রাজধানীতে ২০১২ সালে বিএনপির কর্মসূচিতে গিয়ে নিখোঁজ চট্টগ্রামের ফটিকছড়ির ১৩ নম্বর লেলাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এএসএম শহিদুল আলম সিরাজ চেয়ারম্যানের সন্ধান দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ছেলে সাংবাদিক আজীম অনন ও তাঁর সহকর্মীরা এ মানববন্ধন করেন।

এ সময় আজীম অনন বলেন, ২০১২ সালের ৬ মার্চ বিএনপির ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকায় যান বাবা। এর পর আর ফেরেননি। গত ১৫ বছরে আওয়ামী লীগের গুম, খুনের শিকারদের একজন আমার বাবা। তিনি গুম হওয়ার পর থেকে আমরা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও সন্ধান পাইনি। ১২ বছর ধরে আমার মা ও ছোট ভাই বাবার ফেরার অপেক্ষায় রয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর আয়না ঘর থেকে অনেককে বের হতে দেখছি। কিন্তু প্রায় ৬ মাস পার হয়ে গেলেও বাবার সন্ধান পাইনি। জীবিত হোক, মৃত হোক, আমি বাবার শেষ অবস্থানটুকু জানতে চাই। বাবার শেষ চিহ্নটুকু নিয়ে আমরা সারাজীবন বেঁচে থাকব।

সাংবাদিক ইমরান এমির পরিচালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা প্রমুখ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, বাসসের সিনিয়র রিপোর্টার মিয়া মো.

আরিফ, চট্টগ্রাম মহানগর জাসাসের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপন, বণিক বার্তার ডেপুটি ব্যুরোপ্রধান সুজিত সাহা, মানবজমিনের ব্যুরো ইনচার্জ জালাল রুমী প্রমুখ।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ব এনপ র

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলে ৭ দাবিতে এ আই টেকনিশিয়ানদের কর্মবিরতি

বকেয়া বেতন ও ভাতাসহ ৭ দাবিতে টাঙ্গাইলে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন এ আই টেকনিশিয়ারা। বুধবার (৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির টাঙ্গাইল জেলার উদ্যোগে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন- জেলা এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক সুরুজ মিয়া, এ আই টেকনিশিয়ান আব্দুল করিম মিয়া, হারুন অর রশিদ। কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার এ আই টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে তাদের ৭ দফা দাবি পূরণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে। পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।  

আরো পড়ুন:

চট্টগ্রামে পদোন্নতি বঞ্চিত ফরেস্টার ও ফরেস্ট গার্ডদের মানববন্ধন

কুষ্টিয়ায় আবরার হত্যার রায় কার্যকরের দাবিতে মানববন্ধন

এ আই টেকনিশিয়ানদের দাবিগুলো হলো- দৈনিক হাজিরা ভিত্তিতে মজুরি প্রদান অথবা সম্মান জনক সম্মানী ভাতা প্রদান করতে হবে। একই ইউনিয়নে একাধিক নিয়োগ বন্ধ করতে হবে। চাহিদা মোতাবেক সিমেন সরবরাহ নিশ্চিত করতে হবে। সরকারি এ আইদের মতো বেসরকারি এআইদের রিপোর্ট প্রদান নিশ্চিত করতে হবে। সরকারি সিমেনের বিরুদ্ধে কোম্পানি কর্তৃক অপপ্রচার রোধ করতে হবে। এতগুলো কোম্পানিকে এ আইর অনুমোদন দেওয়ার পরও সরকারি এ আইদের ওপর চাপিয়ে দেওয়া টার্গেট অযৌক্তিক। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যোগ্য এ আইদের এফএএআই পদে নিয়োগ করতে হবে।

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • নেত্রকোনায় হেফাজত নেতার বাড়িঘরে হামলা ও মারধর, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • জমি নিজের দাবি করে বিদ্যালয়ের মাঠ দখল
  • বন্দরে রনি হত্যা মামলায় গ্রেপ্তারকৃতের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • নোয়াখালীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর পক্ষের হামলা
  • বাউফলে সাংবাদিককে হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতাকে শোকজ
  • টাকা আত্মসাৎকারীকে জামিন দেওয়ায় গ্রাহকদের ক্ষোভ
  • জামালপুরে সাংবাদিক রব্বানি হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে বিক্ষোভ
  • টাঙ্গাইলে ৭ দাবিতে এ আই টেকনিশিয়ানদের কর্মবিরতি
  • মালাইকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, অভিযুক্ত সাইফ আলীও
  • মালাইকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি