বন্দরে ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় আকিজ সিমেন্ট কোম্পানির একটা কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছে আমজাদ বাহিনী। গত ৩রা ফেব্রুয়ারি রাতে একরামপুর  আকবর হোটেলের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এঘটনায় কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম বাদী  বুধবার (৫ ফেব্রুয়ারী) বন্দর থানায়  এ চাঁদাবাজি মামলা দায়ের করেন।  যার মামলা নং- ৮(২)২৫।

জানা গেছে, নাসিক ২৩ নং ওয়ার্ড কদমরসুল এলাকায় ২ শ ৩৮দিন  আগে আকিজ সিমেন্ট কোম্পানি কিছু জমি বায়না করে  নির্মাণ  কাজ করছিল। তার পর থেকে  কদমরসুল এলাকার  আমজাদ তার দলবল নিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

এসময় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক চাঁদা দিতে অস্বীকার করে। গত ৩রা ফেব্রুয়ারি রাতে আব্দুল মালেক কাজ শেষে বাসায় ফেরার পথে  একরামপুর  আকবর হোটেলের সামনে  পৌঁছালে আমজাদ ও তার লোকজন হামলা চালায়।

এসময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করেন।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রেয়েছে। 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৪

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এসময় অপর এক মোটরসাইকেলে থাকা তিন জনসহ চারজন গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় খালিশপুর-জীবননগর মহাসড়কের কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাদল রায়ের ছেলে রাজা (১৮) ও একই গ্রামের মংলা রায়ের ছেলে বিধান (১৭)। এসময় নিহতদের মোটরসাইকেল চালক কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আলী হোসেনর ছেলে সাজু ও অপর মোটরসাইকেলে থাকা আজমপুর ইউনিয়নের কুলবাগান গ্রামের আনোয়ার মোল্যার ছেলে হুসাইন (১৯), আলামপুরের হামিদুলের ছেলে সামাউল (১৯) ও একই গ্রামের সিয়াম (১৮) গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, দুই মোটরসাইকেলে ছয় জন আরোহী খালিশপুরের দিক থেকে জীবননগরের দিকে যাচ্ছিলেন। কৃষ্ণচন্দপুর বাসস্ট্যান্ডে পৌঁছলে পিছন দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই আরোহীর মৃত্যু হয়। সেসময় আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর ও যশোর সদর হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয়দের বরাত দিয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি আটক করতে আইনগত প্রক্রিয়া চলছে।

ঢাকা/সোহাগ/এস

সম্পর্কিত নিবন্ধ

  • আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হলেই দেশে শান্তি ফিরে আসবে : মাও. মঈনুদ্দিন
  • সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা পরিচয়ে হামলা, লুটপাট ও নির্যাতনের অভিযোগ
  • সোনারগাঁয়ে পরীক্ষার্থীদের বিশুদ্ধ খাবার পানি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 
  • এক প্রজন্মে শুরু, চার প্রজন্ম ধরে ক্রেতা টানছে বাগমারার ‘পাতলা দই’
  • নারায়ণগঞ্জ মহানগর বিএনপির লিফলেট বিতরণ
  • রাজশাহীতে চিকিৎসায় অবহেলা, রোগী মৃত্যুর অভিযোগ
  • রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ : আহত শতাধিক 
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ
  • ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৪
  • রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্টেডফাস্ট কর্মী নিহত, আহত ১