বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ‘আলোর পাঠশালা’র শিশুদের অন্যরকম আনন্দের দিন ছিল আজ বুধবার। এ দিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে মেতেছে শিক্ষার্থীরা। শীতের সকালের নরম রোদে শিক্ষার্থী, শিক্ষক ও নারী-পুরুষ অভিভাবকদের বিদ্যালয় প্রাঙ্গণ আনন্দ-উচ্ছ্বাসে পরিপূর্ণ হয়ে ওঠে।

সকাল ১০টায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.

সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, আলোর পাঠশালা পরিচালনা কমিটির সদস্য নুমংপ্রু মারমা, বিনয় তঞ্চঙ্গ্যা, নুং চ মং মারমা প্রমুখ। সভাপতিত্ব করেন আলোর পাঠশালা পরিচালনা কমিটির সভাপতি সাইনিং মারমা।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয় গতকাল মঙ্গলবার দুপুরে। এতে দৌড় প্রতিযোগিতা, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, স্কিপিং, মোরগ লড়াই, গোলক নিক্ষেপ, রিলে দৌড়সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় প্রতিটি ইভেন্টে তিনজনকে পুরস্কার দেওয়া হয়েছে। একই সঙ্গে বার্ষিক পরীক্ষায় সবচেয়ে ভালো ফল করা ও বছরব্যাপী শ্রেণি কার্যক্রমে সর্বোচ্চ উপস্থিত থাকা শিক্ষার্থীকেও উদ্দীপনামূলক পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম অত্যন্ত সুন্দর নাচ ও গান পরিবেশনের জন্য ছাত্রছাত্রীদের প্রশংসা করেছেন। তিনি প্রথম আলো ট্রাস্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রথম আলো রোয়াংছড়ি উপজেলার প্রত্যন্ত এলাকায় বিদ্যালয় পরিচালনা করছে। মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতারই প্রমাণ এটা। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বিদ্যালয় পরিচালনায় সব ধরনের সহযোগিতার জন্য তিনি আশ্বাস প্রদান করেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

এবার শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ৫ নস্বর সড়কের সুদা সদনে আগুন দেওয়া হয়।

এ বিষয়ে জানতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, রাত সাড়ে ১১টার দিকে সুধা সদনে আগুনের খবর পান তারা। সেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিরাপত্তারক্ষীরা জানান, রাত সাড়ে ১০টার পর ১০–১২টি ছেলে এসে সুধা সদনে আগুন ধরিয়ে দেয়। আগুন ভবনটিতে ছড়িয়ে পড়লে বিদ্যুৎ ও গ্যাসের লোকেরা এসে এসব সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে আশপাশের ভবনের বাসিন্দারা এসে পানি দিয়ে নিচতলার আগুন কিছুটা কমিয়েছেন।

রাত ১২টার সময় ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার বিভিন্ন কক্ষে আগুন জ্বলতে দেখা গেছে।

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচারের কথা ছড়িয়ে পড়ে। আজ বুধবার বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরিফ ওসমান হাদি। রাত ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে যাওয়ার কথা থাকলেও পরে কর্মসূচি বদলে রাত ৮টায় নিয়ে আসা হয়। 

আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে এগোতে থাকেন বিক্ষোভকারীরা। পরে রাত আটটার দিকে বিপুলসংখ্যক বিক্ষোভকারী ধানমন্ডি ৩২ নম্বরের সামনে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা বাড়িটির ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন। পরে ওই ভবনে আগুন দেওয়া হয়। রাত ১২টার দিকে এক্সকাভেটর ও ক্রেন দিয়ে ভবনটি ভাঙা শুরু হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ