দেশে সোনার দাম আবার বেড়ে ইতিহাসের সর্বোচ্চ
Published: 5th, February 2025 GMT
দেশে চার দিনের ব্যবধানে আবার সোনার দাম বাড়ছে। এবার ভরিপ্রতি ২ হাজার ৯২৮ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৪৭ হাজার ৮১৮ টাকা। এটি দেশের ইতিহাসে সোনার এ যাবৎকালের সর্বোচ্চ দাম।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দাম সমন্বয় করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।
চলতি ফেব্রুয়ারিতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো সোনার দাম বাড়ানো হয়েছে। এর আগে ২ ফেব্রুয়ারি ভরিতে ২ হাজার ৯৯ টাকা বাড়ানো হয়। তাতে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়ায় ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১.
আজ বুধবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৮ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৯৭ হাজার ৪৭৬ টাকায় বিক্রি হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, সোনা ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরি কমবেশি হতে পারে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ২২ ক য র ট
এছাড়াও পড়ুন:
কুষ্টিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো হানিফের বাড়ি
কুষ্টিয়ায় এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের বাড়ি। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের পিটিআই সড়কে তিনতলা বাড়িটি ভাঙা শুরু হয়।
এর আগে গত ৪ আগস্ট ও ৫ আগস্ট এই বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এ ঘটনার পর বাড়িটিতে ইট ছাড়া কিছুই ছিল না।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, একটি বুলডোজার নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ছাত্র-জনতা স্লোগান দিতে থাকে ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’। বাড়ির সামনে এ সময় অনেকেই ভিড় করেন।
এর আগে উপজেলা মোড় থেকে একটি মশাল মিছিল নিয়ে ছাত্র-জনতা হানিফের বাড়ির সামনে আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত হানিফের বাড়িতে ভাঙচুর চালান বিক্ষুব্ধ ছাত্র-জনতা।