Prothomalo:
2025-02-06@06:50:14 GMT

ছবিতে সকালের ৩২ নম্বর

Published: 6th, February 2025 GMT

ছবি: তানভীর আহাম্মেদ

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গাজার মানুষদের উৎখাতে ট্রাম্পের পরিকল্পনার মধ্যে অন্যায় দেখছেন না নেতানিয়াহু

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবটিতে অন্যায় কিছু দেখছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের প্রস্তাবটি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা চলার মধ্যে গতকাল বুধবার নেতানিয়াহু নিজের এমন অবস্থানের কথা জানালেন।

ট্রাম্প গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরই গাজার মানুষদের অন্য দেশে সরিয়ে উপত্যকাটি খালি করার আগ্রহ প্রকাশ করেন। এ জন্য গাজার বাসিন্দাদের আশ্রয় দিতে মিসর ও জর্ডানের প্রতি আহ্বান জানান তিনি।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসিত করার পর যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দখল করার আগ্রহ প্রকাশ করেন। হতবাক করা এ ঘোষণায় ট্রাম্প বলেন, গাজাকে অর্থনৈতিকভাবে উন্নত করতে চান তিনি। তবে কীভাবে তিনি এ উন্নয়ন ঘটাবেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।

গতকাল বুধবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবটি প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘আসল ব্যাপারটি হলো যেসব বাসিন্দা গাজা ছাড়তে চান, তাঁদের যেতে দেওয়া। আমার কথা হলো, এটাতে অন্যায় কী হচ্ছে? তাঁরা যেতে পারেন, এরপর আবার ফিরে আসতে পারেন। তাঁরা অন্য জায়গায় পুনর্বাসিত হতে পারেন আবার ফিরে আসতে পারেন। তবে গাজাকে পুনর্গঠন করতে হবে।’

আরও পড়ুনগাজাকে দখলে নেওয়ার ট্রাম্পের পরিকল্পনায় কী আছে২২ ঘণ্টা আগে

ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে তাঁদের বাড়িঘর থেকে স্থায়ীভাবে বিতাড়িত হওয়ার আশঙ্কার কথা বলে আসছেন। ফিলিস্তিনিদের এ আশঙ্কার প্রতিফলন এখন দেখা যাচ্ছে ট্রাম্পের প্রস্তাবে।

সমালোচকেরা ট্রাম্পের এ প্রস্তাবকে জাতিগত নির্মূলের প্রস্তাব হিসেবে চিহ্নিত করেছেন। জর্ডান, মিসরসহ অন্যান্য আরব দেশ ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সেদিন থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। গাজায় ১৫ মাস ধরে এ যুদ্ধ চলে। ইসরায়েলি হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি হামলায় ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ১৯ জানুয়ারি গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

সম্পর্কিত নিবন্ধ