পাথরঘাটায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। গত মঙ্গলবার কাকচিড়া বাজারে মানববন্ধন করে এ দাবি জানান তারা। তবে পুলিশ বলছে, মামলা না করায় কাউকে গ্রেপ্তার করতে পারছে না তারা। মামলা না করে আসামি গ্রেপ্তারের দাবি তুলে বরং পুলিশের ওপর চাপ সৃষ্টি ও হয়রানি করা হচ্ছে।

গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে কাকচিড়া বাজারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির শিকদার। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো.

ফারুক।

অভিযোগ রয়েছে, গত ২ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে শত্রুতার জেরে কাকচিড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ফুয়াদকে কুপিয়ে হাতের তিনটি আঙুল কেটে নেওয়া হয়। কাকচিড়া ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক গোলাম মাওলার নেতৃত্বে ৭-৮ জন এই হামলা চালায়। এ ঘটনায় কেউ গ্রেপ্তার না হওয়ায় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

মানববন্ধনে চৌধুরী মো. ফারুক বলেন, ছাত্রলীগ বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে। তার পরও তারা দিন-দুপুরে বিএনপি নেতা আবুল হোসেন ফুয়াদকে কুপিয়ে জখম করেছে। তার হাতের তিনটি আঙুল কেটে নিয়েছে। এর পরও ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মী রাস্তাঘাটে প্রকাশ্যে ঘোরাফেরা করছে। 

এ সময় হুঁশিয়ারি দিয়ে বিএনপি নেতা ফারুক বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব ছাত্রলীগ ও যুবলীগ কর্মীকে গ্রেপ্তার না করা হলে পাথরঘাটায় রক্তের হলিখেলা শুরু হবে। তখন আইনশৃঙ্খলার অবনতির দায় নিতে হবে প্রশাসনের।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন আবুল হোসেন আবু পহলান, কাকচিড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি স্বাধীন পহলান, যুবদলের সভাপতি মিরাজ পহলান, মোর্শেদ সিকদার, মোসাম্মাদ শাহানা বেগম, সেলিম পহলান ও ডা. মেহেদী হাসান।

অভিযুক্তদের গ্রেপ্তার না করার কারণ জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘ঘটনার তিন দিন পার হলেও এখনও আহত ফুয়াদের পক্ষ থেকে কেউ মামলা দিতে থানায় আসেননি। মামলা না হওয়ার কারণে এখন পর্যন্ত কাউকে আমরা ধরতে পারিনি।’ তাঁর অভিযোগ, বিএনপি নেতারা মামলা না দিয়ে মানববন্ধন করে শুধু পুলিশের ওপর চাপ সৃষ্টি করছেন, যা আহত ব্যক্তিকে সহযোগিতা না করে প্রশাসনকে হয়রানি করছেন। তার পরও ফুয়াদের ওপর যারা হামলা করেছেন, তাদের আটকের ব্যাপারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মামলা না করে কর্মসূচি দিয়ে পুলিশের ওপর চাপ সৃষ্টির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক বলেন, ‘ভিকটিম এখনও আইসিইউতে, এ জন্য আমাদের মামলা করতে দেরি হচ্ছে। তাঁর জবানবন্দির ওপর ভিত্তি করে আমরা মামলা করার প্রস্তুতি নিয়েছি। দু-একদিনের মধ্যেই মামলা হবে।’

হামলার অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে কাকচিড়া ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক গোলাম মাওলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। ঘটনার পর থেকে পলাতক তারা। এ বিষয়ে তাঁর ফুফু তাসলিমা বেগম বলেন, ‘মাওলার বাবা ইউসুফ জমাদ্দার ও বিএনপি নেতা ফুয়াদ জমাদ্দারের মধ্যে টাকা ও জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার কয়েক দিন আগে ইউসুফ ও তাঁর ছোট ছেলেকে ফুয়াদ মারধর করেছিলেন। ওই ঘটনার জেরে এ ঘটনা ঘটতে পারে।’

উৎস: Samakal

কীওয়ার্ড: প থরঘ ট ব এনপ র ত কর ম র ওপর ঘটন র

এছাড়াও পড়ুন:

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরের শ্রীপুরে ‘ভোটার হালনাগাদ কার্যক্রমে টাকার বিনিময়ে মিলছে সিরিয়াল’ এমন সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে জবাই করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানা ভবন এলাকায় ছাত্রদলের মিছিলে ওই সাংবাদিককে জবাই করার স্লোগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর প্রেক্ষিতে শুক্রবার সকালে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। 

ওই সাংবাদিকের নাম মো. মোজাহিদ। তিনি দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত। 

ভাইরাল ভিডিওতে দেখা যায়, মিছিলে নেতাকর্মীরা স্লোগানে বলছেন, ‘একটা একটা মোজাহিদ ধর, ধইরা ধইরা জবাই কর।’

মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য প্রদান করেন সাংবাদিক এম এম ফারুক, আব্দুল লতিফ মাস্টার, আবুল কালাম আজাদ, ফজলে মমিন আকন্দ, শাহান সাহাবুদ্দিন, ফয়সাল খান, মোতাহার খান, রাতুল মন্ডল, সফিকুল ইসলাম ভূঁইয়া, মাহমুদুল হাসান প্রমুখ।

এসময় আগমী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

সম্পর্কিত নিবন্ধ

  • ধর্ষণ নিপীড়ন নারীবিদ্বেষ রুখো
  • সারাদেশে ধর্ষণের প্রতিবাদে রূপগঞ্জে ৫ দফা দাবিতে মানববন্ধন
  • ধর্ষণের বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রতিবাদী কণ্ঠ
  • কুবিতে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন 
  • চাঁদাবাজিতে অসহায় খুলনার ব্যবসায়ীরা
  • মেডিকেল কলেজ বন্ধে ছাত্রদলের প্রতিবাদ
  • বাউল শিল্পীকে মারধরে জড়িতদের শাস্তি দাবি
  • নারীদের ওপর সহিংসতার প্রতিবাদে নারীরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিট কালোবাজারির প্রতিবাদে মানববন্ধন, হামলায় আহত ৪
  • সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন