ঘুষ নেওয়ার অভিযোগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মোনার্ক হোল্ডিংস লিমিটেডকে ব্রোকারেজ হাউসের লাইসেন্স পাইয়ে দেওয়ার বিনিময়ে ৩ কোটি ৭৬ লাখ ২৯ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ বুধবার তাঁর বিরুদ্ধে এ মামলা করা হয়। আগের দিন মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এদিকে জ্ঞাত আয়বহির্ভূত ২৭ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৯০৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগের মামলায় ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে বুধবার গ্রেপ্তার করে দুদক। আগের দিন মঙ্গলবার তাঁর বিরুদ্ধে মামলা করেছিল দুদক।

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো.

আক্তার হোসেন বুধবার সাংবাদিকদের বলেন, ঘুষ নেওয়ার অভিযোগে শিবলী রুবাইয়াতের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলায় ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেন, দুদকের কাছে গোয়েন্দা তথ্য ছিল ওই দুই ব্যক্তি বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে বিদেশি মুদ্রা ও একাধিক পাসপোর্ট জব্দ করা হয়।

দুদক সূত্র জানায়, ঘুষ লেনদেনের ঘটনায় শিবলী রুবাইয়াতের সঙ্গে আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। তাঁরা  হলেন মোনার্ক হোল্ডিং ইনকরপোরেশনের চেয়ারম্যান জাবেদ এ মতিন, ঝিল বাংলা ফেব্রিকসের মালিক আরিফুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এফএভিপি ইসরাত জাহান, ভাইস প্রেসিডেন্ট ও শাখার অপারেশন ম্যানেজার ইকবাল হোসেন, ব্যাংকটির এসইভিপি, অডিট অ্যান্ড ইনসপেকশন ডিপার্টমেন্ট ও সাবেক শাখা ব্যবস্থাপক সৈয়দ মাহবুব মোরশেদ।

মামলার এজাহারে শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বিরুদ্ধে ভুয়া বাড়ি ভাড়ার চুক্তিনামা দেখিয়ে ১ কোটি ৯২ লাখ টাকা এবং ভুয়া পণ্য বিক্রির চুক্তি দেখিয়ে পণ্য রপ্তানির কৌশলে ১ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৮২০ টাকাসহ ৩ কোটি ৭৬ লাখ ২৯ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর ল ইসল ম

এছাড়াও পড়ুন:

৮ বছর পর ‘বড় ছেলে’র রেকর্ড ভাঙল যে নাটক

আট বছর ধরে ইউটিউবে বাংলা নাটকের ভিউয়ে শীর্ষে ছিল ‘বড় ছেলে’। জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত নাটকটি প্রচারের পর থেকেই ভাইরাল। দর্শকের অব্যাহত আগ্রহের কারণে নাটকটির ভিউ বেড়েই চলেছে। অবশেষে আট বছর আগের সেই নাটকের রেকর্ড ভেঙে দিল আরেক নাটক ‘শ্বশুরবাড়িতে ঈদ’। বাংলা নাটকের ভিউয়ে এটি এখন শীর্ষে রয়েছে।
‘বড় ছেলে’র ভিউ ৫ কোটি ৪১ লাখ। সেখানে ‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকটির ভিউ ২ লাখ বেশি, ৫ কোটি ৪৩ লাখ। গত বছরের এপ্রিলে নাটকটি প্রচারিত হয়। মাত্র এক বছরেই নাটকটি ভিউয়ে শীর্ষে চলে আসে। নাটকের জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।

শ্বশুরবাড়িতে ঈদ নাটকে অভিনয় করেছেন তারিক আনাম খান, জান্নাতুল সুমাইয়া হিমি, নিলয় আলমগীর ও সাবেরি আলম । ছবি: নির্মাতার সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ

  • অপূর্ব-মেহজাবীনের রেকর্ড ভাঙলেন নিলয়-হিমি
  • ৮ বছর পর ‘বড় ছেলে’র রেকর্ড ভাঙল যে নাটক
  • সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক মামলা