বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে সিদ্ধিরগঞ্জের ৩৩
Published: 5th, February 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৯২ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সিদ্ধিরগঞ্জের ৩৩ জন স্থান পেয়েছে।
তারা হলেন, যুগ্ম আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত, সদস্য সচিব জাবেদ আলম, যুগ্ম সদস্য সচিব ইমন আহমেদ ও আব্দুল মমিন সরকার তন্ময়। সংগঠক হিসেবে রয়েছে, মোঃ শহীদুল ইসলাম ইরফান, নাজমুল ইসলাম, সিয়াম রেজা, তানজিম আহম্মেদ সানজান, মোঃ মোজহিদুল ইসলাম, মাসনুন হাসান রিভু, ওমর ফারুখ সানি, শরীফ মাহমুদ, আদনান সামি, গোলাম রাব্বি জোবায়ের, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ তামিম, জুবায়ের সিফাত, তৌফিকুর তুহিন, মাহাদী আল মাহী, কাইয়ুম ইসলাম, সিফাত খান, আব্দুল হামিদ শ্যামল, সারফরাজ মামুন, আবদুল্লাহ আল মাহফুজ, দীন ইসলাম, সিয়াম আহমেদ, আব্দুর রহমান রাতুল, মোহাম্মদ কাইয়ুম, আব্দুল্লাহ, তাসনিম রাতুল, আশরাফুল ইসলাম, ফাতিন ইরফান উৎসব, ফাহিম হাবিব উদয়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নিরব রায়হানকে আহ্বায়ক এবং মোহাম্মদ জাবেদ আলমকে সদস্য সচিব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার ১৯২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল ৬ মাসের জন্য এই আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক মেহরাব হোসেন প্রভাত বলেন, আমাকে আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেহরাব সিফাত ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমার সকল সহযোদ্ধাদের জানাই অভিনন্দন ও শুভ কামনা।
আহবায়ক কমিটির পদগুলোর সাথে জড়িয়ে আছে অনেক দায়িত্ব। এ পদ গুলোর সাথে জড়িয়ে আছে হাজারো ভাই-বোনের রক্ত। জালিমদের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়ানোর দায়িত্ব ।
তিনি আরও বলেন, সংগঠনকে আরো সুসংগঠিত এবং শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ল ইসল ম
এছাড়াও পড়ুন:
আওয়ামী লীগ সম্পর্কিতরা বিএনপিতে থাকার সুযোগ পাবে না: মামুন মাহমুদ
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক আছে এমন কেউ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য পদে থাকলে, তাদের সদস্য পদ নবায়ন করা হবে না। বিএনপিতে থাকার সুযোগ তাদের থাকবে না। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুুপুরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
মামুন মাহমুদের সভাপতিত্বে সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় গ্রিন গার্ডেন পার্টি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫ সদস্যের আহ্বায়ক কমিটির সকলেই উপস্থিত ছিলেন।
তারা হলেন, আহ্বায়ক কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাশেকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল ও সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন।
মাহমুদ বলেন, ২০১৭ সালে যারা সদস্য হয়েছিলেন শুধু তাদের নবায়ন করার জন্য কেন্দ্র থেকে যে ফর্ম দেওয়া হবে শুধু তারাই সদস্য নবায়ন করতে পারবেন। কেউ যদি মৃত্যুবরণ করেন অথবা অন্য দলে যেয়ে থাকেন এবং ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের সাথে সম্পর্ক থেকে থাকে তা যদি প্রমাণিত হয় তার সদস্য পদ থাকবে না।
তিনি আরও বলেন, সভায় আলোচনার পর আহ্বায়ক কমিটির সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, জেলার সব থানাসহ ১০টি ইউনিট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আগামী কাল বৃহস্পতিবার আলোচনা সভা করা হবে।
আহ্বায়ক কমিটির উদ্যোগে জেলা শহরে একটি আনন্দ র্যালি করা হবে। সে র্যালিটি একটি ঐতিহাসিক ও স্মরণকালের বৃহৎ র্যালি হবে। সে র্যালির মাধ্যমে সারা দেশবাসী জানবে নারায়ণগঞ্জে বিএনপির একটি নতুন কমিটি হয়েছে।
আমাদের এ র্যালীর মাধ্যমে নারায়ণগঞ্জবাসী জানবে নারায়ণগঞ্জে একটি নতুন কমিটি হয়েছে এবং এই কমিটি যথাযথ দায়িত্ব পালন করবে। আগামী দিনে নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জেলা বিএনপি।