মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আবারও ‘সিন্ডিকেট’ করার পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জনশক্তি ব্যবসায়ীরা। তারা বলেছেন, বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান নাগরিক আমিন নূর ও তাঁর বাংলাদেশি অংশীদার রুহুল আমিন স্বপনের সিন্ডিকেট আগেরবার কর্মীপ্রতি ১ লাখ ৭ হাজার টাকা নিয়েছিল। আর যাতে সিন্ডিকেট তৈরি না হয়, সে জন্য হোতা আমিন ও স্বপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

গতকাল বুধবার রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বায়রার কয়েক নেতা এ দাবিতে প্রবাসীকল্যাণ সচিবের কাছে স্মারকলিপি দেন। এতে রিয়াজুল ইসলাম, নোমান চৌধুরী, খন্দকার আবু আশফাক, ফখরুল ইসলামসহ ১২ সদস্যের সই রয়েছে। তারা বায়রার সদ্য বিলুপ্ত কমিটিতে ছিলেন। 

এর আগে প্রবাসীকল্যাণ ভবনের সামনে মানববন্ধন করেন জনশক্তি ব্যবসায়ীরা। বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ করা, খরচ কমানোসহ বিভিন্ন দাবি উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, সৌদি আরবের ক্ষেত্রে ২৪ জনের ভিসাকে একক পণ্য হিসেবে ধরে দূতাবাসের সত্যায়ন ছাড়াই বহির্গমন ছাড়পত্র দিতে হবে। বর্তমানে একের অধিক ভিসা হলেই তা সত্যায়নের নিয়ম করা হয়েছে।

এতে আরও বলা হয়, প্রতিবছর সিন্ডিকেট উড়োজাহাজের টিকিট মজুত করে কয়েক গুণ দামে বিক্রি করে। এ কারণে দরিদ্র বিদেশগামী কর্মীরা সর্বস্বান্ত হচ্ছেন। টিকিটের দাম বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কর্মীদের স্বল্প ভাড়ায় বিদেশ পাঠানোর দাবি জানানো হয়। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবস

এছাড়াও পড়ুন:

লবণের ন্যায্যমূল্য চায় এনসিপি

বাঁশখালীতে লবণের ন্যায্যমূল্য নির্ধারণ ও লবণ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়ার  দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন হয়।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি। 
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আহ্বায়ক আবদুর রহমান, লবণ চাষি মোহাম্মদ কাশেম, জাতীয় নাগরিক পার্টি বাঁশখালীর সংগঠক রিয়াজ উদ্দিন, তাওহীদ, আব্দুর রহমান, মীর তোয়াহা শিকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর নেতা আবরারুল করিম, মাশফিকুর রহমান চৌধুরী মিশকাত প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি বলেন, বাংলাদেশে লবণের মতো রপ্তানিযোগ্য পণ্য আজ সিন্ডিকেটের কবলে। এই সিন্ডিকেট লবণ চাষিদের ন্যায্য মূল্য না দিয়ে আমদানির পাঁয়তারা করছে। লবণ চাষিদের ওপর এই শোষণ বন্ধ করতে জনতাকে সঙ্গে নিয়ে সব সিন্ডিকেট রুখে দিতে হবে। 
লবণ চাষি মোহাম্মদ কাশেম বলেন, গত বছরও যেখানে প্রতিমণ লবণের দাম ছিল ৪০০ থেকে ৬০০ টাকা। এ বছর সেখানে প্রতিমণে দাম পাচ্ছেন মাত্র ১৮০ থেকে ২০০ টাকা। এতে লবণ চাষিরা ক্ষতির মুখে পড়েছেন। 
মানববন্ধন ও সমাবেশ শেষে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। 

সম্পর্কিত নিবন্ধ

  • টাকা আত্মসাৎকারীকে জামিন দেওয়ায় গ্রাহকদের ক্ষোভ
  • সৌদি রাষ্ট্রদূতকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
  • জামালপুরে সাংবাদিক রব্বানি হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে বিক্ষোভ
  • টাঙ্গাইলে ৭ দাবিতে এ আই টেকনিশিয়ানদের কর্মবিরতি
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে সানির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • এক ঘণ্টা দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, আরও দুজন গ্রেপ্তার
  • চট্টগ্রামে পদোন্নতি বঞ্চিত ফরেস্টার ও ফরেস্ট গার্ডদের মানবন্ধন
  • চাঁপাইনবাবগঞ্জে আট মাসে রেমিট্যান্স এসেছে ১১২৪ কোটি টাকা
  • শিশু তাবিবের হাতে প্ল্যাকার্ড ‘বাবা হত্যার বিচার চাই’
  • লবণের ন্যায্যমূল্য চায় এনসিপি