তিন দিন আগে ম্যানচেস্টার সিটিকে বিধ্বস্ত করা আর্সেনাল লিগ কাপের সেমিফাইনালে এসে মুখ থুবড়ে পড়ল নিউক্যাসলের বিপক্ষে। প্রথম লেগে ২-০ গোলে হারার পর, বুধবার ফিরতি লেগেও একই ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল মিকেল আর্তেতার দল। অন্যদিকে, দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয় তুলে নিয়ে লিগ কাপের ফাইনালে জায়গা করে নিল নিউক্যাসল ইউনাইটেড।  

১৯ মিনিটে নিউক্যাসলকে এগিয়ে দেন জ্যাকব মার্ফি। তবে আর্সেনালও গোলের সুযোগ পেয়েছিল, কিন্তু মার্টিন ওডেগার্ডের শট ফিরে আসে পোস্টে লেগে। সেই ফিরতি বল থেকেই প্রতি আক্রমণে উঠে যায় নিউক্যাসল, যা পরিণত হয় গোলের উৎসবে। বিরতির পর ৫২ মিনিটে অ্যান্থনি গর্ডন বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে এক ছোঁয়ায় নিখুঁত প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন। এর আগে ৩৫ গজ দূর থেকে নেওয়া তার এক শট খুব অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছিল।  

এফএ কাপ থেকে আগেই বিদায় নিয়েছিল আর্সেনাল। এবার লিগ কাপের সেমিফাইনাল থেকেও ছিটকে গেল তারা। তবে এখনও প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে টিকে আছে লন্ডনের ক্লাবটি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আর স ন ল আর স ন ল

এছাড়াও পড়ুন:

বন্দরে বালুবাহী বাল্কহেড জব্দ, সুকানী ও গ্রীজার গ্রেপ্তার

বন্দরে রাতের বেলা বেপরোয়া গতিতে বালুবাহী বাল্কহেড চালানোর অপরাধে এমবি তানজিল নামের একটি বালু বোঝাই বাল্কহেড জব্দ ও বাল্কহেডের সুকানী ও গ্রীজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (১১ মার্চ) রাতে বন্দর উপজেলার চরধলেশ্বরী এলাকার শীতলক্ষ্যা নদী  থেকে বাল্কহেড জব্দ ও দুইজনকে গ্রেপ্তার করা হয়।

ধৃতরা হলো সুদূর শরীয়তপুরের গোসাইর হাট থানার মাছুয়াখালী মাতবর বাড়ি গ্রামের আবদুর রশিদ মাতবরের ছেলে ও বাল্কহেডের সুকানী মোঃ দুলাল হোসেন(৪২) ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার গজারিয়া পাড়া গ্রামের মৃত শাহ আলম মাতবরের ছেলে বাল্কহেডের গ্রীজার জয়নাল আবেদীন মাতবর(৪৬)। বুধবার (১২ মার্চ) গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করে পুলিশ। 

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই  মোঃ রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা মঙ্গলবার রাতে বালু বোঝাই একটি বাল্কহেড নিয়ে বেপরোয়া গতিতে মেঘনা ব্রীজের দিকে যাচ্ছিল। পুলিশের একটি টহল দল স্পীড বোট নিয়ে ধাওয়া করে তাদের আটক করে। 
 

সম্পর্কিত নিবন্ধ