পাথরঘাটায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। গত মঙ্গলবার কাকচিড়া বাজারে মানববন্ধন করে এ দাবি জানান তারা। তবে পুলিশ বলছে, মামলা না করায় কাউকে গ্রেপ্তার করতে পারছে না তারা। মামলা না করে আসামি গ্রেপ্তারের দাবি তুলে বরং পুলিশের ওপর চাপ সৃষ্টি ও হয়রানি করা হচ্ছে।

গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে কাকচিড়া বাজারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির শিকদার। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো.

ফারুক।

অভিযোগ রয়েছে, গত ২ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে শত্রুতার জেরে কাকচিড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ফুয়াদকে কুপিয়ে হাতের তিনটি আঙুল কেটে নেওয়া হয়। কাকচিড়া ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক গোলাম মাওলার নেতৃত্বে ৭-৮ জন এই হামলা চালায়। এ ঘটনায় কেউ গ্রেপ্তার না হওয়ায় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

মানববন্ধনে চৌধুরী মো. ফারুক বলেন, ছাত্রলীগ বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে। তার পরও তারা দিন-দুপুরে বিএনপি নেতা আবুল হোসেন ফুয়াদকে কুপিয়ে জখম করেছে। তার হাতের তিনটি আঙুল কেটে নিয়েছে। এর পরও ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মী রাস্তাঘাটে প্রকাশ্যে ঘোরাফেরা করছে। 

এ সময় হুঁশিয়ারি দিয়ে বিএনপি নেতা ফারুক বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব ছাত্রলীগ ও যুবলীগ কর্মীকে গ্রেপ্তার না করা হলে পাথরঘাটায় রক্তের হলিখেলা শুরু হবে। তখন আইনশৃঙ্খলার অবনতির দায় নিতে হবে প্রশাসনের।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন আবুল হোসেন আবু পহলান, কাকচিড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি স্বাধীন পহলান, যুবদলের সভাপতি মিরাজ পহলান, মোর্শেদ সিকদার, মোসাম্মাদ শাহানা বেগম, সেলিম পহলান ও ডা. মেহেদী হাসান।

অভিযুক্তদের গ্রেপ্তার না করার কারণ জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘ঘটনার তিন দিন পার হলেও এখনও আহত ফুয়াদের পক্ষ থেকে কেউ মামলা দিতে থানায় আসেননি। মামলা না হওয়ার কারণে এখন পর্যন্ত কাউকে আমরা ধরতে পারিনি।’ তাঁর অভিযোগ, বিএনপি নেতারা মামলা না দিয়ে মানববন্ধন করে শুধু পুলিশের ওপর চাপ সৃষ্টি করছেন, যা আহত ব্যক্তিকে সহযোগিতা না করে প্রশাসনকে হয়রানি করছেন। তার পরও ফুয়াদের ওপর যারা হামলা করেছেন, তাদের আটকের ব্যাপারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মামলা না করে কর্মসূচি দিয়ে পুলিশের ওপর চাপ সৃষ্টির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক বলেন, ‘ভিকটিম এখনও আইসিইউতে, এ জন্য আমাদের মামলা করতে দেরি হচ্ছে। তাঁর জবানবন্দির ওপর ভিত্তি করে আমরা মামলা করার প্রস্তুতি নিয়েছি। দু-একদিনের মধ্যেই মামলা হবে।’

হামলার অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে কাকচিড়া ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক গোলাম মাওলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। ঘটনার পর থেকে পলাতক তারা। এ বিষয়ে তাঁর ফুফু তাসলিমা বেগম বলেন, ‘মাওলার বাবা ইউসুফ জমাদ্দার ও বিএনপি নেতা ফুয়াদ জমাদ্দারের মধ্যে টাকা ও জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার কয়েক দিন আগে ইউসুফ ও তাঁর ছোট ছেলেকে ফুয়াদ মারধর করেছিলেন। ওই ঘটনার জেরে এ ঘটনা ঘটতে পারে।’

উৎস: Samakal

কীওয়ার্ড: প থরঘ ট ব এনপ র ত কর ম র ওপর ঘটন র

এছাড়াও পড়ুন:

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইবিতে শাটডাউন কর্মসূচি

ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি ও মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১ ঘণ্টা শাটডাউন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়টি। একই সময়ে ক্যাম্পাসের ডায়না চত্ত্বরে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাংগীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মনজুরুল হকসহ বিভিন্ন শিক্ষক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

আরো পড়ুন:

গাজায় গণহত্যা: প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ইবি শিক্ষার্থীর

গাজায় হামলা: বিশ্বব্যাপী ধর্মঘটে সাড়া ইবি শিক্ষার্থীদের

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আজ থেকে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় যখনই সুযোগ পাবে, তখনি প্রতিবাদ করবে। ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ এ স্লোগান ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্লোগান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের স্লোগান।”

তিনি বলেন, “ইসরাইল নামে অবৈধ রাষ্ট্র যেভাবে নির্যাতন ও বর্বরতা প্রদর্শন করছে, ইতিহাসে এমন নজীর নেই। আজকের এই হত্যাকাণ্ডে আন্তর্জাতিক বিশ্বের শুধু সাধারণ মানুষ ও ছাত্ররা প্রতিবাদ করছে। কিন্তু রাষ্ট্র নায়কেরা প্রতিবাদ করছে না।”

তিনি রাষ্ট্রনায়কদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “প্যালেস্টাইনকে রক্ষা করা, মানবতাকে  রক্ষা করা শুধু মুসলমানদের দায়িত্ব না, এটা মানুষ হিসেবে সবার দায়িত্ব। ইসরাইল শুধু প্যালেস্টাইনের শত্রু না, পুরো মানবতার শত্রু। আমি আরব বিশ্বকে ঐক্যবদ্ধভাবে এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

এর আগে, বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে যৌথভাবে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ, ইসলামী আদর্শের শিক্ষকদের সংগঠন গ্রিন ফোরাম, ইউট্যাব ও জিয়া পরিদষ কর্মকর্তা ইউনিট।
এতে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খাঁন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, গ্রিন ফোরামের সভাপতি অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজওয়ান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন প্রমুখ।

এছাড়া শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ঢাকা/তানিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • টাকা আত্মসাৎকারীকে জামিন দেওয়ায় গ্রাহকদের ক্ষোভ
  • ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে স্কাইলার্ক মডেল স্কুলের মানববন্ধন
  • ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইবিতে শাটডাউন কর্মসূচি
  • জামালপুরে সাংবাদিক রব্বানি হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে বিক্ষোভ
  • টাঙ্গাইলে ৭ দাবিতে এ আই টেকনিশিয়ানদের কর্মবিরতি
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে সানির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • এক ঘণ্টা দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, আরও দুজন গ্রেপ্তার
  • চট্টগ্রামে পদোন্নতি বঞ্চিত ফরেস্টার ও ফরেস্ট গার্ডদের মানবন্ধন
  • শিশু তাবিবের হাতে প্ল্যাকার্ড ‘বাবা হত্যার বিচার চাই’
  • লবণের ন্যায্যমূল্য চায় এনসিপি