ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর-আগুন
Published: 5th, February 2025 GMT
২ / ১৩ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর, আগুন
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত ১২টার পর এ ঘটনা ঘটে। রাত সোয়া তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাসভবনের ভেতরে আগুন জ্বলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে ভোলা সদরের গাজীপুর সড়কে ‘প্রিয় কুটির’ নামের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন একদল বিক্ষুদ্ধ লোক। পরে তারা ভবনটিতে ব্যাপক ভাঙচুর চালায়। তারা বাড়ির দরজা-জানালা ভেঙে দেয়ালে সাঁটানো বিভিন্ন ছবি, ক্রেস্ট ও কাগজপত্র রাস্তার এনে আগুন ধরিয়ে দেন।
বিক্ষুদ্ধরা জানালার কাঁচ ভেঙে ফেলে। কয়েকটি ফ্যান ও আসবাবপত্র লুট করে নিয়ে যান তারা। একপর্যায়ে কক্ষের ভেতরে থাকা কিছু আসবাবপত্র ভেঙে ঘরের ভেতর আগুন ধরিয়ে দেন। পরে বাড়ির সামনে থাকা একটি পুলিশ বক্স ভেঙে গুঁড়িয়ে দেন।
স্থানীয়রা জানিয়েছেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পরে তোফায়েল আহমেদ এই বাড়িতে থাকেননি। তিনি বেশির ভাগ সময় বাংলাবাজারের বাড়িতে অবস্থান করতেন।
এ বিষয়ে জানতে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।
ভোলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক লিটন আহমেদকে ফোন করলে তিনি প্রথম আলোকে বলেন, রাত সোয়া তিনটা পর্যন্ত তারা আগুনের কোনো ফোন পাননি।