রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটির পেছনে (উত্তর দিকে) ছয়তলা ভবনটি ভাঙা হচ্ছে। ভবনটির ভেতর থেকে বই, স্টিল, লোহা, টিন, কাঠসহ বিভিন্ন জিনিস ভেঙে নিয়ে যাচ্ছেন অনেকে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এমন চিত্র দেখা গেছে। এ সময় ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভাঙা হচ্ছিল। বেলা ১১টা পর্যন্ত বাড়িটির অনেক অংশই গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

স্টিলের কাঠামো ভেঙে নিয়ে যাচ্ছেন একজন। ভাঙারির দোকানে এগুলো বিক্রি করা হবে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফরিদপুর শহরে বহুতল মার্কেটের দ্বিতীয় তলায় আগুন

ফরিদপুর শহরের একটি মার্কেটের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে শহরের আলীমুজ্জামান বেইলি সেতুর পূর্বপাড়ে অবস্থিত তিনতলা ভবনবিশিষ্ট রূপসা সুপারমার্কেটের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং একটি অ্যাডভাইজার দল সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটির দ্বিতীয় তলায় ‘রেমন্ড শপ’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান অবস্থিত। এটিই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে মালিক সুমন মুন্সি দাবি করেন, দোকানটির অন্তত সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ ছাড়া ভবনটির নিচতলায় আছে ৯টি ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠান এবং তিনতলায় প্রগতি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের কার্যালয়। রেমন্ড শপে আগুন নেভানোর সময় পানি ব্যবহার করায় ফরিদপুর পার্টস হাউস ও সাকিব টেলিকম নামের দুটি দোকানে মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল আনুমানিক সোয়া সাতটার দিকে এক পথচারী মার্কেটটির দোতলা থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে জেলার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির পাশের একটি ডিভাইস থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি
  • ফরিদপুর শহরে বহুতল মার্কেটের দ্বিতীয় তলায় আগুন