ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন। সবকিছু ভুলে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে ঘর বাঁধলেও তা ভেঙে যায়। কয়েক মাস আগে নাগা চৈতন্য ফের বিয়ে করেছেন। প্রাক্তনের বিয়ের খবর থেকেই আলোচনায় সামান্থা।

কয়েক দিন আগে জিকিউ ইন্ডিয়াকে সাক্ষাৎকার দেন সামান্থা রুথ প্রভু। এ আলাপচারিতায় প্রাক্তনদের প্রতি তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। জবাবে সামান্থা বলেন, “আমি আমার জীবনে এত বেশি সময় পার করেছি যে, এটা নিয়ে আর ভাবতে পারছি না।”

প্রাক্তন প্রেমিকদের নিয়ে আপনার মনে আনন্দ, তিক্ততা বা ঈর্ষার কোনো চিহ্ন আছে কিনা? জবাবে সামান্থা রুথ প্রভু বলেন, “ওহ, না। আমি যে বিষয়টি থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করি তা হলো-ঈর্ষা। আমি এটিকে আমার জীবনের মূল হতে দিতে রাজি নই। আমি মনে করি, ঈর্ষা সমস্ত খারাপের মূল। অন্য সবকিছু ঠিক আছে। কিন্তু ঈর্ষার মতো অস্বাস্থ্যকর কোনো কিছুর স্থান আমার জীবনে নেই।”

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত পায় তেলুগু ভাষার রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমা ‘জবরদস্ত’। এতে সামান্থার সঙ্গে জুটি বাঁধেন দক্ষিণী সিনেমার অভিনেতা সিদ্ধার্থ। কানাঘুষা শোনা যায়, সিনেমাটির শুটিং সেটে দুই তারকার মধ্যে সম্পর্ক গভীর হয়। কাজের উসিলায় পরিচয় হলেও সামান্থা-সিদ্ধার্থের সম্পর্ক ব্যক্তিগত স্তরে বাঁধা পড়ে যায়। সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সামান্থা। টানা দুই বছর সম্পর্কে ছিলেন তারা। কিন্তু তাদের সম্পর্ক খুব একটা মধুরভাবে শেষ হয়নি। শোনা যায়, সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কে থাকাকালীন সামান্থা অন্য অভিনেতাদের সঙ্গে মেলামেশা করুন; যা পছন্দ হয়নি সিদ্ধার্থের। এই বিষয় নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটিও হয়।

ফিল্ম ইন্ডাস্ট্রির কারো কারো দাবি, দীর্ঘদিন সম্পর্কে থাকার পর সিদ্ধার্থকে বিয়ে করতে চেয়েছিলেন সামান্থা। কিন্তু সিদ্ধার্থ নানাভাবে তা এড়িয়ে যান। বিয়ে নিয়ে বিশেষ আগ্রহ দেখাতেন না তিনি। তা ছাড়াও সামান্থা-সিদ্ধার্থের সম্পর্কে ঢুকে পড়েন কন্নড় সিনেমার অভিনেত্রী দীপা। ২০১৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তামিল সিনেমা ‘এনাকুল ওরুভান’। এই সিনেমায় সিদ্ধার্থের বিপরীতে অভিনয় করেন দীপা। সেখান থেকেই ঘনিষ্ঠ হয়ে পড়েন তারা।

২০১০ সালে ‘ইয়ে মায়া চেসাভে’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন সামান্থা রুথ প্রভু। প্রথম সিনেমায় সামান্থার নায়ক ছিলেন নাগা চৈতন্য। এই সিনেমার সেটে প্রথম আলাপ হয় দুজনের। সেখান থেকে তাদের ভালো লাগা ও বন্ধুত্ব।

সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর ২০১৪ সালে ‘অটোনগর সুরিয়া’ সিনেমার শুটিংয়ের সময়ে নাগা চৈতন্য এবং সামান্থার বন্ধুত্ব আরো গভীর হয়। ২০১৫ সালে নাগাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সামান্থা একটি মিষ্টি বার্তা লিখেন সোশ্যাল মিডিয়ায়। এরপর জবাবও দেন নাগা। তারপর বিষয়টি নিয়ে দারুণ আলোচনা হয়। এরপর একাধিক অনুষ্ঠানে নাগা-সামান্থাকে একসঙ্গে দেখা যায়। প্রেমের গুঞ্জন চাউর হলেও দুই তারকাই মুখে কুলুপ এঁটেছিলেন। ২০১৬ সালে নাগার সঙ্গে সম্পর্কে থাকার খবরে সীলমোহর দেন সামান্থা।

২০১৭ সালে বাগদান সারেন সামান্থা-নাগা চৈতন্য। একই বছরের অক্টোবরে ধুমধাম করে বিয়ে করেন তারা। কিন্তু তাদের বিবাহিত জীবন দীর্ঘস্থায়ী হয়নি। চতুর্থ বিবাহবার্ষিকীর মাত্র চার দিন আগে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন এই দুই তারকা। ২০২১ সালের অক্টোবর মাসে সংসার জীবনের ইতি টানেন এই জুটি। সংসার ভাঙার পরিচালক রাজ নিডিমোরুর সঙ্গে তার প্রেমের সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা যায়। যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন সামান্থা রুথ প্রভু। 

ঢাকা/শান্ত/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জ বন

এছাড়াও পড়ুন:

মা হতে যাচ্ছেন শিরিন

ভারতীয় অভিনেত্রী শিরিন মির্জা মা হতে যাচ্ছেন। বেবি বাম্পের ছবির সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে আনন্দের খবরটি জানান এই অভিনেত্রী।

স্বামী হাসান সারতাজের সঙ্গে বেবিবাম্প ফটোশুটের ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শিরিন। এর ক্যাপশনে লেখেন, “আল্লাহ আমাদের দোয়া শুনেছেন, সঠিক সময় সুসংবাদ দিয়েছেন। নতুন অতিথি আসছে, আমরা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের অপেক্ষায়; মা-বাবা হিসেবে আগামীর পথচলা শুরুর অপেক্ষায়। আমাদের জন্য প্রার্থনা করবেন।”

এরপর থেকে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি তার সহশিল্পীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন শিরিন। এ তালিকায় রয়েছেন— সুমিত শর্মা, অদিতি ভাটিয়া, আলী গনি প্রমুখ। ২০২১ সালে বিয়ে করেন এই দম্পতি।

আরো পড়ুন:

কাশ্মীরে হামলা: পাকিস্তানি অভিনেতার সিনেমা মুক্তিতে বাধা

বিতর্কিত ‘জাট’: সানির সাফল্য অব্যাহত

২০১০ সালে এমটিভির ‘গার্লস নাইট আউট’ প্রতিযোগিতা দিয়ে শিরিনের যাত্রা শুরু। এরপর ছোট পর্দায় বেশ কিছু কাজ করেন। এর মধ্যে আছে ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘২৪’, ‘ধাই কিলো প্রেম’ প্রভৃতি। তবে ‘ইয়ে হ্যায় মোহাব্বতে’ সিরিয়ালে ‘শিম্মি ভাল্লা’ চরিত্রে অভিনয় করে ছোট পর্দার দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান শিরিন।

‘ম্যায় নাহি আন্না’, ‘নট টুডে অ্যান্ড’, ‘লাভ ট্রেনিং’সহ বেশ কয়েকটি সিনেমাও করেছেন শিরিন। তবে তার অভিনীত কোনো সিনেমাই তেমন সাড়া ফেলতে পারেনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • মোহামেডানকে হারিয়ে ‘নীরবে’ চ্যাম্পিয়ন আবাহনী
  • ক্যাম্পাসে বিক্ষোভ করছেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা
  • রিয়াল ছেড়ে জুনে ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি
  • ১৫ দিন নিজের প্রস্রাব নিজে পান করেছি: পরেশ রাওয়াল
  • শিশু কবিরাজের ঝাড়ফুঁক পেতে মানুষের ভিড়, সামলাতে পরিবারে হিমশিম
  • জয়পুরহাটে ইটভাটার ধোঁয়ায় ধানখেত নষ্টের অভিযোগ, ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ
  • চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের
  • ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামির জামিন, একদিন পর বিক্ষোভ
  • মা হতে যাচ্ছেন শিরিন
  • রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে পরবর্তী রিভিউ শুনানি ১৮ মে