বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি আসামিদের আত্মপক্ষ সমর্থনের তারিখ ধার্য করেছেন আদালত।

গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে তদন্ত কর্মকর্তা ও দুদকের তৎকালীন উপপরিচালক সাহেদুর রহমানের জবানবন্দি গ্রহণ শেষ করেন। এর পর তাঁকে জেরা শেষ করেন আসামি পক্ষের আইনজীবীরা। এসব তথ্য নিশ্চিত করে খালেদা জিয়ার আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া বলেন, মামলার ৬৮ সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত। 

খালেদা জিয়া ছাড়া এই মামলার অন্য সাত আসামি হলেন– তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। চার্জশিটভুক্ত অন্য তিন আসামি মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন– তৎকালীন বিএনপি সরকারের আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব শফিউর রহমান। 

২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি করেন। ২০১৮ সালের ৫ মে ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়। 

এদিকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ দিনের রিমান্ড বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেছেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৩ কোটি ৫৫ লাখ ১০ হাজার ১৮৩ টাকা রয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব গতকাল এ নির্দেশ দেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর আদাবর এলাকায় পোশাককর্মী রুবেল হত্যা মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত ডিবি পুলিশের করা এই আবেদন মঞ্জুর করেন। শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, সোনারগাঁ থানার একটি হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বুধবার শুনানি শেষে এ রিমান্ডে নেওয়ার আদেশ দেন নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসীন। এর আগে ওই মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আনিসুল হককে আদালতে তোলে পুলিশ। 

এদিকে চট্টগ্রামের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী ১৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল এ আদেশ দেন।

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলে সাফায়েত বিন জাকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাজধানীর দক্ষিণ বনশ্রী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান ওরফে হান্নানকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে বাংলামটর প্ল্যানার্স টাওয়ারের ১৪ তলায় তাঁর অফিস থেকে একটি রিভলবার, একটি শটগান, ৯৫ রাউন্ড গুলি ও ৮০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহার নামীয় আসামি মুশফিকুর। সাফায়েতের বিরুদ্ধে খিলগাঁও থানায় এবং কুড়িগ্রামের রৌমারীতে মামলা রয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: তৎক ল ন জ র কর গতক ল

এছাড়াও পড়ুন:

সত্য প্রকাশে আর ভয় নেই, সময় এসেছে সত্য প্রকাশের : জব্বার

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, প্রযুক্তিগত দক্ষ জনশক্তি দেশের জন্য বেশী প্রয়োজন। দক্ষ জাতি উন্নত শিখরে, যে জাতি যতবেশি প্রযুক্তিগত জ্ঞ্যানে  উন্নীত  সে জাতি  তত বেশী  টেকসই উন্নয়নশীল। 

শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় এক মিলনায়তনে জামায়াতের মহানগরী প্রচার ও  আইটি বিভাগের সদস্যদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার। 

তিনি আরো বলেন, সংবাদ এই নয় যে আপনি যা পেলেন যাচাই বাছাই ছাড়া প্রতিযোগিতা মূলক ছেড়ে দিলেন। এই অসুস্থ মানসিকতা থেকে বের হয়ে জাতির কল্যাণে আমাদের  কাজ করতে হবে। এখন আর সত্য প্রকাশে ভয় পাবার সময় নেই, সময় এসেছে সত্য প্রকাশের।

মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না মহানগরী কর্ম পরিষদের সদস্য মাওলানা শাহাবুদ্দিন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি এডভোকেট  মাইনউদ্দিন মিয়া, এন ডি এফ মহানগরী সভাপতি ডা: আলী আশরাফ খান,  মহানগরী   প্রচার ও মিডিয়া  বিভাগের সেক্রেটারি  হাফেজ আবদুল মোমিন,আইটি বিভাগের সদস্য মুস্তফা মঈনুল হক তারেক সহ প্রচার ও আইটি বিভাগের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • চব্বিশের আন্দোলনে দুইচোখ হারানো মাহাবুবকে দেখতে গেলেন মহানগরী জামায়াত নেতৃবৃন্দ
  • প্রকৃত নিয়মানুযায়ী যাকাত দিলে যাকাত দেওয়ার মানুষ পাওয়া যাবে না - মাইনুদ্দিন
  • হাসিনার মতোই পালিয়ে গেছে ওসমান পরিবার : রফিউর রাব্বি
  • রূপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা
  • ওমরাহ হজ্ব পালনে সৌদি আরবে গেছেন অধ্যাপক মামুন মাহমুদ 
  • মহানগর যুবদলের অন্যতম মেরুদন্ড ৩নং ওয়ার্ড হচ্ছে : সাহেদ 
  • রূপগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল 
  • হাসিনার বন্ধ করে রাখা ত্বকী হত্যার বিচারসহ সব হত্যার বিচার দাবি
  • সিদ্ধিরগঞ্জ থানা ৩নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত 
  • সত্য প্রকাশে আর ভয় নেই, সময় এসেছে সত্য প্রকাশের : জব্বার