিনী।

এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমানের বাড়িতে  থেকে ওই বাড়ির নিচ তলায় ছোট একটি রুমে বসে কম্পিউটারে মামলার এজাহার লেখার সময় বিভিন্ন সময় কবির বিএনপির নেতাকর্মীদের নাম ঢুকিয়ে দিতো মামলায়। 

কবিরের দায়িত্ব ছিল ওই সময় সরকার বিরোধী আন্দোলনে বিএনপির যে সকল নেতাকর্মী ফ্রন্ট লাইনে থাকতো সেই সকল নেতাকর্মীদের ছবি ও নাম কালেক্ট করতো। 

মোটা কবির তার লোকজন দিয়ে এই ছবি ও নাম কালেক করাতো। পরে তাদের মামলায় ঢুকিয়ে দিতো। এছাড়া আদমজী ইপিজেডের ব্যবসা দখল করতেও অনেক নিরিহ মানুষকে মামলায় ঢুকিয়ে দিয়েছে কবির। তবে নানা অপকর্মের কারণে যুবলীগ ক্যাডার হওয়ার পরও মামলা থেকে রক্ষা পায়নি মোটা কবির ওরফে লোহা চোর কবির। 

বর্তমানে তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ এক ডজন মামলা রয়েছে। ৫ আগস্টের পর আত্মগোপন করে কবির। সিদ্ধিরগঞ্জ থেকে পালিয়ে যাওয়া আওয়ামীলীগ নেতাদের সাথে যোগাযোগ রয়েছে তার। তাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে বলে জানিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

আবার কৌশলে বিএনপির কতিপয় লোককে টাকা দিয়ে বিএনপিতে ঢুকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি একাধিক নেতাকর্মী জানান, সব সরকারের আমলে সুযোগ নিয়েছে মোটা কবির। কিন্তু এবার আর সেই সুযোগ তাকে দেয়া হবে না। বাসায় ঢুকে নেতাদের পা ধরে বসে থাকে সুবিধার জন্য। এটা তার অন্যতম কৌশল। 

বিভিন্ন বাজার থেকে কমদামে ফরমালিনযুক্ত মাছ কিনে নিয়ে বলে ‘স্যার’ আপনার জন্য মেঘনা নদী, কখনো বলে মাওয়া ঘাট, কখনো বলে ভৈরব থেকে এই মাছ কিনে এনেছি। ইপিজেডের ব্যবসায়ি হাতিয়ে নিতে নানা ছলছাতুরী ছিল তার। আর নেতাদের ম্যানেজ করতো অবৈধ টাকার ভাগ ও বিদেশী মদ দিয়ে। কবির পালিয়ে যাওয়ার পর ইপিজেডের ভেতর থেকে ভয়ঙ্কর তথ্য প্রকাশ পাচ্ছে। 

আর সেটা হলো গ্রাম থেকে কাজের সন্ধানে আসা গরীব অসহায় সুন্দরী মেয়েদের কাজ দেয়ার কথা বলে ইপিজেডের ভেতর বিভিন্ন ফ্যাক্টরীতে বিদেশী কর্মকর্তাদের মনোরঞ্জনের জন্য পাঠাতো কবির। নারী সাপ্লাইয়ের বিনিময়ে অবৈধ সুবিধা নিতো মোটা কবির। 

তার অপকর্মের নানা তথ্য এখন আদমজী ইপিজেডের ভেতর, মিজমিজি, সিআইখোলা, সিদ্ধিরগঞ্জপুল এলাকার মানুষের মুখে মুখে। কবিরের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘এ কে এন্টারপ্রাইজ’ এর বিষয়ে খোঁজ খবর নিলে তার আয়ের তথ্য বেরিয়ে আসবে। তবে সে তার অবৈধ অর্থ-সম্পদ রক্ষায় নানাভাবে দৌড়ঝাপ করছে। 

আর সুযোগ খুঁজতেছে ৫ আগস্টের পর হত্যা মামলাগুলোর জামিন করাতে। আত্মগোপনে থাকা কবিরকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন বিএনপি তথা তার দ্বারা ক্ষতিগ্রস্থ লোকজন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাইয়ের শহীদেরা দুর্নীতি-দুঃশাসনমুক্ত বাংলাদেশ চেয়েছিলেন: জামায়াতের আমির
  • সিদ্ধিরগঞ্জে যুবলীগ ক্যাডার মোটা কবিরের গ্রেপ্তার দাবি বিএনপির 
  • অভ্যুত্থানের শহীদদের জীবনীগ্রন্থ তৈরি করেছে জামায়াত
  • ফ্যাসিস্টরা ইতিহাস পড়ে কিন্তু শিক্ষা নেয় না: জামায়াত আমির
  • এই প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা আদায় করা প্রয়োজন: জামায়াত আমির