বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন। গত পাঁচ দিন লেনদেনও প্রতিদিন বেড়েছে। গতকাল নিয়ে টানা পাঁচ দিন ডিএসইর প্রধান সূচক ডিসএইএক্স বাড়ল।

সূচকটি দাঁড়িয়েছে ৫ হাজার ১৭০ পয়েন্টে। গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার যা ছিল ৫ হাজার ১১২ পয়েন্ট। গতকাল আগের দিনের চেয়ে বেড়েছে ২২ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৪২ পয়েন্টে।

গতকাল সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দর বেড়েছে। ৪০১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৭টির। দর কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত ছিল ৬৫টির। ডিএসইতে ৪৭১ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে, যা মঙ্গলবারের চেয়ে ২৬ কোটি ৭৪ লাখ টাকা বেশি। সিএসইতে ১৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১১৫টির দর বেড়েছে, কমেছে ৬৭টির এবং ১৬টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে ৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসইতে গতকাল দর বৃদ্ধির শীর্ষে ছিল গ্লোবাল ইসলামী ব্যাংক। এর শেয়ারদর বেড়েছে ১০ শতাংশ। শীর্ষ ১০-এর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। তৃতীয় স্থানে থাকা আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের বেড়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ। 

দর পতনের শীর্ষে ছিল সিকদার ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৯৮ শতাংশ কমেছে।  

গতকাল ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল মিডল্যান্ড ব্যাংক। কোম্পানিটির ১২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের লেনদেন হয়েছে ১২ কোটি ৩৩ লাখ টাকার। ১২ কোটি ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ছিল অগ্নি সিস্টেমস। এ ছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা ছিল বিচ হ্যাচারি, গ্রামীণফোন, কোহিনূর কেমিক্যাল, সেন্ট্রাল ফার্মা, ম্যারিকো, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

বেক্সিমকোর চার শাখা কারখানা লে-অফ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড গতকাল ডিএসইর ওয়েবসাইটে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের আরও চারটি শাখা কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে। লে-অফ ঘোষণা করা কারখানাগুলো হচ্ছে– ইয়ার্ন ইউনিট-২, টেক্সটাইল, ডেনিম ও নিটিং বিভাগ। তবে গোষ্ঠীর অন্যান্য বিভাগ, যেমন রূপগঞ্জের ইয়ার্ন ইউনিট-১-এর কার্যক্রম অব্যাহত থাকবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গতক ল

এছাড়াও পড়ুন:

টেলিস্যাটের সঙ্গে এডিএন টেলিকমের চুক্তি

বিশ্বের অন্যতম বৃহৎ ও উদ্ভাবনী স্যাটেলাইট অপারেটর টেলিস্যাটর সঙ্গে অংশীদারত্ব চুক্তি করেছে পুঁজিবাজারে তথ্য ও প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড। এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া জুড়ে লাইটস্পিড লো আর্থ অরবিট (এলইও) সংযোগ সুবিধা দেবে টেলিস্যাট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

৫৫ বছরের বেশি সময় ধরে স্যাটেলাইট অপারেশন ও ইঞ্জিনিয়ারিং দক্ষতা কাজে লাগিয়ে টেলিস্যাট তাদের আধুনিক এলইও নেটওয়ার্ক ডিজাইন করেছে। যাতে টেলিকম, এন্টারপ্রাইজ এবং সরকারি গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করা যায়। টেলিস্যাট লাইটস্পিড কনস্টেলেশনের কাজ অনেক দূর এগিয়েছে। প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু হবে আগামী বছরের দ্বিতীয়ার্ধে।

আরো পড়ুন:

সিএসইতে সূচক বাড়লেও ডিএসইতে কমেছে

সংস্কারের মাধ্যমে পুঁজিবাজারকে শক্তিশালী করা হবে: বিএসইসি চেয়ারম্যান

এই অংশীদারত্ব চুক্তির মাধ্যমে টেলিস্যাট লাইটস্পিড পরিষেবা এবং স্মার্ট ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (ভিএনও) সক্ষমতা দেবে, যার মাধ্যমে এডিএন টেলিকম তাদের এন্টারপ্রাইজ, মেরিটাইম ও সরকারি গ্রাহকদের জন্য উদ্ভাবনী, কাস্টমাইজড সংযোগ সমাধান দিতে পারবে।

এডিএন টেলিকম প্রাথমিক ফিল্ড ট্রায়াল পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং ২০২৭ সালের শেষদিকে পূর্ণ পরিসরে পরিষেবা চালু করবে, যা শিল্পে সর্বোচ্চ প্রতিশ্রুত তথ্য হার (কমিটেড ইনফরমেশন রেটস) ও গ্যারান্টিযুক্ত এসএলএ দেবে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থান
  • পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন
  • ডিএসই ও সিএসইতে নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু
  • সূচকের পতন, কমেছে বেশিরভাগ শেয়ারের দাম
  • টেলিস্যাটের সঙ্গে এডিএন টেলিকমের চুক্তি
  • পুঁজিবাজারে নেগেটিভ ইক্যুইটির বোঝা কমাতে মন্ত্রণালয়ের দ্বারস্থ
  • সিএসইতে সূচক বাড়লেও ডিএসইতে কমেছে