শৈশবে এই অভিনেত্রী কথা কম বলতেন,অনেকেই মনে করত, মেয়েটি বোবা
Published: 5th, February 2025 GMT
ছবি: আইএমডিবি
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তাসকিনের দলে না থাকার আসল কারণ, ইবাদত কেন নেই
এক দিনেই ঘোষণা হয়ে গেল দুটি দল। বাংলাদেশ সময় গতকাল সকালে আসন্ন দুই টেস্টের সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। বিকেলে বিসিবি ঘোষণা করেছে প্রথম টেস্টের বাংলাদেশ দল। তবে দল ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, চোটের কারণে দুই টেস্টের কোনোটিতেই খেলবেন না পেসার তাসকিন আহমেদ।
তাসকিনের চোট নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর বক্তব্য, ‘বাঁ অ্যাকিলিস টেন্ডনে সমস্যার কারণে তাসকিন এখন পুনর্বাসনে আছেন। এই সিরিজে তাঁকে পাওয়া যাবে না।’ একটি সূত্রে অবশ্য জানা গেছে, চাইলে একটু ঝুঁকি নিয়ে তাসকিনকে খেলিয়ে দেওয়া যেত জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে। কিন্তু সামনে যেহেতু বাংলাদেশ দলের ব্যস্ত সময়, বিশেষ করে জিম্বাবুয়ে সিরিজের পরপরই পাকিস্তান সফর, নির্বাচকেরা চাননি তাঁকে পাঁচ দিনের ম্যাচ খেলানোর ঝুঁকিটা নিতে।
সাদা বলের ক্রিকেটে তাসকিনকে নিয়মিত পাওয়াটাকেই গুরুত্ব দিচ্ছে গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি। জুনে শ্রীলঙ্কা সফরের দুই টেস্টের সিরিজ বাদ দিলে এফটিপি অনুযায়ী এ বছর বাংলাদেশ দলের আবার টেস্ট খেলার কথা নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে। তার আগপর্যন্ত ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ আছে পাকিস্তান (দুটি), শ্রীলঙ্কা, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টেস্ট খেলার চাপে না ফেলার বিনিময়ে তাসকিনকে এসব সিরিজের জন্যই নিশ্চিত করে পেতে চাচ্ছেন নির্বাচকেরা।
চোট নিয়ন্ত্রণে রাখতে তাসকিনের বিশ্রামের প্রয়োজন