ঝিনাইদহে শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল ভেঙে তাতে আগুন ধরিয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্ররা। 

বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির সামনে এবং চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে স্থাপিত শেখ মুজিবের দুটি ম্যুরাল ভেঙে আগুন ধরিয়ে দেয় তারা।

ঝিনাইদহ পায়রা চত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতা তারিক রেজার নেতৃত্বে আন্দোলনকারীরা জড়ো হয়। এরপর মিছিল নিয়ে প্রথমে জেলা শিল্পকলা একাডেমির সামনে স্থাপিত ম্যুরালে ভাঙচুর করে তারা আগুন ধরিয়ে  দেয়। তারপর মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের আরেকটি ম্যুরালে ভাঙচুর চালায়। এ ম্যুরালটিতেও আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দেয়। 

এর আগে তারিক রেজা তার বক্তব্যে বলেন, ‘‘এ দেশে শেখ পরিবারের কোনো চিহ্ন থাকবে না। আরো যেসব ম্যুরাল আছে তা পরবর্তীতে এক এক করে ভাঙা হবে।’’  

সোহাগ//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ঝ ন ইদহ

এছাড়াও পড়ুন:

পিরোজপুরে সাবেক সংসদ সদস্য আউয়াল ও তাঁর ভাইয়ের বাড়িতে আগুন

পিরোজপুরে সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তাঁর ভাই সাবেক মেয়র হাবিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ লোকজন। গতকাল বুধবার রাত একটার দিকে শহরের পাড়েরহাট সড়কে এ ঘটনা ঘটে।

ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে গতকাল বুধবার সারা দেশে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র–জনতা। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুর শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানায় ছাত্র–জনতা। রাত একটার দিকে সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তাঁর ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমানের বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।

গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ ও ৬ আগস্ট ওই বাড়ি দুটিতে একাধিকবার আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন থেকে ওই বাড়িতে কেউ থাকেন না; অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। ৫ আগস্টের পর এ কে এম এ আউয়াল আত্মগোপনে আছেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

আরও পড়ুনসকালেও ৩২ নম্বরের বাড়ি ভাঙা চলছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে সামনের অনেকটা৩ ঘণ্টা আগে

গতকাল রাতে পিরোজপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় হাবিবুর রহমানের মালিকানাধীন একটি ফিলিং স্টেশন ভাঙচুর করা হয়। এ ছাড়া বলেশ্বর ব্রিজের টোলঘর ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামানের (ফুলু) সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

আরও পড়ুনবরিশালে সাবেক মেয়র সাদিক ও আওয়ামী লীগ নেতা আমুর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙচুর১৯ মিনিট আগে

সম্পর্কিত নিবন্ধ