মাইক্রোসফট কিনে নিতে পারে চীনের উদ্ভাবিত  সোশ্যাল প্ল্যাটফর্ম টিকটক। কথাটি উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিনতে ওত পেতে আছে প্রথম সারির বহু প্রযুক্তি নির্মাতা।

চীনের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া অ্যাপ কিনতে বৃহৎ কয়েকটি সংস্থার মধ্যে নিলাম-যুদ্ধ হোক, এমনটাই সুস্পষ্ট করে বলেছেন ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন কথাই তিনি বলেছেন।

যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবসা পরিচালন করা প্রায় অসম্ভব হতে চলেছে। ট্রাম্পের আগের মেয়াদে ও জো বাইডেনের মেয়াদে যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধে কয়েক দফা পদক্ষেপ নেওয়া হয়।

জাতীয় নিরাপত্তার স্বার্থে চীনের মালিকানাধীন টিকটক নিয়ে বারবার আপত্তি তুলেছে যুক্তরাষ্ট্র। ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মূল সংস্থা বাইটডান্স। চীনা সংস্থা তাদের শেয়ার বিক্রি করে দিলে এবং সেই শেয়ার কোনো মার্কিন সংস্থা বা যুক্তরাষ্ট্রের বন্ধু দেশের কোনো সংস্থা কেনার শর্তে দেশটিতে টিকটক চলতে পারে বলে জানা গেছে।
এর আগে বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ ও অফলাইন করার যে সিদ্ধান্ত নেওয়া হয়, ওই সিদ্ধান্ত বিশেষ নির্বাহী আদেশে সমূলে বদলে দিয়েছেন ট্রাম্প। সম্পূর্ণ বাতিল হওয়া থেকে ৭৫ দিনের মতো সময় পেয়েছে উল্লিখিত প্ল্যাটফর্ম। ইতিহাস বলছে, ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট, যিনি বাইটডান্সকে সরাসরি তাদের শেয়ার বিক্রির জন্য রীতিমতো চাপ প্রয়োগ করছেন।

খবরে প্রকাশ, ২০২০ সালে মাইক্রোসফটের কাছে গিয়েছিল বাইটডান্স, ওই সময়ে তেমন কিছুই ঘটেনি। তার পরে ওরাকলের কাছেও ধরনা দিয়েছিল বাইটডান্স। তখনও কিছু সুফল পায়নি প্ল্যাটফর্মটি। তবে চলতি পরিস্থিতি কিছুটা জটিল ও কঠিন রূপ ধারণ করেছে। সে অর্থে, যুক্তরাষ্ট্রে প্ল্যাটফর্মটির টিকে থাকার লড়াই আরও দুরূহ হয়ে পড়ছে বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সব ধরনের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেয়। ঠিক এ কারণেই বৈরী সম্পর্কের দেশের  তৈরি প্ল্যাটফর্মের কারণে নিজ দেশের তথ্য বেহাত হওয়ার ঝুঁকি নিতে নারাজ যুক্তরাষ্ট্র।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প ল য টফর ম ব ইটড ন স ট কটক

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে সাহিত্য আড্ডার স্থানসহ নানা স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযানে নেমেছে জেলা প্রশাসন ও ময়মনসিংহ সিটি করপোরেশন। এ সময় সাহিত্য সংসদের ‘বীক্ষণ’ আসরের সাহিত্য আড্ডার স্থাপনাসহ পার্কের ভেতরে এবং বাইরে গড়ে উঠা ভ্রাম্যমাণ দোকান, বিজয়ী পিঠা বাড়িসহ সব ধরনের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। আজ বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর সার্কিট হাউজ মাঠ সংলগ্ন জয়নুল উদ্যান পার্কে এই অভিযান চালানো হয়। 

এ অভিযানের এক পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম নিজে উপস্থিত থেকে উচ্ছেদ কার্যক্রম তদারকি করেন। এ সময় পার্কের সৌন্দর্য রক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান নগরবাসী। তবে এ উচ্ছেদ অভিযানে ক্ষোভ ও অসেন্তাষ প্রকাশ করেছেন কবি সাহিত্যিকরা। তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, প্রায় ৪০ বছর ধরে এই স্থানটিতে দেশের খ্যাতনামা এবং নবীণ কবি সাহিত্যকদের নিয়ে সপ্তাহের প্রতি শুক্রবার বসে সাহিত্য সংসদের ‘বীক্ষণ’ আসর নামে সাহিত্য আড্ডা। এতে কবিতা পাঠের পাশাপাশি শিল্প সংস্কৃতি নিয়ে চলে আলোচনা ও মতবিনিময়।

স্থানীয়রা জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে পার্কটি তার স্বরূপ ফিরে পাবে। এতে আমার মত অন্য দর্শনার্থীরা প্রকৃতির নিরিবিলি পরিবেশে সময় কাটাতে পারবে।  

নতুন বাজার এলাকার শাহজাহান কবির বলেন, একাধিকবার পার্কেও অবৈধ স্থাপনা উচ্ছেদ হলেও প্রভাবশালী মহলের মদদে ফের তৈরি হয় অবৈধ স্থাপনা। কিন্তু দর্শনার্থীরা চায় পার্কের নিরিবিলি ও মনোরম পরিবেশ। তবে এ উচ্ছেদ অভিযানে ক্ষোভ ও অসেন্তাষ প্রকাশ করেছেন কবি সাহিত্যিকরা। তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, প্রায় ৪০ বছর ধরে এই স্থানটিতে দেশের খ্যাতনামা এবং নবীণ কবি সাহিত্যকদের নিয়ে সপ্তাহের প্রতি শুক্রবার বসে সাহিত্য সংসদের ‘বীক্ষণ’ আসর নামে সাহিত্য আড্ডা। এতে কবিতা পাঠের পাশাপাশি শিল্প সংস্কৃতি নিয়ে চলে আলোচনা ও মতবিনিময়। 

ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজীদ বলেন, মূলত জেলা প্রশাসনের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মূল উদ্দেশ্য জয়নুল উদ্যোনের সৌন্দর্য্য বৃদ্ধি এবং প্রকৃতির নির্মল পরিবেশ গড়ে তোলা। তাছাড়া পার্কের বেশ কয়েকটি স্থাপনায় দীর্ঘদিন ধরে অসামসাজিক কার্যকলাপ চলার অভিযোগে অভিযান চালানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ