ঝিনাইদহে গভীর রাতে মুজিবের ম্যুরাল ভাঙচুর, আগুন
Published: 6th, February 2025 GMT
ঝিনাইদহে শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল ভেঙে তাতে আগুন ধরিয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্ররা।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির সামনে এবং চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে স্থাপিত শেখ মুজিবের দুটি ম্যুরাল ভেঙে আগুন ধরিয়ে দেয় তারা।
ঝিনাইদহ পায়রা চত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতা তারিক রেজার নেতৃত্বে আন্দোলনকারীরা জড়ো হয়। এরপর মিছিল নিয়ে প্রথমে জেলা শিল্পকলা একাডেমির সামনে স্থাপিত ম্যুরালে ভাঙচুর করে তারা আগুন ধরিয়ে দেয়। তারপর মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের আরেকটি ম্যুরালে ভাঙচুর চালায়। এ ম্যুরালটিতেও আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দেয়।
এর আগে তারিক রেজা তার বক্তব্যে বলেন, ‘‘এ দেশে শেখ পরিবারের কোনো চিহ্ন থাকবে না। আরো যেসব ম্যুরাল আছে তা পরবর্তীতে এক এক করে ভাঙা হবে।’’
সোহাগ//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডিলারের ৩০ কেজি চাল দোকানে মেপে হলো ২৩
হোমনায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। জয়পুর ইউনিয়নের ডিলার মোশারফ হোসেন ওজনে কম চাল দিচ্ছেন বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সরকারি সিলমোহরযুক্ত বস্তার পরিবর্তে বাজারের প্লাস্টিকের বস্তায় বালতি দিয়ে পরিমাপ করে চাল বিতরণ করা হয়। কিন্তু নিয়ম ছিল পাল্লা দিয়ে মেপে বা ডিজিটাল ওজন মাপার যন্ত্র দিয়ে মেপে দেওয়ার। নিয়ম অনুযায়ী প্রত্যেকে ৩০ কেজি চাল পাওয়ার কথা, কিন্তু প্রতি বস্তায় সর্বনিম্ন ২৪ কেজি ও সর্বোচ্চ ২৭ কেজি করে বিতরণ করা হয়েছে। হোমনা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের নিয়োজিত ডিলার মোশাররফ হোসেনের বিরুদ্ধে এমন অভিযোগ করেন ভুক্তভোগীরা।
জয়পুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারী ৩৮৫ জনের মধ্যে ১৫ টাকা কেজি দরের ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের দ্বিতীয় দিন ছিল গতকাল। এ দিন আব্দুল্লাপুর-খন্দকারচর, জয়পুর ও মির্জানগরে চাল বিতরণ করেন ডিলার মোশাররফ হোসেন। তিনি সরকার নির্ধারিত সিলমোহরযুক্ত বস্তা ব্যতীত সুবিধাভোগীদের প্লাস্টিকের বস্তায় ৩ বালতি করে চাল বিতরণ করেন। ১ বালতি ডিলারের মাপ অনুযায়ী ১০ কেজি, ৩ বালতি মানে ৩০ কেজি। কিন্তু চাল নেওয়ার পরে কার্ডধারীদের সন্দেহ হলে পাশের একটি দোকানে ওজন করে সর্বনিম্ন ২৪ কেজি ও সর্বোচ্চ ২৭ কেজি করে প্রতি বস্তায় চাল পান। পরে বস্তাভর্তি চাল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে গিয়ে প্রতিকার চান কার্ডধারীরা।
জয়পুর গ্রামের শাহিন মিয়া সমকালকে বলেন, সন্দেহ হলে পাশের দোকানে মেপে তাঁর বস্তায় ২৪ কেজি চাল পেয়েছেন।
কার্ডধারী শাহ আলমের মেয়ে শাহিনা আক্তার জানান, তাঁর বস্তায় পেয়েছেন ২৩ কেজি চাল।
আব্দুল মালেকের ছেলে শাহিন মিয়ার দাবি, তাঁর বস্তায় ৩০ কেজির জায়গায় ২৫ কেজি চাল দিয়েছেন ডিলার। সবগুলো বস্তায় চাল কম। তিনি বলেন, ‘আমরা এখানে প্রতিকার পেতে এসেছি। কিন্তু এখন চিন্তায় আছি আমাদের কার্ডের লিস্ট থেকে বাদ দেয় কিনা।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন ডিলার মোশারফ হোসেন। তিনি বলেন, ‘আমি পরিমাপে কম দেই নাই। আমার বিরুদ্ধে একটা গ্রুপ আছে, সেই লোকেরা এগুলো করতেছে।’
উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম সমকালকে জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও ক্ষেমালিকা চাকমা জানান, ডিলার ১০ কেজির বালতি দিয়ে মেপে দিয়েছেন, ওখানে মেশিন ছিল সেটা দিয়ে দিলে হয়তো এমন হতো না। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।