ঢাবি সাংবাদিক সমিতির বর্ষসেরা রিপোর্টার্স অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
Published: 6th, February 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজার) বর্ষসেরা রিপোর্টার্স অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছেন চার সাংবাদিক। এতে প্রথম হয়েছেন নিউজ বাংলাটুয়েন্টিফোরের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মনিরুল ইসলাম, যৌথভাবে দ্বিতীয় হয়েছেন দৈনিক কালবেলার মোতাহার হোসেন ও ডেইলি অবজারভারের তাওসিফুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক যোবায়ের আহমদ।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘২০২৪-২৫ সেশনের নব-গঠিত কার্যকরী কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর’ অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। অনুষ্ঠানে ‘গণঅভ্যুত্থান ও সাংবাদিকতা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন নিউ এজের সম্পাদক নুরুল কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী।
ডুজার সদ্য সাবেক সভাপতি আল সাদী ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দীন মুজাহিদ মাহির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সাদ্দাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ) সভাপতি মুক্তা বাড়ৈ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদী) সভাপতি সালমান সিদ্দিকী, ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ (ইশা) সাধারণ সম্পাদক শেখ মাহাবুবুর রহমান, ঢাবি শাখা ছাত্র ফেডারেশন সভাপতি আরমানুল হক, ছাত্র ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল এবং স্বাধীন বাংলাদশে ছাত্র সংসদ আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ প্রমুখ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাজউকের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুরের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)-এর চেয়ারম্যান থাকাকালে সরকারি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকল্পে ঘুষ দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন মো. সিদ্দিকুর রহমান সরকার। এমনকি স্ত্রী গাজী রেবেকা রওশনসহ পরিবারের নামে বেনামেও সম্পদ গড়েছেন তিনি। এসব অভিযোগ আমলে নিয়ে মো. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, অভিযোগ অনুসন্ধানে দুদকের পরিচালক মো. আবুল হাসনাতকে প্রধান করে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন দুদকের সহকারী পরিচালক বিষাণ ঘোষ ও উপ-সহকারী পরিচালক আফিয়া খাতুন।
দুদক জানায়, সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের যাবতীয় নথিপত্র চেয়ে রাজউকে চিঠি দিয়েছে দুদক। ২০২২-২০২৪ সাল পর্যন্ত রাজউকের বোর্ডসভার তথ্য চেয়ে বর্তমান রাজউক চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে। এসব তথ্য আগামী ১৭ এপ্রিলের মধ্যে দুদকে পাঠাতে বলা হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাত এবং নিজের ও পরিবারের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে কর্মকালে সিদ্দিকুরের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তার পরিপ্রেক্ষিতে হওয়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থার নেওয়ার কোনো তথ্যাদি থাকলে তা আগামী ১৬ এপ্রিলের মধ্যে দুদকে পাঠাতে বলা হয়েছে।
একইসঙ্গে রাজউকের সাবেক এই চেয়ারম্যান ও তার স্ত্রীসহ পরিবারের ব্যাংক লেনদেন যাচাইয়ে দেশের ৬৪ তফসিলি ব্যাংকে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক।
২০২৪ সালের এপ্রিলে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকারকে দুই বছর মেয়াদে রাজউক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। ক্ষমতার পালাবদলে গত বছরের ১৯ সেপ্টেম্বর তার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে আবার সেই প্রজ্ঞাপন বাতিল করে নিয়োগ পুনর্বহালের কথা জানানো হয় ২২ সেপ্টেম্বর। গত মার্চে তার নিয়োগ বাতিল করে অন্তর্বর্তী সরকার।
এর আগে সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী গাজী রেবেকা রওশন যে কোনো মুহূর্তে দেশত্যাগ করতে পারেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছে দুদক।
ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ