সিটিকে ৫-১ গোলে হারানো আর্সেনালকে বিদায় দিল নিউক্যাসল
Published: 6th, February 2025 GMT
আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে টানা দ্বিতীয়বার ইংলিশ লিগ কাপের ফাইনালে উঠেছে নিউক্যাসল ইউনাইটেড। ২০২০ সালের পর বড় কোনো শিরোপা জিততে ব্যর্থ আর্সেনালকে সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে হারিয়েছে নিউক্যাসল। এবার উত্তর ইংল্যান্ডের ক্লাবটি ঘরোয়া কোনো শিরোপা জয়ের ৭০ বছরের অপেক্ষা ঘোচাতে পারে কি না, সেটিই দেখার।
কাল রাতে ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে জ্যাকব মার্ফি ও অ্যান্থনি গর্ডনের গোলে ২-০ ব্যবধানে দ্বিতীয় লেগটা জিতেছে নিউক্যাসল। ১৬ মার্চ ওয়েম্বলির ফাইনালে টটেনহাম কিংবা লিভারপুলের বিপক্ষে খেলবে ম্যাগপাই নামে পরিচিত নিউক্যাসল। আজ অ্যানফিল্ডে দ্বিতীয় লেগে টটেনহামকে আতিথেয়তা দেবে প্রথম লেগে ১-০ গোলে হেরে পিছিয়ে থাকা লিভারপুল।
সৌদি আরবের সভেরেইন ওয়েলথ ফান্ড ২০২১ সালে কিনে নেয় নিউক্যাসলকে। পেট্রো ডলারের ঝনঝনানিতে এরপর ক্লাবটির খোলনলচে পাল্টে গেলেও এখনো কোনো শিরোপা জেতা হয়নি দলটির। ১৯৬৯ সালে মহাদেশীয় টুর্নামেন্টে ইন্টার-ফেয়ার্স কাপ জয়টাই এখনো ক্লাবটির সর্বশেষ শিরোপা হয়ে আছে। ঘরোয়া ফুটবলে নিউক্যাসল সর্বশেষ জিতেছিল ১৯৫৫ সালের এফএ কাপ। গত বছর লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে শিরোপা জয়ের সুযোগ নষ্ট করে নিউক্যাসল।
ম্যাচশেষে সেন্ট জেমস পার্কে নিউক্যাসলের উদ্যাপন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইতিহাস গড়া হলো না নাঈমের
নাজমুল হোসেন শান্তর পর দেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক আসরে ৫শ রান করার নজির গড়েছেন মোহাম্মদ নাঈম। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলতি বিপিএলের দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে চট্টগ্রাম কিংসের বিপক্ষে ২২ বলে ১৯ রান করা ইনিংসে এবারের আসরে ৫শ রান পূর্ণ করেন খুলনা টাইগার্সের হয়ে খেলতে নামা নাঈম। চলতি আসরে এখন পর্যন্ত ১৪ ম্যাচের ১৪ ইনিংসে ১টি শতক ও ৩টি অর্ধশতকে ৫১১ রান করেছেন জাতীয় দলের এই ক্রিকেটার।
অথচ আর মাত্র ছয়টি রান করতে পারলেই বিপিএলে শান্তর রেকর্ডটা ভাঙতে পারতেন নাঈম। বিপিএলের এক আসরে বাংলাদেশিদের মধ্যে রানের দিক থেকে সবার ওপরে আছেন নাজমুল হোসেন শান্ত। ২০২৩ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ৫১৬ রান করেছিলেন শান্ত। যদিও বিপিএলের ওই আসরে শান্তর ব্যাটিং টি-টোয়েন্টিসুলভ ছিল না। সেবার শান্ত যেখানে ১১৬.৭৪ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন এবার নাঈম ব্যাট করেছেন ১৪৩.৯৪ স্ট্রাইকরেটে।
বিপিএলের এক আসরে অন্তত ৫শ রান করা তৃতীয় ব্যাটার হলেন নাইম। প্রথম ব্যাটার হিসেবে বিপিএলের এক আসরে ৫শ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার রিলি রুশো। ২০১৯ সালে রংপুর রাইডার্সের হয়ে ১৪ ম্যাচের ১৩ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৫৫৮ রান করেছিলেন রুশো। যা এখন পর্যন্ত বিপিএলের এক আসরে কোন ব্যাটারের সর্বোচ্চ রান।