রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে শেখ মুজিবুরের ম্যুরাল ভাঙচুর
Published: 5th, February 2025 GMT
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দেওয়া হয়েছে। বুধবার রাত ১০টার দিকে শিক্ষাপ্রতিষ্ঠান দুটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা ম্যুরাল দুটি ভাঙচুর করেন।
পরে রাত ১১টা ৫০ মিনিটের দিকে রংপুর সিটি করপোরেশনের বুলডোজার এনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি গুঁড়িয়ে দেওয়া হয়।
রংপুরে কারমাইকেল কলেজে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করা হয়.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি নেতাকর্মীর হামলা
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বিএনপি নেতাকর্মীর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন সাংবাদিক আহত হয়েছেন। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাবেদ আখতারের অবস্থা গুরুতর। তাঁকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিন দশকের বেশি সময় আগে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগে করা মামলার রায় গতকাল দুপুরে ঘোষণা করা হয়। এ উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা আদালত ও আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। রায়ের পর হাইকোর্টের বর্ধিত ভবনের সামনে গণমাধ্যমকর্মীরা মামলার সংশ্লিষ্ট আইনজীবীদের বক্তব্য নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ দলটির পাবনা জেলার নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে এক যুবক সংবাদ ব্রিফিংয়ের জন্য সংরক্ষিত ডায়াসের সামনে চলে আসেন। এ নিয়ে ওই যুবক সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ান। মুহূর্তের মধ্যে বিএনপির নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হন এবং কিল-ঘুসি ও লাথি মারেন। এতে কয়েকজন আহত হন।
বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস পরিস্থিতি শান্ত করেন। কায়সার কামাল মারধরের শিকার জাবেদ আখতারকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাম্বুলেন্সে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠান। এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকরা ব্রিফিং বর্জন করে হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে ব্রিফিংস্থলে বসে অবস্থান কর্মসূচি পালন করেন।
দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন। বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবে কাম্য নয়। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
জাবেদ আখতারের বিষয়ে বলা হয়, তাঁকে রক্ষা করতে গিয়ে সংগঠনের সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক আজিজুল ইসলাম পান্নু, জ্যেষ্ঠ সাংবাদিক হাসান জাবেদসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলাকারীরা টেলিভিশনের মাইক্রোফোনও ভাঙচুর করেছে। আহত তিন সাংবাদিক এলআরএফের সদস্য। তাদের মধ্যে জাবেদ আখতার সংগঠনের প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক।