সিলেটে বইমেলা স্থগিতের ঘোষণা প্রকাশক পরিষদের
Published: 5th, February 2025 GMT
প্রকাশক পরিষদ সিলেটের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১০ দিনব্যাপী বইমেলার উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক পরিষদের সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান বইমেলা স্থগিত করার বিষয়টি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ মিনারটি পরিচালনার দায়িত্বে আছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। তাদের কাছ থেকে বরাদ্দ নিয়ে বইমেলা করার যাবতীয় প্রস্তুতিও নেয় প্রকাশক পরিষদ। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়ে বইমেলা ১৫ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সিটি সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসন রহস্যজনক কারণে বইমেলা আয়োজনে অনুমতি দেয়নি।
সিটি করপোরেশন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার বৈঠক করেও সহযোগিতা না পাওয়ায় প্রকাশনা পরিষদ মেলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার প্রথম আলোকে বলেন, ‘বইমেলা আয়োজনে শহীদ মিনারের বরাদ্দ বাতিল করা হয়নি। যেহেতু পাবলিক প্লেসে বইমেলা হবে, তাই প্রকাশক পরিষদকে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার জন্য বলা হয়েছিল। তারা সেটা এখনো জমা দেননি।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বইম ল
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহসহ বিভিন্নস্থানে শেখ মুজিবুরের ম্যুরাল ভাঙচুর, ভৈরবে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর
ময়মনসিংহ নগরের সার্কিট হাউস মাঠসংলগ্ন এলাকায় অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। আজ রাত সাড়ে ১১টার দিকে হাতুড়ি-শাবল নিয়ে ম্যুরাল ভাঙচুর শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের ময়মনসিংহ জেলা কমিটির সদস্যসচিব আলী হোসেন, জেলা কমিটির মুখপাত্র ফয়সাল ফারনিম, মহানগর কমিটির সদস্যসচিব আল নুর মো. আয়াস, মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক নাফিউস রোহানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫-২০ জন নেতা-কর্মী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা কমিটির সদস্যসচিব আলী হোসেন বলেন, ‘পতিত স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরও আবার ভিডিও বার্তার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন। এ অপতৎপরতা দেশের ছাত্র-জনতা মেনে নেবে না। তারই প্রতীক স্বরূপ ধানমন্ডির-৩২ নম্বরের মতো ময়মনসিংহেও স্বৈরাচারের স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুরের ভাস্কর্য ভেঙে ফেলে ছাত্র-জনতা।’
অপরদিকে ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধু হলের ‘মুজিব ম্যুরাল’। রাত ১১টার দিকে ভাঙচুর শুরু করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে থাকা শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুন্নেসা মুজিবের ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়। বুধবার রাতে