শেষ মুহূর্তের গোলে স্প‌্যানিশ কোপা ডেল রের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। তরুণ তুর্কি গঞ্জালো গার্সিয়ার গোলে লোকাল প্রতিদ্বন্দ্বী লেগানেসকে ৩-২ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। বাকি দুটি গোল করেন লুকা মদ্রিচ ও এন্ড্রিক।

এদিন ম‌্যাচের ১৮ মিনিটেই লিড নেয় রিয়াল। এ সময় রদ্রিগোর বাড়িয়ে দেওয়া বল পেয়ে ডান পায়ের শটে জালে জড়ান মদ্রিচ। ২৫ মিনিটের মাথায় ব‌্যবধান দ্বিগুণ করেন এন্ড্রিক।

তবে বিরতিতে যাওয়ার আগে ব‌্যবধান কমায় লেগানেস। ম‌্যাচের ৩৯ মিনিটে রিয়ালের জ‌্যাকোব রামন বক্সের মধ‌্যে হ‌্যান্ডবল করলে পেনাল্টি পায় তারা। পেনাল্টি থেকে হুয়ান ক্রুজ গোল করেন।

আরো পড়ুন:

ম্যানসিটির সামনে রিয়াল: চ্যাম্পিয়নস লিগ প্লে-অফ

চ্যাম্পিয়নস লিগে ১৮ ম্যাচের মহারণ, দলগুলোর শেষ সমীকরণ

বিরতি থেকে ফিরে সমতা ফেরায় লেগানেস। আবারও গোল করেন হুয়ান। তাকে গোলে সহায়তা করেন ডার্কো ব্রাসানাক। এই সমতা নিয়ে ম‌্যাচ চলে যায় ৯০ মিনিট পর্যন্ত। কিন্তু শেষ মুহূর্তে গার্সিয়ার গোলে শেষ চারে জায়গা করে নেয় কার্লো আনচেলোত্তির শিষ‌্যরা। এ সময় ব্রাহিম দিয়াজের বাড়িয়ে দেওয়া বল থেকে জয়সূচক গোলটি করেন গার্সিয়া। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

শ্রমিক কল্যাণ ফেডারেশন বন্দর থানা উত্তরের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বন্দর থানা উত্তরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বন্দর ২৭ নং ওয়ার্ড লালখার বাগ এলাকায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াতে ইসলামী কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেন, আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ন হলো তাকাওয়া অর্জন করা যিনি আল্লাহকে বেশি ভয় পান আল্লাহ তাকেই বেশি পছন্দ করেন। 

এসময় তিনি আরো বলেন রমজান শুধু আমাদের জন্যই ফরজ হয়নি এটি আমাদের পূর্ববর্তী লোকদের জন্যও ফরজ ছিল। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মুন্সি আবদুল্লাহ মুহাম্মদ ফয়সাল,  বন্দর উত্তর থানা জামায়াতের আমীর মুফতি  মাওলানা আতিকুর রহমান।

বন্দর থানা উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে সেক্রেটারি মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াতের বন্দর উত্তর থানা সেক্রেটারি জহুরুল ইসলাম, ২৭ নং ওয়ার্ড সভাপতি জহিরুল ইসলাম সহ অন্যায়কে জামায়াতে নেতৃবৃন্দ ।
 

সম্পর্কিত নিবন্ধ