বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৯২ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সিদ্ধিরগঞ্জের ৩৩ জন স্থান পেয়েছে।

তারা হলেন, যুগ্ম আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত, সদস্য সচিব জাবেদ আলম,  যুগ্ম সদস্য সচিব ইমন আহমেদ ও আব্দুল মমিন সরকার তন্ময়। সংগঠক হিসেবে রয়েছে, মোঃ শহীদুল ইসলাম ইরফান, নাজমুল ইসলাম, সিয়াম রেজা, তানজিম আহম্মেদ সানজান, মোঃ মোজহিদুল ইসলাম, মাসনুন হাসান রিভু, ওমর ফারুখ সানি, শরীফ মাহমুদ, আদনান সামি, গোলাম রাব্বি জোবায়ের, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ তামিম, জুবায়ের সিফাত, তৌফিকুর তুহিন, মাহাদী আল মাহী, কাইয়ুম ইসলাম, সিফাত খান, আব্দুল হামিদ শ্যামল, সারফরাজ মামুন, আবদুল্লাহ আল মাহফুজ, দীন ইসলাম, সিয়াম আহমেদ, আব্দুর রহমান রাতুল, মোহাম্মদ কাইয়ুম, আব্দুল্লাহ, তাসনিম রাতুল, আশরাফুল ইসলাম, ফাতিন ইরফান উৎসব, ফাহিম হাবিব উদয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নিরব রায়হানকে আহ্বায়ক এবং মোহাম্মদ জাবেদ আলমকে সদস্য সচিব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার ১৯২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল ৬ মাসের জন্য এই আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন। 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক মেহরাব হোসেন প্রভাত বলেন, আমাকে আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেহরাব সিফাত ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমার সকল সহযোদ্ধাদের জানাই অভিনন্দন ও শুভ কামনা।

আহবায়ক কমিটির পদগুলোর সাথে জড়িয়ে আছে অনেক দায়িত্ব। এ পদ গুলোর সাথে জড়িয়ে আছে হাজারো ভাই-বোনের রক্ত। জালিমদের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়ানোর দায়িত্ব ।

তিনি আরও বলেন, সংগঠনকে আরো সুসংগঠিত এবং শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ল ইসল ম

এছাড়াও পড়ুন:

রেজা রিপনের ইন্তেকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক পৌরপিতা আলী আহাম্মদ চুনকা’র বড় ছেলে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপনআজ সকাল সাড়ে আটটায় (সোমবার) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর চেয়ারম্যানবাড়ী সংলগ্নবাইতুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে (মাসদাইর) মরহুমের দাফন সম্পন্ন হবে।মৃত্যুকালে পরিবারে স্ত্রী, দুই ছেলে ওএক মেয়ে এবং আত্নীয়স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গিয়েছেন।

আহাম্মদ আলী রেজা রিপনেরমৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • দেশের বিভিন্ন জায়গায় হামলা-ভাঙচুরে ১০ মামলা, গ্রেপ্তার ৭২
  • মাফিয়াতন্ত্র এখন বিএনপির দখলে : রফিউর রাব্বি
  • ওসমান পরিবারের বিদেশে পালিয়ে যাওয়ার দায় সরকার এড়াতে পারে না : রফিউর রাব্বি
  • নারায়ণগঞ্জ জেলা কারাগারের পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার
  • নিতাইগঞ্জে কোকাকোলার গুদামে হামলার চেষ্টা, আটক ৪  
  • নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনের পুকুরে কিশোরের লাশ
  • বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের পূর্ণ সমর্থনে 
  • নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • রেজা রিপনের ইন্তেকালে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’র শোক
  • রেজা রিপনের ইন্তেকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক