পাঁচটি অসংক্রামক রোগ প্রতিরোধে ফরিদপুরে তিন বছর মেয়াদি একটি প্রকল্প উদ্বোধন হয়েছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর হেলথ রিসার্চের সহায়তায় গতকাল বুধবার ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের সম্মেলন কক্ষে এর উদ্বোধন হয়। 

প্রকল্পটির নাম পারটিসিপিটরি অ্যাঙ্গেজমেন্ট ফর সিটি কমিউনিটিস এগেইনস্ট এনসিডি রিস্ক ইন বাংলাদেশ অ্যান্ড নেপাল (পিকান)। বাংলাদেশ ও নেপালের মতো দেশের শহরাঞ্চলে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার, শ্বাসকষ্টজনিত রোগ ও মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা প্রতিরোধের অংশ হিসেবে চালু হয়েছে প্রকল্পটি। এর আওতায় নগরবাসীকে সচেতন করে তোলা ও নিজের রোগ নিজে চিহ্নিত করার উদ্যোগ নিতে কাজ করা হবে।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক  মো.

 কামরুল হাসান মোল্লা। তিনি বলেন, সুশৃঙ্খলভাবে জীবনযাপন করলে ও খাদ্যাভাসে পরিবর্তন আনা গেলে এ জাতীয় রোগ থেকে দূরে থাকা সম্ভব। 

সেখানে আরও বক্তব্য দেন ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান, লন্ডন ইউনিভার্সিটির প্রফেসর এডওয়ার্ড ফট্রেল, জোয়ানা মরিসন, ফরিদপুর ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সামাদ প্রমুখ।

উৎস: Samakal

কীওয়ার্ড: প রকল প

এছাড়াও পড়ুন:

আমি বোধহয় অদৃশ্য গণ্ডি ভাঙতে পেরেছি: ইধিকা

দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমাটি মুক্তির পর দুই বাংলায় খ্যাতি কুড়ান এই অভিনেত্রী।

শাকিবের সঙ্গে জুটি বেঁধে প্রশংসিত হওয়ার পরই ইধিকাকে দেবের নায়ক করেন কলকাতার নির্মাতা সুজিত দত্ত। গত বছরের ২০ ডিসেম্বর মুক্তি পায় ইধিকা অভিনীত ‘খাদান’ সিনেমা। এতে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়ান ইধিকা। বক্স অফিসেও সাড়া ফেলে এটি। আপাতত, ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন এই অভিনেত্রী।

ইধিকার ক্যারিয়ার এখন ঝলমলে হলেও তার এই যাত্রা মসৃণ ছিল না। সেই অতীত মনে করে ভারতীয় গণমাধ্যমে ইধিকা পাল বলেন, “আমাদের মতো মধ্যবিত্ত পরিবার থেকে খুব বড় স্বপ্ন দেখতে সবাই ভয় পায়। তারা ভাবতে থাকে চারপাশের যে অদৃশ্য এক গণ্ডি রয়েছে, তার থেকে বেশি স্বপ্ন দেখা নিছক বাড়াবাড়ি।”

আরো পড়ুন:

টলিউডে ফের অচলাবস্থা!

টি-বয় থেকে ২৮০ কোটি টাকা পারিশ্রমিক নেওয়া অভিনেতা যশ

ইধিকা এখন বিশ্বাস করেন, অদৃশ্য গণ্ডি ভাঙতে পেরেছেন। তার ভাষায়, “এখন মনে হয়, সেই সীমারেখাটা বোধহয় আমি ভাঙতে পেরেছি। স্বপ্ন দেখা মানুষগুলো যেন আগামী দিনে আমাকে উদাহরণ হিসেবে রাখতে পারেন। গর্বের সঙ্গে বলতে পারেন, ‘ইধিকা তো পেরেছে, আমি কেন পারব না!” 

ইধিকার হাতে বর্তমানে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে অন্যতম ‘বরবাদ’। এতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব-ইধিকা। এটি পরিচালনা করছেন বাংলাদেশের মেহেদী হাসান হৃদয়। গত অক্টোবরে সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে মুম্বাইয়ে। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ