ছোটবেলায় মা-বাবার মৃত্যুর পর চাচা জয়নাল শেখের কাছে বড় হন রফিকুল ইসলাম শেখ (২৫)। চাচার সংসারে অভাব থাকায় তিনি পড়াশোনায় বেশি দূর এগোতে পারেননি। এক সময় সিদ্ধান্ত নেন ইতালি যাওয়ার। ভাতিজা রফিকুলের জন্য ভিটেবাড়ি, সহায়-সম্বল বিক্রি করে দালালের হাতে ২০ লাখ টাকা তুলে দেন জয়নাল শেখ। ভূমধ্যসাগরে থেমে গেছে তাঁর স্বপ্নযাত্রা। 

রফিকুলের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। তিনি রাঘদী ইউনিয়নের মোল্লাদী গ্রামের প্রয়াত আব্দুল মজিদ শেখের ছেলে। সম্প্রতি অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে রফিকুলের সঙ্গে এ উপজেলার আরও দুই যুবক প্রাণ হারিয়েছেন। তারা হলেন– চরপ্রসন্নদী গ্রামের ওহাব খন্দকারের ছেলে সাত্তার খন্দকার (৪০) ও মেহেদী শেখের ছেলে আরাফসান ইসলাম আশিক (১৮)। তাদের মৃত্যুতে তিন পরিবারে মাতম চলছে।

সম্প্রতি ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে ২০ জনের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে অনেকেই বাংলাদেশি বলে ধারণা স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির। গত শনিবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের বরাতে এই আশঙ্কার কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, নিহত ২০ জনেরই দাফন হয়েছে। লাশগুলো পচে যাওয়ার অবস্থায় ছিল। কেউই তাদের পরিচয় কিংবা জাতীয়তা নিশ্চিত করতে পারেনি। স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ ব্রেগা তীরে ভেসে আসে।

এর মধ্যে খোঁজ-খবর নিয়ে জানা যায়, ওই ২০ জনের মধ্যে রয়েছেন সাত্তার খন্দকার, রফিকুল ইসলাম ও আরাফসান ইসলাম আশিক। তাদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।

রফিকুলের চাচা জয়নাল শেখ বলেন, ভাতিজাকে ইতালি পাঠাতে নিজের ভিটেবাড়ি ও সহায়-সম্বল বিক্রি করেছি। কিন্তু ভূমধ্যসাগর তাকে কেড়ে নিয়েছে। দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানাই।

আশিকের বাবা মেহেদী শেখ বলেন, ছেলেকে ইতালি পাঠানোর জন্য ঋণ ও আত্মীয়স্বজনের কাছ থেকে ধার করে ১৭ লাখ টাকা জোগাড় করি। পরে পাশের শ্রীজিতপুর গ্রামের রকমান হাওলাদারের ছেলে বাবু হাওলাদারের হাতে সেই টাকা তুলে দিই। লিবিয়া পৌঁছানোর পর ছেলের সঙ্গে তিন থেকে চারবার কথা হয়েছে। পরে জানতে পারি, ভূমধ্যসাগরে নৌকাডুবিতে আমার ছেলে মারা গেছে। দালাল চক্রের কারণে আমি সন্তানহারা হলাম।

সাত্তার খন্দকারের স্ত্রী লাবনী খন্দকার বলেন, লিবিয়া পৌঁছানোর পর আমার কাছ থেকে তিন দফা টাকা নিয়েছে দালাল চক্র। ইতালি পৌঁছে দিতে ২৪ লাখ টাকা দেওয়ার মৌখিক চুক্তি হয়েছিল। কিন্তু তারা আমার কাছ থেকে ২৬ লাখ টাকা নিয়েছে। আমি দ্রুত আমার স্বামীর লাশ দেশে ফেরত আনার দাবি জানাচ্ছি। সেই সঙ্গে দালালদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ষষ্ঠীপদ রায় বলেন, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে দালাল চক্রের একটি শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। এ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাহী বিভাগের কাছে সুপারিশ করে প্রতিবেদন পাঠিয়েছি। কিন্তু চক্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হলে তারা এ কাজ থেকে বিরত হবে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীন আক্তার বলেন, বিষয়টি আমার জানা নেই। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গ প লগঞ জ গ প লগঞ জ ব যবস থ ইসল ম

এছাড়াও পড়ুন:

ঢাকার যেসব এলাকায় আগামীকাল ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

রাজধানী ঢাকার বেশ কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

যে এলাকাগুলোয় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো রাজধানীর উত্তরখান, দক্ষিণখান, ফায়েদাবাদ এলাকা, আশকোনাসহ আশপাশের সব এলাকা (শীতলক্ষ্যা নদীর তীর পর্যন্ত)। এ ছাড়া এর আশপাশের এলাকাগুলোয় গ্যাসের চাপ কম থাকতে পারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আশকোনা-গাওয়াইর এলাকায় গ্যাসের স্বল্প চাপ সমস্যা নিরসনকল্পে গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে। এ কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

সম্পর্কিত নিবন্ধ