লোহাগাড়ায় মুঠোফোনে ভিডিও করাকে কেন্দ্র করে সংঘর্ষে স্কুলছাত্র নিহত
Published: 6th, February 2025 GMT
চট্টগ্রামের লোহাগাড়ায় মাদ্রাসার বার্ষিক সভার অনুষ্ঠানে মুঠোফোনে ভিডিও করার সময় কিশোর-তরুণদের দুই পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত ও দুজন আহত হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের তাঁতীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুমিনুল হক (১৭) ওই ইউনিয়নের নালারকুল এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে। সে পুটিবিলা উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত। গুরুতর আহত মো.
স্থানীয় ইউপি সদস্য আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার দিবাগত রাতে বাড়ির পাশের একটি মাদ্রাসার বার্ষিক সভায় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ছুরিকাঘাতে মুমিনুল গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রীতিপূর্ণা হৈমন্তিকা দাশগুপ্তা প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১০টার দিকে মুমিনুল নামের এক কিশোরকে হাসপাতালে আনেন স্থানীয়রা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার বুকে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এরপর পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরিফুর রহমান জানান, মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে সেখানে ছোটখাটো মেলা বসেছিল। সেখানে কিশোর-তরুণেরা টিকটক করার জন্য ভিডিও করছিল। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও সংঘর্ষ হয়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ঘর ষ
এছাড়াও পড়ুন:
একঝলক (১০ এপ্রিল ২০২৫)
ছবি: জাহিদুল করিম