কুষ্টিয়ায় এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের বাড়ি। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের পিটিআই সড়কে তিনতলা বাড়িটি ভাঙা শুরু হয়।

এর আগে গত ৪ আগস্ট ও ৫ আগস্ট এই বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এ ঘটনার পর বাড়িটিতে ইট ছাড়া কিছুই ছিল না।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, একটি বুলডোজার নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ছাত্র-জনতা স্লোগান দিতে থাকে ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’। বাড়ির সামনে এ সময় অনেকেই ভিড় করেন।

এর আগে উপজেলা মোড় থেকে একটি মশাল মিছিল নিয়ে ছাত্র-জনতা হানিফের বাড়ির সামনে আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত হানিফের বাড়িতে ভাঙচুর চালান বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

তারুণ্যের উদ্ভাবনী স্বীকৃতি

ডিজিটাল খাতের বিকাশে দেশের তরুণ মেধাবীদের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রবি আজিয়াটা পিএলসির মোবাইল অ্যাপ্লিকেশন বিডিঅ্যাপস বিশেষ সম্মাননা দিয়েছে।

রবির ডিজিটাল ভিএএস ও নিউ বিজনেস বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শফিক শামসুর রাজ্জাক, প্রোগ্রামিং হিরোর সহপ্রতিষ্ঠাতা আবদুর রাকিব, ই-কুরিয়ার লিমিটেডের প্রতিষ্ঠাতা বিপ্লব ঘোষ রাহুল ও মিয়াকির প্রধান নির্বাহী তানিম ইসলাম তরুণ প্রযুক্তি উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে প্রযুক্তি খাতের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন।

শফিক শামসুর রাজ্জাক বলেন, তরুণ সমাজের অসাধারণ প্রতিভা প্রকাশে আমাদের এমন আয়োজন। বিডিঅ্যাপস প্ল্যাটফর্মের এমন সাফল্য সত্যিই গর্বের। ভবিষ্যতে সময়োপযোগী উদ্ভাবন দেখার প্রত্যাশা করছি। ক্যাম্পাস অ্যাম্বাসাডর হিসেবে ২০২১ সালে শুরু হওয়া কর্মসূচি এখন ১২০টির বেশি বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিয়েছে। উদ্যোগের মাধ্যমে হাজারো শিক্ষার্থী ডেভেলপার বিডিঅ্যাপসের সঙ্গে যুক্ত হয়েছেন।

অন্যদিকে, নারী ডেভেলপারদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিডিঅ্যাপসের ‘শি’ স্কোয়াড কর্মসূচি। ইতোমধ্যে কর্মসূচির মাধ্যমে ৬০ জন শি স্কোয়াড লিডার হাজারের বেশি নারী ডেভেলপারকে প্রশিক্ষণ দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের সেরা শি স্কোয়াড পারফরমাররা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ভ্রমণ পুরস্কার অর্জন করেছেন। নতুন ৭০ জন শি লিডার যুক্ত হওয়ায় প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ আরও শক্তিশালী হচ্ছে। সাফল্য উদযাপনে নেটওয়ার্কিং সেশন, ২০২৫ সালের নতুন ক্যাম্পাস অ্যাম্বাসাডর ও শি স্কোয়াড নেতাদের পরিচিতি পর্ব বিশেষ গুরুত্ব পায়। উদ্যোগটি তরুণ ডেভেলপারদের জন্য অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা হয়ে উঠেছে বলে উদ্যোক্তারা জানান।

সম্পর্কিত নিবন্ধ