যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় কি ইন্টার্নশিপ প্রয়োজন, জেনে নিন কীভাবে পাবেন
Published: 6th, February 2025 GMT
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ বিদেশি শিক্ষার্থীদের জন্য অন্যতম জনপ্রিয় গন্তব্য। শিক্ষার মান, ইংরেজিভাষী দেশ, ফান্ডিং সুবিধা ও জীবনযাত্রার মান এর অন্যতম কারণ। তাই প্রতিবছর দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশটিতে যাঁরা পড়াশোনা করতে চান, বা যাঁরা পড়তে যাচ্ছেন তাঁদের অনেকেরই প্রশ্ন থাকে ‘দেশটিতে ইন্টার্নশিপের সুযোগ আসলে কেমন’, ‘যুক্তরাষ্ট্রে পড়াশোনা করার সময় কি ইন্টার্নশিপ প্রয়োজন’, প্রয়োজন হলে কীভাবে খুঁজে পাব? পড়াশোনার ফাঁকে ইন্টার্নশিপ নিজেদের শিক্ষাগত এবং পেশাদার যাত্রার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। ইন্টার্নশিপ কেবল শিক্ষার্থীকে আর্থিক সহায়তাই প্রদান করে না বরং শিক্ষার্থীদের অভিজ্ঞতা অর্জন এবং পেশাদার সংযোগ তৈরিতেও সহায়তা করে। কিছু কিছু প্রোগ্রামে, ইন্টার্নশিপ পাঠ্যক্রমের অংশ হিসেবে বাধ্যতামূলক, যা শিক্ষার্থীদের উপযুক্ত সুযোগগুলো কীভাবে খুঁজতে হয়, তা বুঝতে সহায়তা করে।
আরও পড়ুনলুক্সেমবার্গে বৃত্তি, আইইএলটিএস ছাড়াই আবেদন, ১০ হাজার ইউরোর সঙ্গে নানা সুবিধা২৮ জানুয়ারি ২০২৫ইন্টার্নশিপ কেন গুরুত্বপূর্ণ—
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপগুলোর একাধিক উদ্দেশ্য থাকে। কিছু একাডেমিক প্রোগ্রামে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান অর্জন নিশ্চিতে বাধ্যতামূলক হিসেবেও প্রয়োজন হয় ইন্টার্নশিপের। ইন্টার্নশিপ প্রোগ্রামগুলো নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করে, যা শিক্ষার্থীদের বিভিন্ন পেশার মানুষের সঙ্গে সংযোগ স্থাপন এবং অভিজ্ঞ পরামর্শদাতাদের কাছ থেকে নানান শেখার সুযোগ তৈরি হয়। কিছু কিছু ক্ষেত্রে, ইন্টার্নশিপ পূর্ণ সময়ের চাকরির দিকে যাওয়ার পথ তৈরি করে।
আরও পড়ুনব্রুনেই ওআইসি শিক্ষার্থীদের দেবে বৃত্তি, আবেদনের সময় বৃদ্ধি ১১ দিন০৪ ফেব্রুয়ারি ২০২৫যুক্তরাষ্ট্রে কীভাবে ভালো বেতনের ইন্টার্নশিপ খুঁজবেন—
* কোম্পানির তালিকা করুন এবং পর্যালোচনা করুন।
* নিজের কাঙ্ক্ষিত ক্যারিয়ারের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোম্পানিগুলো চিহ্নিত করুন।
* অধ্যাপক এবং সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নিয়ে নিন যাঁরা সঠিক প্রতিষ্ঠান নির্বাচনে সহায়তা করতে পারেন।
* একটি সিভি বা জীবনবৃত্তান্ত প্রস্তুত করে রাখুন।
* শিক্ষাজীবনে সাফল্য, প্রাসঙ্গিক দক্ষতা এবং পূর্ববর্তী যেকোনো কাজের অভিজ্ঞতা তুলে ধরতে হবে।
* নির্দিষ্ট ক্ষেত্র বা নির্দিষ্ট কোম্পানিতে আবেদনের জন্য নিজের জীবনবৃত্তান্ত তৈরি করুন।
* আবেদন করুন অনলাইনে।
* শর্টলিস্ট করা কোম্পানিগুলোর অফিশিয়াল ওয়েবসাইটে ঢুঁ মারুন এবং ইন্টার্নশিপের জন্য শূন্য পদগুলোর খোঁজ রাখুন।
* ইন্টার্নশিপের খোঁজে লিংকডইন, ইন্টার্নশিপ ডটকম, ইন্টারম্যাচ ডটকম, ইউটার্ন এবং আইডিয়ালিস্ট–এর মতো পেশাদার নেটওয়ার্কিং এবং চাকরির পোর্টালগুলোয় ঢুঁ মারুন।
এসব পদক্ষেপ অনুসরণ করে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীরা ভালো ইন্টার্নশিপ পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারেন। আর এতে করে নতুন নতুন ক্যারিয়ারের পথ খুলবে। তথ্যসূত্র: এনডিটিভি
আরও পড়ুনবেসরকারি মেডিকেলে ভর্তিতে আবেদন শুরু, মুক্তিযোদ্ধা কোটাসহ জেনে নিন বিস্তারিত০৩ ফেব্রুয়ারি ২০২৫আরও পড়ুনঅস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে আবেদন শুরু, আইএলটিএসে ৬.৫ অথবা টোয়েফলে ৮৪ হলে আবেদন ০১ ফেব্রুয়ারি ২০২৫
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
রাইজিংবিডির বনভোজন ও প্রতিনিধি সম্মেলন বৃহস্পতিবার
‘সব প্রাণ বলে আজ সদলবলে শিহরিত তনু-মন
দেখ খুশি চারিদিক-আলো ঝিকমিক, হচ্ছে বনভোজন।’
প্রাণের উচ্ছ্বাসে সদলবলে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের কর্মীরা মিলিত হচ্ছেন বনভোজনে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানী থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে সাভারে নীলাবর্ষা রিসোর্টে এই আয়োজন করা হয়েছে।
আরো পড়ুন:
লক্ষ্মীপুরে ৪ সাংবাদিককে আটকে মারধর, ‘গুলি’
শরীয়তপুরে হাতুড়ি নিয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ৪
পিকনিক ও প্রতিনিধি সম্মেলনে অংশ নেবেন রাইজিংবিডি ও ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সবার আনন্দঘন অংশগ্রহণে সকালের নাস্তা সেরে সাড়ে ৯টা থেকে শুরু হবে প্রথম পর্ব। এ পর্বে থাকবে ক্রিকেট, ফুটবল, স্ট্যাম্পিং, গোলিং, টিটি ব্যাট-বল, বল থ্রো করে ঝুড়িতে ফেলাসহ বিভিন্ন খেলা। সবাই অংশ নিতে পারবেন প্রতিটি ইভেন্টে। দুপুরে সুইমিংয়েরও ব্যবস্থা থাকবে। খেলায় বিজয়ী ও বিজিত উভয় দলের জন্য থাকছে পুরস্কার।
এরপর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রতিনিধি সম্মেলন। সম্মেলনে রাইজিংবিডি ডটকমের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা অংশ নেবেন।
এ বিষয়ে রাইজিংবিডির বার্তা সম্পাদক রাসেল পারভেজ বলেন, “রাইজিংবিডি ডটকমের প্রতিনিধি সম্মেলনে যোগ দিচ্ছেন বিভাগ, জেলা ও উপজেলা প্রতিনিধিরা। প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার স্বার্থে কর্তৃপক্ষের সঙ্গে তাদের মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। রাইজিংবিডিকে নতুন লক্ষ্যে নিয়ে যেতে সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে সম্মেলনে আলোচনা হবে।”
দুপুরের খাবার ও বিরতির পর দ্বিতীয় পর্বে থাকবে বাউল গান, গল্পস্বল্প, কবিতা আবৃত্তি ও ব্যক্তিগত পারফরম্যান্স। এরপর কর্মসূচির মধ্যে রয়েছে পিঠামুখ। বিকেল ৪টায় হবে সবচেয়ে আকর্ষণীয় খেলা রাফেল ড্র। তারপর বিকেল ৫টায় পুরস্কার বিতরণ ও নাস্তা।
রাইজিংবিডির নির্বাহী সম্পাদক তাপস রায় বলেন, “এ ধরনের আয়োজন সব সময়ই উৎসবমুখর হয়ে থাকে। রাইজিংবিডির এ আয়োজনও তেমনি উৎসবমুখর এবং প্রাণবন্ত হবে বলে আমি আশা করছি।”
ঢাকা/সাইফ