সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

উত্তেজিত ছাত্র-জনতা বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর চালিয়েছে । এসময় বুলডোজার দিয়ে উভয় নেতার বাড়ির সামনের অংশ, সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরে বাড়িতে থাকা আসবাবপত্র বের করে পুড়িয়েও দেওয়া হয়।

বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত টানা এ ভাঙচুরের ঘটনা ঘটে।

এ বিষয়ে প্রতক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকেই বরিশাল নগরীর কালিবাড়ি রোড ঘিরে পুলিশের লক্ষণীয় উপস্থিতি ছিল। রাত ১২টার দিকে সেনাবাহিনীর সদস্যরাও কালিবাড়ি রোডে আসেন। একইসময় ছাত্র জনতা মিছিল নিয়ে কালিবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনমুখী হন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সড়কের দুইপাশ থেকেই প্রবেশে বাধা দেন। কিন্তু অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবনের ভেতর ঢুকে যান। এসময় তারা জনমানবহীন বাড়ির বিভিন্ন তলায় গিয়ে পড়ে থাকা ভাঙাচোরা কিছু আসবাবপত্র ও গ্লাস ভাঙচুর করে।

পরে শিক্ষার্থীরা বুলডোজার নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাতে বাধা প্রদানের চেষ্টা করে। তবে শিক্ষর্থীরা সেই বাধাও উপেক্ষা করে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবনের সীমানা প্রাচীর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে বাসভবনের সামনের অংশ, গাড়ি গ্যারেজ ও সেডের অংশবিশেষ ভেঙে গুঁড়িয়ে দেয়। এতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় জনতাও অংশগ্রহণ করে।

ঘটনাস্থলে উপস্থিত বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা বলেন, দেশের মানুষ বর্তমানে সুখে শান্তিতে বসবাস করছে। তবে দেশের বাহিরে থেকে খুনি, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে। তারা মনে করেছে ছাত্র জনতা ঘুমিয়ে গেছে। তাই দেশ থেকে ফ্যাসিস্টদের মূল উৎপাটনে জনগণের টাকায় বানানো তাদের বাড়িঘরে আজকের এ প্রোগ্রাম।

শিক্ষার্থীরা বলেন, কালিবাড়ি রোডে সাদিকের বাড়িটি ছিল টর্চারসেল। মানুষকে এখানে ধরে এনে নির্যাতন করা হতো। তাই জনগণের ক্ষোভ এতটাই ছিল যে শিক্ষার্থীদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে পুলিশ-সেনাবাহিনীর বাধা উপেক্ষা করে প্রতিবাদ জানিয়েছে।

এদিকে কালিবাড়ি রোডের সেরনিয়াবত ভবন ভাঙচুরের পর রাত দেড়টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা নগরীর বগুরা রোডস্থ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বরিশালের বাসভবনেও ভাঙচুর চালায়। সেখানে একটি টিনের ঘর বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়ার পাশাপাশি টিনের ঘর লাগোয়া একতলা ভবনের সামনের অংশ এবং পাশের দোতলা ভবনের সামনের অংশ ভাঙা হয়। পরে উঠানের সীমানা প্রাচীর ও বাড়ির সামনের সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বুলডোজার দিয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুলডোজার দিয়ে আমির হোসেন আমুর বাসভবনের ফটক ভেঙে ভেতরে প্রবেশের পরপরই ঘরগুলোতে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি ভেতরে থাকা বিভিন্ন মালামাল বাড়ির সামনে জড়ো করে তাতে আগুন দেওয়া হয়।

নাঈম নামের এক শিক্ষার্থী বলেন, কালিবাড়ি রোড ও বগুরারোডের এ ভবনগুলোতে ফ্যাসিবাদের আস্থানা। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো আস্থানা রাখতে চাই না। তাই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের আহ্বায়ক শহীদুল ইসলাম শাহেদ বলেন, বিক্ষুব্ধ জনতা ফ্যাসিবাদের দোসরদের আস্তানা ভেঙে দিচ্ছে।

তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য দিতে কেউ রাজি হননি।

এনজে

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: র স মন র অ শ ছ ত র জনত ব সভবন র র ব সভবন র সদস য

এছাড়াও পড়ুন:

বিদেশে পালাতে চেয়েছিলেন শফিকুর!

বিপিএলে এখন আলোচনার বিষয় হওয়ার কথা প্লে-অফের ম্যাচ। কোন দল কত বড় বিদেশি তারকা ভেড়াতে পাড়ল, সেসব সমর্থকের মুখে ফেরার কথা। অথচ হয়েছে উল্টো; দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের সম্মানী না পাওয়া, ভ্যালেন্টাইন গ্রুপের এমডি শফিকুর রহমানকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার মুখরোচক খবর সব জায়গায়। 

গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ১০ ফেব্রুয়ারির মধ্যে তিন কিস্তিতে সব বকেয়া পরিশোধ করবে দুর্বার রাজশাহী। বিপিএলে ক্রীড়া মন্ত্রণালয় একপ্রকার বাধ্য হয়েই জড়িয়েছে। শফিকুর রহমানকে কোনোভাবেই বাগে আনতে না পেরে উপদেষ্টার দ্বারস্থ হয় বিসিবি। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্দেশ দেওয়ার পরও ফ্র্যাঞ্চাইজিটি ক্রিকেটারদের টাকা না দেওয়ায় আইনের আওতায় নিতে বাধ্য হয়। রাজশাহী দলের ম্যানেজমেন্ট থেকে জানা যায়, গতকাল বিকেলে দ্বিতীয় ২৫ শতাংশ টাকা দেওয়া হয়েছে। টাকা প্রাপ্তির এই খবর সমকালকে নিশ্চিত করেন রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ।

রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী শফিকুর রহমান আবাসন ব্যবসায় জড়িত। তিনি বিপিএলে এসেছেন মূলত নিজের কোম্পানির পরিচিতি বাড়াতে। নেতিবাচক সব কাজ করে পরিচিতি পেয়েও গেছেন। ক্রিকেট সমর্থকের কাছে ‘খারাপ লোক’ হিসেবে পরিচিতি তাঁর। ক্রিকেটারদের বকেয়া পরিশোধে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়ার খবর প্রকাশের পরও নির্বিকার তিনি। 

খোঁজ নিয়ে জানা গেছে, বিসিবি, ক্রিকেটার ও হোটেলের বকেয়া পরিশোধ না করে বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের নজরদারিতে থাকা শফিকুর শেষ পর্যন্ত দেশত্যাগ করতে পারেননি। সরকারের এক কর্মকর্তা জানান, ১০ ফেব্রুয়ারির মধ্যে সব বকেয়া পরিশোধ করতে পারলে স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে পারবেন শফিকুর। 

ক্রীড়া মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে লিখেছে, ‘উপদেষ্টা মহোদয়কে ২ ফেব্রুয়ারির মধ্যে দলের ৫০ শতাংশ পাওনা পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবে আলোর মুখ দেখেনি, বরং গণমাধ্যমে উঠে এসেছে অনিয়মের নানা অভিযোগ। বিভিন্ন মাধ্যম থেকে ফ্র্যাঞ্চাইজি মালিকের বিরুদ্ধে মামলা করার খবরও কানে আসে। দেশের ভাবমূর্তি রক্ষার্থে বিষয়টি আরও গুরুত্ব সহকারে তদন্ত করে মন্ত্রণালয়। এ ছাড়া বিভিন্ন মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিকের পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার।’ 

বিজ্ঞপ্তিতে আরও লেখা হয়, ‘সংশ্লিষ্ট সবার পাওনা বুঝিয়ে দিতে ৩ ফেব্রুয়ারি প্রথম প্রহরে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির বিতর্কিত মালিক শফিকুর রহমানকে। সংকট নিরসনে সমাধান জানতে চাইলে, নিজের দোষ স্বীকার করে নিয়ে ২৫ শতাংশ হারে ৩, ৭ ও ১০ ফেব্রুয়ারি তিন কিস্তিতে দলের সব পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি।’

লিগ পর্ব থেকে রাজশাহী বিদায় নিলেও ক্রিকেটাররা হোটেল ছাড়তে রাজি হননি। দেশি-বিদেশি খেলোয়াড়, কোচিং স্টাফ মিলে ১১ জন হোটেলে ছিলেন বলে জানা গেছে। তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, ইয়াসির আলি রাব্বী, আকবর আলী হোটেল ছেড়েছেন আগেই। হাসান মুরাদও ঢাকার বাসায় ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • বরিশালে সাবেক মেয়র সাদিক ও আওয়ামী লীগ নেতা আমুর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙচুর
  • আমুর ডুপ্লেক্স, হাসনাত আবদুল্লাহর বাসভবন গুড়িয়ে দিল ছাত্র-জনতা
  • আমুর ‘ডুপ্লেক্স’, হাসনাত আবদুল্লাহর বাসভবন গুড়িয়ে দিল ছাত্র-জনতা
  • বরিশালে গুঁড়িয়ে দেওয়া হলো আমির হোসেন আমু ও হাসানাত আব্দুল্লাহর বা
  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর, আগুন
  • এবার শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন
  • ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন
  • বিদেশে পালাতে চেয়েছিলেন শফিকুর!