মা-বাবা বড় তারকা, আলোচনায় থাকা কে এই তরুণ অভিনেত্রী
Published: 6th, February 2025 GMT
‘আমি অভিনয় ভালোবাসি, লোকে যে যা বলে বলুক, নিজের কাজ করে যাব। এসব শুনে আমি মুখ লুকিয়ে কাঁদতে পারি কিন্তু এর চেয়ে নিজের কাজ দিয়ে সমুচিত জবাব দেওয়াই ভালো নয় কি?’ বক্তার নাম লিলি-রোজ ডেপ।
‘নসফেরাতু’ সিনেমায় লিলি–রোজ ডেপ। ছবি: আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিভেদ কমিয়ে সমঝোতায় না পৌঁছালে অনিশ্চয়তা সৃষ্টি হবে: মজিবুর রহমান
বিএনপি, গণ-অভ্যুত্থানে সম্পৃক্ত রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের মধ্যে বিভেদ কমিয়ে সমঝোতায় না পৌঁছালে সংস্কার, ফ্যাসিবাদের বিচার ও নির্বাচন—সবকিছুতেই অনিশ্চয়তা সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শনিবার আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নিয়মিত জাতীয় নির্বাহী কাউন্সিলের সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, ‘বিএনপি বলছে নির্বাচনের কাট অফ টাইম চলতি বছরের ডিসেম্বর, সরকার বলছে পরবর্তী বছরের জুন আর বিভিন্ন রাজনৈতিক দলের মত হচ্ছে দৃশ্যমান সংস্কার ও বিচারের পরই নির্বাচন। এই তিন মতের মাঝে আলাপ-আলোচনা ও সমঝোতাপূর্বক একটি গ্রহণযোগ্য ঐকমত্যে না পৌঁছালে যে অনিশ্চয়তা ও সংশয় তৈরি হবে, তা দেশের জন্য কোনোভাবেই কল্যাণ বয়ে আনবে না।’
মুজিবুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকার যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারে, গ্রীষ্মকালে বিদ্যুতের লোডশেডিং সহনীয় মাত্রায় রাখে আর অর্থনীতিতে দৃশ্যমান অগ্রগতি ঘটাতে পারে, তাহলে রাজনীতির বাইরে সরকারের পক্ষে একটা জনমত তৈরি হয়ে যেতে পারে। রাজনৈতিক পক্ষ আর অরাজনৈতিক পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে গেলে সেটা কারও জন্য শুভ ফল বয়ে আনবে না।
এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, জাতীয় নির্বাচন ও দলের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি নিয়ে বক্তব্য দেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান আইনজীবী গোলাম ফারুক, জাহাঙ্গীর কাসেম, বি এম নাজমুল হক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম ও লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন।
এর আগে কালে দলটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভার্চ্যুয়াল আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। ভার্চ্যুয়াল সমাবেশে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ের নেতারা অংশ নেন।
সভায় সারা দেশের সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) আব্দুল্লাহ আল মামুন রানা। আয়-ব্যয়ের বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন যুগ্ম সাধারণ সম্পাদক (অর্থ) আমিনুল ইসলাম। এ সময় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।