চট্টগ্রামে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। রাত সাড়ে ৯টার দিকে এই মিছিল করেন তারা। মিছিল শেষে শিক্ষার্থীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ ও নগরীর জামাল খান এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেন।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার রাতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্য প্রচার করাকে কেন্দ্র করে এ মিছিল করেন বলে জানান শিক্ষার্থীরা। 

রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের পুরোনো একাডেমিক ভবনের সামনে একটি ম্যুরাল ভাঙেন ২০-২৫ জন শিক্ষার্থী। হাতুড়ি ও পাথর দিয়ে তারা ম্যুরালটি ভাঙেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, চমেকের একাডেমিক ভবনের সামনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ছিল। সাড়ে ৯টার দিকে ছাত্ররা এসে সেটি ভাঙচুর করেন। এরপর তারা জামাল খান এলাকায় যান। সেখানে দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালও হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন বিক্ষুব্ধ বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পটানোর মতো ‘পিকআপ লাইন’ খুঁজছে মাখন

আগের পর্বআরও পড়ুনতোমরা তো আমাকে পাত্তা দাও না০৯ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ