ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নায়রা রহমান। ছোটবেলা থেকেই নায়রা চঞ্চল, দৌড়াদৌড়ি ভালোবাসত। রমনা পার্কে কিংবা স্কুলের মাঠে সুযোগ পেলেই ছোটাছুটি করত। ইউটিউব দেখে নানা ধরনের শারীরিক কসরত আয়ত্ত করে জিমন্যাস্ট হওয়ার স্বপ্ন দেখে নায়রা। সেই আগ্রহেই তাকে জিমন্যাস্টিকসের স্কুলে ভর্তি করে দেন বাবা-মা। নায়রার মা ইয়াসমিন হক বলেন, জিমন্যাস্টিকস চর্চায় সন্তানকে উৎসাহিত করছি ভবিষ্যতের কথা বিবেচনা করে। জিমন্যাস্টিকস শারীরিক ফিটনেসের পাশাপাশি আনন্দদায়ক এক খেলা। নায়রারও আগ্রহ আছে। স্কুলে শেখার পাশাপাশি নিজেও নানা কসরত শিখছে।’
যেসব বাবা-মা সন্তানের প্রযুক্তির আসক্তি নিয়ে দুশ্চিন্তায় আছেন, তাঁরা আগ্রহ থাকলে সন্তানকে জিমন্যাস্টে ভর্তি করে দিতে পারেন। বিদেশে ছোটবেলা থেকেই প্রশিক্ষণের সুযোগ আছে। আমাদের দেশে অত বিস্তৃত আকারে না থাকলেও সুযোগ আছে। সরকারি পর্যায়েও জিমন্যাস্টিকসের প্রশিক্ষণ নেওয়া যায়।

কেন জিমন্যাস্টিকস গুরুত্বপূর্ণজিমন্যাস্টিকস শিশুদের নিয়ম মেনে চলা এবং রুটিন অনুশীলনের অভ্যাস গড়ে ওঠে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শিশু-কিশোরদের জিমন্যাস্টিকস শেখাবেন কোথায়?

ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নায়রা রহমান। ছোটবেলা থেকেই নায়রা চঞ্চল, দৌড়াদৌড়ি ভালোবাসত। রমনা পার্কে কিংবা স্কুলের মাঠে সুযোগ পেলেই ছোটাছুটি করত। ইউটিউব দেখে নানা ধরনের শারীরিক কসরত আয়ত্ত করে জিমন্যাস্ট হওয়ার স্বপ্ন দেখে নায়রা। সেই আগ্রহেই তাকে জিমন্যাস্টিকসের স্কুলে ভর্তি করে দেন বাবা-মা। নায়রার মা ইয়াসমিন হক বলেন, জিমন্যাস্টিকস চর্চায় সন্তানকে উৎসাহিত করছি ভবিষ্যতের কথা বিবেচনা করে। জিমন্যাস্টিকস শারীরিক ফিটনেসের পাশাপাশি আনন্দদায়ক এক খেলা। নায়রারও আগ্রহ আছে। স্কুলে শেখার পাশাপাশি নিজেও নানা কসরত শিখছে।’
যেসব বাবা-মা সন্তানের প্রযুক্তির আসক্তি নিয়ে দুশ্চিন্তায় আছেন, তাঁরা আগ্রহ থাকলে সন্তানকে জিমন্যাস্টে ভর্তি করে দিতে পারেন। বিদেশে ছোটবেলা থেকেই প্রশিক্ষণের সুযোগ আছে। আমাদের দেশে অত বিস্তৃত আকারে না থাকলেও সুযোগ আছে। সরকারি পর্যায়েও জিমন্যাস্টিকসের প্রশিক্ষণ নেওয়া যায়।

কেন জিমন্যাস্টিকস গুরুত্বপূর্ণজিমন্যাস্টিকস শিশুদের নিয়ম মেনে চলা এবং রুটিন অনুশীলনের অভ্যাস গড়ে ওঠে

সম্পর্কিত নিবন্ধ