তিতুমীর কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গত সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটির অনুমোদন দেন।

জানা গেছে, নবগঠিত এ কমিটির একাধিক নেতার বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। একইসঙ্গে ত্যাগী নেতাদের পদবঞ্চিত হওয়া, ৫ আগস্টের পর নতুন করে অনুপ্রবেশ ও ছাত্রলীগ থেকে ছাত্রদলে অনুপ্রবেশ করা নেতারাও রয়েছে এ কমিটিতে। নবগঠিত এ কমিটিতে রয়েছেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কার্যালয়ে প্রবেশ করে সাংবাদিক হেনস্তাকারীরাও। রয়েছেন চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ও বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডে শোকজ হওয়া নেতারাও।

১৬ জানুয়ারি ‘ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তিতুমীর ঐক্যের বাকবিতণ্ডা, তিতুমীর ঐক্যের কমিটি স্থগিত’ নামের ভিডিও সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির ফেসবুক পেইজে প্রকাশ করা হয়। এরপর তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কার্যালয়ে ঢুকে কলেজে কর্মরত সাংবাদিকদের জবাবদিহির নামে হেনস্তা করে ছাত্রদলের জাবেদ ইকবাল, আব্দুল হামিদের নেতৃত্বে একটি দল।

এ সময় ঘটনার ভিডিও করতে গেলে নারী সাংবাদিককে হেনস্তা করে ছাত্রদলের জিহাদ হাওলাদার। ঘটনায় ছাত্রদল ও কলেজ প্রশাসন কর্তৃক তদন্ত কমিটি গঠন করা হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই জাবেদ ইকবাল কমিটির যুগ্ম-আহ্বায়ক, আব্দুল হামিদ সদস্য ও জিহাদ হাওলাদার যুগ্ন-আহ্বায়ক পদে রয়েছেন। একইসঙ্গে জিহাদ হাওলাদারের ছত্রছায়ায় ক্যাম্পাসে ‘কাকা বাহিনী’র উত্থানের অভিযোগ রয়েছে।

আরো জানা গেছে, গত বছরের ১০ সেপ্টেম্বর সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়ে ১৬ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জিসান বর্তমান কমিটিতে পেয়েছে সদস্যপদ। এছাড়া এ ঘটনায় জড়িত আশিক মাহমুদ, হেলাল উদ্দিন‌ও আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে রয়েছেন।

গত বছরের ৪ ডিসেম্বর তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের আক্কাসুর রহমান আঁখি হল শাখার সাবেক সাধারণ সম্পাদক নিয়াজ হোসাইনের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠে। মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের অ্যাম্বুলেন্স গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে বলে জানা যায়। সেই নিয়াজ বর্তমান কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।

তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন রিমু হোসাইন। দল ভারী করতে ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে কমিটি গঠনের পর গত ৩ ফেব্রুয়ারি বেলা ১২টার দিকে ক্যাম্পাসের শহীদ বরকত মিলনায়তনের সামনে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকরা ভিডিও করতে গেলে বাধা দেন ছাত্রদলের একাধিক কর্মী।

অভিযোগ রয়েছে, দল ভারী করতে ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্রদলে আসা নেতৃবৃন্দ ও ছাত্রলীগ থেকে অনুপ্রবেশকারী নেতারাও এ কমিটিতে স্থান পেয়েছেন। একইসঙ্গে পদবঞ্চিত হয়েছেন দুঃসময়ে রাজনীতিতে থাকা অনেক কর্মী। বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশের দিন ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় একাধিক কর্মীকে।

অভিযোগের বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন বলেন, “ত্যাগী কেউ বাদ পড়েনি। যারা জেল খেটেছে, মামলা হামলার শিকার হয়েছে তারা কেউ বাদ পড়েনি। নতুনদের জায়গা দেওয়ার জন্যই কমিটি বড় হয়েছে। আর বিতর্কিত কেউ থেকে থাকলে সংগঠন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”

অভিযোগগুলোর বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।

ঢাকা/হাফছা/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল র কম ট র কম ট ত এ কম ট সদস য

এছাড়াও পড়ুন:

নাটোরে বিএনপির নতুন কমিটি: ‘হৃদয়ে রক্তক্ষরণ’ নিয়ে পদবঞ্চিত নেতা-কর্মীদের প্রতিবাদ

নাটোর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে গত রোববার। এর পর থেকে ওই কমিটির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও স্লোগান দিচ্ছেন বিএনপির নেতা-কর্মীদের একাংশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের দত্তপাড়া বাজার-সংলগ্ন মহাসড়কে বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের নেতা-কর্মীরা ‘ওরা কারা’ লেখা ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেন। আগের দুই দিনও তাঁরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

গতকাল সন্ধ্যায় বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মিছিল শেষে শহরের চালপট্টি মোড়ে দাঁড়িয়ে স্লোগান দেন। তাঁরা ‘ভুয়া কমিটি...’, ‘ভুয়া কাশেম...’, ‘ভুয়া ডিউক...’ প্রভৃতি স্লোগান দিচ্ছিলেন। এ কর্মসূচির নেতৃত্বে ছিলেন জেলা বিএনপির বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান (শাহীন)। ওই প্রতিবাদের ভিডিও তিনি তাঁর ফেসবুক পেজেও পোস্ট করেছেন।

নতুন কমিটির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং সদস্যসচিব আসাদুজ্জামান। ছয় যুগ্ম আহবায়ক হলেন, আবদুল আজিজ, জিল্লুর রহমান চৌধুরী (বাবুল) মিজানুর রহমান (ডিউক), মোস্তাফিজুর রহমান (শাহীন), সাইফুল ইসলাম (আফতাব) ও দাউদার মাহমুদ। কমিটির সদস্যরা হলেন, শহিদুল ইসলাম (রাজু), সাবিনা ইয়াসমিন, আবুল কাশেম, তারিকুল (টিটু), আবু হেনা মোস্তফা, সুফিয়া হক ও রঞ্জিত কুমার সরকার।

এ সম্পর্কে ফরহাদ আলী দেওয়ান বলেন, ‘কেন্দ্র থেকে নাটোর জেলা বিএনপির যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, তা অসংগতিপূর্ণ। এখানে নাটোরের ত্যাগী ও সাহসী নেতাদের স্থান হয়নি। বেশ কিছু বিতর্কিত ব্যক্তিকে পদ দেওয়া হয়েছে। যার ফলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা ব্যথিত, আমরা মর্মাহত। আমরা এ কমিটির সংশোধন চাই। নইলে নিয়মতান্ত্রিক প্রতিবাদ অব্যাহত রাখব। প্রয়োজনে গণপদত্যাগ করব। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আমাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। আশা করি, তিনি আমাদের অভিযোগ তদন্ত করে ত্যাগী নেতাদের অন্তর্ভুক্ত করে কমিটি সংশোধন করবেন।’

আগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম (বাচ্চু) বলেন, ‘আজীবন দলের জন্য কাজ করেছি। দলের জন্য তাজা রক্ত ঢেলে দিয়েছি, মাথায় ১৮টি সেলাইয়ের এখনো ঘা শুকায়নি, এখনো ডান হাতে খেতে পারি না। স্বাক্ষর করতে পারি না, লিখতে পারি না। এই কমিটি দলের ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমানের করা হলে আমার কোনো বক্তব্য নেই। আর অন্য কোনো কায়েমি স্বার্থবাদী মহলের মাধ্যমে হলে হতাশার শেষ নেই।’ গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে উপযুক্ত নেতাদের নিয়ে তিনি পুনরায় কমিটি গঠনের দাবি জানান।

নাটোর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে গত রোববার।নতুন কমিটির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং সদস্যসচিব আসাদুজ্জামান। ছয় যুগ্ম আহবায়ক হলেন, আবদুল আজিজ, জিল্লুর রহমান চৌধুরী (বাবুল) মিজানুর রহমান (ডিউক), মোস্তাফিজুর রহমান (শাহীন), সাইফুল ইসলাম (আফতাব) ও দাউদার মাহমুদ।

সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল্লাহ সোহেল বলেন, ‘১৭ বছরে যাঁরা বিএনপির মিটিং–মিছিলে আসেননি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে ব্যবসা–বাণিজ্য করেছেন, তাঁদের অনেককে নব্য ঘোষিত কমিটিতে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছেন রুহুল কুদ্দুস তালুকদারকে (দুলু) নির্বাচনে হারানোর জন্য আওয়ামী লীগকে অর্থ প্রদানকারী আবুল কাসেম, দল থেকে বহিষ্কৃত মিজানুর রহমান (ডিউক) ও অপরিচিত শহিদুল ইসলাম (রাজু)। তাঁদের বাদ দিয়ে ত্যাগী নেতাদের যুক্ত করে কমিটি সংশোধন করতে হবে। আমরা দুলু ভাইয়ের নেতৃত্বে নাটোর জেলা বিএনপি ঐক্যবদ্ধ আছি, থাকব।’

আহ্বায়ক কমিটিতে পদ পাওয়া কয়েকজন নেতাও বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীদের সঙ্গে আছে। তাঁদের মধ্যে আছেন যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ও সাইফুল ইসলাম। তাঁরাও কমিটি সংশোধনের দাবির সাথে একাত্মতা জানিয়েছেন। তাঁরা মনে করেন, নতুন কমিটিতে কিছু ত্যাগী নেতা থাকলেও অনেককে পদ দেওয়া হয়েছে, যাঁদের বিএনপিতে কোনো অবদান নেই।

যোগ্য বলেই শীর্ষ নেতা আমাদের পদ দিয়েছেন। ২০১৩ সালে দিনাজপুরে দুলু সাহেবের নির্দেশে আমার ওপর হামলা হয়েছিল। চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে আমাকে সিঙ্গাপুর যেতে হয়েছিল।আবুল কাশেম, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য

নতুন কমিটির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান চৌধুরী (বাবুল) পদবঞ্চিত নেতাদের অভিযোগ প্রসঙ্গে সরাসরি মন্তব্য করতে চাননি। তবে ফেসবুকে ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমরা সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার জন্য কাজ করব। দলের সব পর্যায়ের নেতা–কর্মীদের সম্মান অক্ষুণ্ন রাখার চেষ্টা করব।’

এসব অভিযোগ সম্পর্কে জেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য আবুল কাশেম বলেন, ‘যোগ্য বলেই শীর্ষ নেতা আমাদের পদ দিয়েছেন। ২০১৩ সালে দিনাজপুরে দুলু সাহেবের নির্দেশে আমার ওপর হামলা হয়েছিল। চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে আমাকে সিঙ্গাপুর যেতে হয়েছিল। বিষয়টি তারেক রহমানসহ সবাই জানতেন।’ আবুল কাশেম আরও বলেন, ‘আমি “আমরা বিএনপি পরিবার”–এর উপদেষ্টা। ২০১৩ সাল থেকেই পুরো গাজীপুরের দায়িত্বে আছি। এরপরও বলব, যাঁরা আপনাদের কাছে আমার সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন, তাঁদের বলবেন, তারেক রহমান সাহেবকে বললেই জানা যাবে কাশেম কে? তাঁকে কেন নাটোরের কমিটিতে রাখা হলো?’

নাটোরে বিএনপির রাজনীতিতে প্রভাবশালী নেতা রুহুল কুদ্দুস তালুকদার (দুলু), যিনি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। নতুন কমিটিতে তাঁর নিয়ন্ত্রণ কমেছে বলে মনে করছেন দলের নেতা-কর্মীরা। এ সম্পর্কে রুহুল কুদ্দুস তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমি নতুন কমিটি সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য করতে চাই না। কারণ, আমার দলের সম্মানিত নেতারা কমিটি ঘোষণা করেছেন। বরাবরের মতো তাঁদের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। শুধু এটুকু বলা যায়, যাঁরা পদ পেয়েছেন, তাঁরাও যেমন যোগ্য, আবার যাঁরা পদবঞ্চিত হয়েছেন, তাঁদের অনেকেরই দলে বড় অবদান রয়েছে। আগামী দিনে হয়তো তাঁদের বিষয়টি বিবেচনা করা হবে।’

সম্পর্কিত নিবন্ধ

  • ‘আওয়ামী লীগ স্টাইলে লুটপাট করছেন কুষ্টিয়া জেলা বিএনপির নেতারা’
  • নাটোরে বিএনপির নতুন কমিটি: ‘হৃদয়ে রক্তক্ষরণ’ নিয়ে পদবঞ্চিত নেতা-কর্মীদের প্রতিবাদ
  • জেনিথ ইসলামী লাইফের সব সূচকেই প্রবৃদ্ধি
  • নাটোরে মহাসড়কে বিক্ষোভ, বিএনপি নেতার কুশপুতুল দাহ