ব্যবসায়ীদের মানববন্ধন, মালয়েশিয়ায় ফের সিন্ডিকেটের শঙ্কা
Published: 6th, February 2025 GMT
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আবারও ‘সিন্ডিকেট’ করার পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জনশক্তি ব্যবসায়ীরা। তারা বলেছেন, বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান নাগরিক আমিন নূর ও তাঁর বাংলাদেশি অংশীদার রুহুল আমিন স্বপনের সিন্ডিকেট আগেরবার কর্মীপ্রতি ১ লাখ ৭ হাজার টাকা নিয়েছিল। আর যাতে সিন্ডিকেট তৈরি না হয়, সে জন্য হোতা আমিন ও স্বপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
গতকাল বুধবার রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বায়রার কয়েক নেতা এ দাবিতে প্রবাসীকল্যাণ সচিবের কাছে স্মারকলিপি দেন। এতে রিয়াজুল ইসলাম, নোমান চৌধুরী, খন্দকার আবু আশফাক, ফখরুল ইসলামসহ ১২ সদস্যের সই রয়েছে। তারা বায়রার সদ্য বিলুপ্ত কমিটিতে ছিলেন।
এর আগে প্রবাসীকল্যাণ ভবনের সামনে মানববন্ধন করেন জনশক্তি ব্যবসায়ীরা। বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ করা, খরচ কমানোসহ বিভিন্ন দাবি উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, সৌদি আরবের ক্ষেত্রে ২৪ জনের ভিসাকে একক পণ্য হিসেবে ধরে দূতাবাসের সত্যায়ন ছাড়াই বহির্গমন ছাড়পত্র দিতে হবে। বর্তমানে একের অধিক ভিসা হলেই তা সত্যায়নের নিয়ম করা হয়েছে।
এতে আরও বলা হয়, প্রতিবছর সিন্ডিকেট উড়োজাহাজের টিকিট মজুত করে কয়েক গুণ দামে বিক্রি করে। এ কারণে দরিদ্র বিদেশগামী কর্মীরা সর্বস্বান্ত হচ্ছেন। টিকিটের দাম বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কর্মীদের স্বল্প ভাড়ায় বিদেশ পাঠানোর দাবি জানানো হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব যবস
এছাড়াও পড়ুন:
সাংবাদিককে প্রকাশ্যে জবাই করে হত্যার হুমকি
গাজীপুরের শ্রীপুরে অনিয়ম ও চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোজাহিদকে প্রকাশ্যে জবাই করে হত্যার হুমকির দেওয়া হয়েছে।
এর প্রতিবাদে শুক্রবার (৭ মার্চ) দুপুরে শ্রীপুর থানা মোড় এলাকায় স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন করেন।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক আবুল কালাম আজাদ, এম এম ফারুক, শাহান শাহাবুদ্দিন, ফয়সাল খান, আব্দুল লতিফ মাস্টার, শফিকুল ইসলাম ভূঁইয়া, ফজলে মমিন, রাতুল মণ্ডল, মোতাহার খান (জিটিভি), মাহমুদুল হাসান, মাহফুজুর রহমান ইকবাল, আশরাফুল ইসলাম, হাবিবুর রহমান মানিক, এস এম জহিরুল ইসলাম প্রমুখ।
এর আগে, বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় শ্রীপুর পৌর শহরে কলেজ ছাত্রদলনেতা গোলজার মণ্ডল, মেহেদী হাসান সাহাদ, মারুফ প্রধান ও তোফায়েলসহ ৪০-৫০ জনের একটি দল বিক্ষোভ মিছিল করে।
মিছিলে তারা সাংবাদিক মোজাহিদকে টার্গেট করে উস্কানিমূলক ও ভয়ঙ্কর স্লোগান দেয়। যার মধ্যে ছিল, ‘একটা একটা মোজাহিদ ধর, ধইরা ধইরা জবাই কর।’ এই মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলসহ সচেতন নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
একই দিন বাদ জুমা শ্রীপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে সাধারণ ছাত্রজনতা। তারা সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ঢাকা/রফিক/এস