সপ্তাহের আলোচিত চাকরির পরীক্ষার প্রশ্ন-১৪
Published: 6th, February 2025 GMT
১. বিলোনিয়া স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
ক. সাতক্ষীরা
খ. ফেনী
গ. সুনামগঞ্জ
ঘ. কুমিল্লা
উত্তর: খ. ফেনী
২. রাশিয়ার কাছ থেকে যুক্তরাষ্ট্র আলাস্কা ভূখণ্ড ক্রয় করে—
ক. ১৮৬৭ সালে
গ. ১৮৮৮ সালে
গ. ১৯০৫ সালে
ঘ. ১৯১৪ সালে
উত্তর: ক. ১৮৬৭ সালে
৩. ভারত-বাংলাদেশের মধ্যে সাক্ষরিত গঙ্গা-ফারাক্কা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে কত সালে?
ক.
খ. ২০২৭ সালে
গ. ২০২৬ সালে
ঘ. ২০৩০ সালে
উত্তর: গ. ২০২৬ সালে
আরও পড়ুনবিসিএসে ‘ক্যাডার’ বাদ দিয়ে আলাদা নাম, নিয়োগ-পদোন্নতির জন্য তিন পিএসসি১৭ ঘণ্টা আগে৪. সম্প্রতি ২০২৮ সালের মধ্যে বাংলাদেশসহ তিনটি দেশে উন্নয়নসহায়তা কর্মসূচি পর্যায়ক্রমে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে—
ক. সুইজারল্যান্ড
খ. যুক্তরাষ্ট্র
গ. জাপান
ঘ. জার্মানি
উত্তর: ক. সুইজারল্যান্ড
৫. ইতালীয় শব্দ ‘Riviera’ অর্থ—
ক. মরু অঞ্চল
খ. উপকূলীয় অঞ্চল
গ. বহুজাতিক অঞ্চল
ঘ. সামরিক অঞ্চল
উত্তর: খ. উপকূলীয় অঞ্চল
৬. DPS–এর পূর্ণরূপ—
ক. Definite Payment Savings
খ. Determined Pension System
গ. Deposit Pension Scheme
ঘ. Deposit Payment System
উত্তর: গ. Deposit Pension Scheme
৭. বিশ্বখ্যাত দানবীর প্রিন্স করিম আল হুসেইনি (আগা খান চতুর্থ) প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা—
ক. আগা খান ডেভলপমেন্ট নেটওয়ার্ক
খ. আগা খান এজেন্সি
গ. আগা খান ট্রাস্ট
ঘ. আগা খান ফান্ডস ফর ডেভেলপমেন্ট
উত্তর: ক. আগা খান ডেভলপমেন্ট নেটওয়ার্ক
আরও পড়ুনযুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় কি ইন্টার্নশিপ প্রয়োজন, জেনে নিন কীভাবে পাবেন২ ঘণ্টা আগে৮. জাতিসংঘের কোন অঙ্গসংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিতে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?
ক. জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (UNHRC)
খ. জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (UNESCO)
গ. জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার (UNHCR)
ঘ. আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)
উত্তর: ক. জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (UNHRC)
৯. সর্বশেষ কোন দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে?
ক. কাজাখস্তান
খ. আর্জেন্টিনা
গ. বতসোয়ানা
ঘ. পূর্ব তিমুর
উত্তর: ঘ. পূর্ব তিমুর
১০. বাংলাদেশে জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স গঠিত হয়—
ক. ২৪ ডিসেম্বর ২০২৪
খ. ১ জানুয়ারি ২০২৫
গ. ১০ জানুয়ারি ২০২৫
ঘ. ১ ফেব্রুয়ারি ২০২৫
উত্তর: খ. ১ জানুয়ারি ২০২৫
১১. ২০২৫ সালে ঘোষিত বর্ষপণ্য—
ক. প্রক্রিয়াজাত চামড়া
খ. পাট
গ. আসবাব
ঘ. চা
উত্তর: গ. আসবাব
১২. তেহরানের জনসংখ্যা, পানি-বিদ্যুতের সংকট মোকাবিলায় ইরানের প্রস্তাবিত নতুন রাজধানী—
ক. মাকরান
খ. ইসফাহান
গ. তাবরিজ
ঘ. মাশহাদ
উত্তর: ক. মাকরান
১৩. ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫ কোথায় অনুষ্ঠিত হবে?
ক. ফ্রাঙ্কফুর্ট
খ. কুয়ালালামপুর
গ. জেনেভা
ঘ. দুবাই
উত্তর: ঘ. দুবাই
১৪. প্রথম ফুটবল ক্লাব হিসেবে এক মৌসুমে ১ বিলিয়ন ইউরো রাজস্ব আয় করেছে—
ক. রিয়াল মাদ্রিদ
খ. বায়ার্ন মিউনিখ
গ. ম্যানচেস্টার ইউনাইটেড
ঘ. লিভারপুল
উত্তর: ক. রিয়াল মাদ্রিদ
১৫. ঢাকার বায়ুদূষণে উপস্থিত প্রধান উপাদান—
ক. নাইট্রোজেন অক্সাইড (NOx)
খ. কার্বন মনোক্সাইড (CO)
গ. সালফার ডাই-অক্সাইড (SO₂)
ঘ. অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫
উত্তর: ঘ. অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫
আরও পড়ুনসপ্তাহের আলোচিত চাকরির পরীক্ষার প্রশ্ন-১৩৩০ জানুয়ারি ২০২৫১৬. বিশ্বব্যাপী জলাভূমি সংরক্ষণ ও টেকসই ব্যবহারের জন্য স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তিটি কী নামে পরিচিত?
ক. রামসার কনভেনশন
খ. ভিয়েনা কনভেনশন
গ. বার্লিন কনভেনশন
ঘ. প্যারিস কনভেনশন
উত্তর: ক. রামসার কনভেনশন
১৭. অমর একুশে বইমেলা ২০২৫–এর মূল প্রতিপাদ্য—
ক. ২০২৪-পরবর্তী বাংলাদেশ বিনির্মান
খ. জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ নির্মাণ
গ. জুলাই গণ-অভ্যুত্থান: অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ
ঘ. জুলাই বিপ্লব : নতুন বাংলাদেশ গঠন
উত্তর: খ. জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ নির্মাণ
১৮. কোন মন্ত্রণালয়ের অধীন জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে?
ক. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
খ. স্বরাষ্ট্র মন্ত্রণালয়
গ. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
ঘ. সমাজকল্যাণ মন্ত্রণালয়
উত্তর: গ. মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়
১৯. দেশের প্রথম ‘মিয়াওয়াকি ফরেস্ট’ তৈরি করা হয়েছে কোথায়?
ক. কলারোয়া, সাতক্ষীরা
খ. ফটিকছড়ি, চট্টগ্রাম
গ. জৈন্তাপুর, সিলেট
ঘ. মিরসরাই, চট্টগ্রাম
উত্তর: ঘ. মিরসরাই, চট্টগ্রাম
২০. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘বাংলাদেশের দরিদ্র মানচিত্র ২০২২’ অনুযায়ী দারিদ্র্যের হার সবচেয়ে বেশি কোন উপজেলায়?
ক. ডাসার, মাদারীপুর
খ. বাকেরগঞ্জ, বরিশাল
গ. কয়রা, খুলনা
ঘ. কাউনিয়া, রংপুর
উত্তর: ক. ডাসার, মাদারীপুর
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফরিদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুনীর চৌধুরী নাট্যোৎসব-২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৬৪ জেলায় অনুষ্ঠিতব্য জুলাই অভ্যুত্থান শীর্ষক প্রযোজনাকে কেন্দ্র করে নাট্যকর্মশালা ও মুনীর চৌধুরী নাট্যোৎসব-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলায় স্থানীয় নাট্যদল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নাট্যচর্চার সঙ্গে যুক্ত অভিনয়শিল্পীদের নিয়ে এক বিশেষ নাট্যকর্মশালা শুরু হয়েছে।
এই কর্মশালার জন্য অডিশনের মাধ্যমে ১৪ জন নাট্যকর্মী নির্বাচিত করা হয়েছে। ২৭ জানুয়ারি শুরু হওয়া এ কর্মশালা ১৫ দিনব্যাপী চলবে এবং ১০ ফেব্রুয়ারি নাট্যকর্মশালার সমাপনী দিনে সন্ধ্যা ৬টায় কবি জসীম উদদীন হলে অংশগ্রহণকারীদের পরিবেশনায় "জুলাই অভ্যুত্থান" চূড়ান্ত নাটকটি মঞ্চায়ন করা হবে।
কর্মশালার আয়োজন সমন্বয়ক, ফরিদপুর জেলা কালচারাল অফিসার মোহাম্মদ সাইফুল হাসান মিলন জানান, প্রশিক্ষক হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইরা আহমেদ। সহকারী প্রশিক্ষক হিসেবে আছেন বিশ্বনাথ ভৌমিক।
ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মশালায় অংশ নিয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজ ও সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থীসহ বৈশাখী নাট্যগোষ্ঠী, বহুরূপী সাংস্কৃতিক সংস্থা, বিনোদন নাট্যদল, উড়ানী নাট্যদল, সংগ থিয়েটার ও বাংলা থিয়েটারের নাট্যকর্মীরা।