তিনি আমির, শাহরুখ বা সালমান খান নন। হিন্দি সিনেমার বড় তিন তারকার মতো জনপ্রিয়তাও নেই তাঁর। তবে তিনি নিজেকে যেভাবে বারবার ভেঙেছেন, নানা ধরনের চরিত্রে অভিনয়ের ঝুঁকি নিয়েছেন; প্রথম সারির কম অভিনেতাই সেটা করেছেন। হচ্ছিল সাইফ আলী খানের কথা; হামলার ঘটনার পর যিনি এই মুহূর্তে অন্যতম আলোচিত বলিউড তারকা।

দিল চ্যাহতা হ্যায়’ সিনেমায় সাইফ আলী খান। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিটিকে ৫-১ গোলে হারানো আর্সেনালকে বিদায় দিল নিউক্যাসল

আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে টানা দ্বিতীয়বার ইংলিশ লিগ কাপের ফাইনালে উঠেছে নিউক্যাসল ইউনাইটেড। ২০২০ সালের পর বড় কোনো শিরোপা জিততে ব্যর্থ আর্সেনালকে সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে হারিয়েছে নিউক্যাসল। এবার উত্তর ইংল্যান্ডের ক্লাবটি ঘরোয়া কোনো শিরোপা জয়ের ৭০ বছরের অপেক্ষা ঘোচাতে পারে কি না, সেটিই দেখার।

কাল রাতে ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে জ্যাকব মার্ফি ও অ্যান্থনি গর্ডনের গোলে ২-০ ব্যবধানে দ্বিতীয় লেগটা জিতেছে নিউক্যাসল। ১৬ মার্চ ওয়েম্বলির ফাইনালে টটেনহাম কিংবা লিভারপুলের বিপক্ষে খেলবে ম্যাগপাই নামে পরিচিত নিউক্যাসল। আজ অ্যানফিল্ডে দ্বিতীয় লেগে টটেনহামকে আতিথেয়তা দেবে প্রথম লেগে ১-০ গোলে হেরে পিছিয়ে থাকা লিভারপুল।

সৌদি আরবের সভেরেইন ওয়েলথ ফান্ড ২০২১ সালে কিনে নেয় নিউক্যাসলকে। পেট্রো ডলারের ঝনঝনানিতে এরপর ক্লাবটির খোলনলচে পাল্টে গেলেও এখনো কোনো শিরোপা জেতা হয়নি দলটির। ১৯৬৯ সালে মহাদেশীয় টুর্নামেন্টে ইন্টার-ফেয়ার্স কাপ জয়টাই এখনো ক্লাবটির সর্বশেষ শিরোপা হয়ে আছে। ঘরোয়া ফুটবলে নিউক্যাসল সর্বশেষ জিতেছিল ১৯৫৫ সালের এফএ কাপ। গত বছর লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে শিরোপা জয়ের সুযোগ নষ্ট করে নিউক্যাসল।

ম্যাচশেষে সেন্ট জেমস পার্কে নিউক্যাসলের উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ