বগুড়ার শিবগঞ্জে ইটভাটার জন্য জমি পত্তন নিয়ে দখলের পাঁয়তারার প্রতিবাদ করায় এক কৃষককে মারধর করা হয়েছে। ইটভাটা মালিক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ করেন ভুক্তভোগী কৃষক আব্দুল আলিম। শিবগঞ্জ থানায় এই অভিযোগ করা হয়।

অভিযোগ থেকে জানা যায়, পূর্ব জাহাঙ্গীরাবাদ মৌজায় কৃষক আব্দুল আলিমের এক বিঘা জমি রয়েছে। সেখানে তিনি চাষাবাদ করে আসছিলেন। জমির পাশেই ইটভাটা গড়ে তোলায় ফসল হচ্ছিল না। বাধ্য হয়ে জমিটি ইটভাটা মালিক মোসলেম উদ্দিনকে বার্ষিক ২০ হাজার টাকা চুক্তিতে পত্তন দেন। মোসলেম কিছু দিন পত্তনের টাকা দেওয়ার পর আরেক ইটভাটা মালিক আব্দুল মান্নান নামে এক ব্যক্তির কাছে লিজ দেন। এ বিষয়টি জানতে পেরে আব্দুল আলিম তাঁর জমি ফিরিয়ে দিতে বলেন মান্নানকে। তিনি ওই জমি বেদখল করার চেষ্টা করছেন। গতকাল সকালে আলিম জমিতে গেলে লোকজন দিয়ে তাঁকে মারধর করা হয়। পরে হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেন।

মামলা বা হত্যার হুমকির অভিযোগ অস্বীকার করেছেন ইটভাটা মালিক আব্দুল মান্নান। তাঁর দাবি, আব্দুল আলিমকে এক বছরের টাকা দেওয়া হয়েছে। এই জমি আব্দুর রহিম নামে আরেক কৃষকও নিজের বলে দাবি করেছেন। এক জমির দুই দাবিদার হওয়ায় পত্তনের টাকা আপাতত দেওয়া বন্ধ রেখেছি। বিরোধ নিষ্পত্তি হলে প্রকৃত মালিককে টাকা অথবা জমি বুঝিয়ে দেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইটভ ট

এছাড়াও পড়ুন:

প্রজ্ঞাপন প্রতারক চক্র নিয়ে সতর্ক বার্তা

স‌রকা‌রি নিয়োগ, পদায়ন, বদলি, বিদেশে চাকরির বিষয়ে ভুয়া প্রজ্ঞাপন ছড়িয়ে দেওয়ার মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতেছে এক‌টি সংঘবদ্ধ চক্র। এ বিষ‌য়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রতারণার ফাঁদে কেউ যেন ফেঁসে না যান, সে বিষয়ে দেশবাসীকে অবহিত করার জন্য বৃহস্পতিবার (১০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদায়ন আদেশের নকল বানিয়ে কর্মকর্তার সই জাল করে ভুয়া স্মারক বসিয়ে প্রজ্ঞাপন জারি করছে একটি প্রতারক চক্র।

আরো পড়ুন:

৩২ ওমরাহ যাত্রীর ৩৮ লাখ টাকা নিয়ে উধাও এজেন্সি পরিচালক

ফেইথের ‘ফাঁদে’ ফতুর প্রবাসী চান পরিত্রাণ

সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব নিয়োগ, পদায়ন, বদলি-সংক্রান্ত আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির (জিইএমএস) মাধ্যমে প্রকাশ করা হয়। এ ধরনের কোনো প্রজ্ঞাপন যাচাইয়ের প্রয়োজন হলে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকে করা যেতে পারে।

চলতি বছর ফেব্রুয়ারি মাসেই সরকারি সংস্থার নামে ভুয়া প্রজ্ঞাপন জারির একটি ঘটনা আলোচনায় আসে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট ও সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রজ্ঞাপন জারি করেছিল একটি প্রতারক চক্র। একই ধরনের আরো কিছু ভুয়া প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে দেখা যায় সম্প্রতি। এসব প্রজ্ঞাপনের টার্গেট থাকে প্রতারণার মাধ্যমে বেকার তরুণ-তরুণীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া।  

তখন বোয়েসেলের মহাব্যবস্থাপক নূর আহমেদও সতর্কতা উচ্চারণ করে বলেছিলেন, বোয়েসেলের সুনাম ব্যবহার করে একটি প্রতারক চক্র দেশের প্রান্তিক জনগোষ্ঠী, যারা জীবন জীবিকার জন্য বিদেশ যেতে আগ্রহী, তাদের ঠকিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রজ্ঞাপনের প্রবণতা বাড়তে থাকায় বৃহস্পতিবার সবাইকে সতর্ক করল জনপ্রশাসন মন্ত্রণালয়।

ঢাকা/নঈমুদ্দীন/রাসেল

সম্পর্কিত নিবন্ধ