বাংলাদেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়নের জন্য ১০ সদস্যের উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রধান করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারককে।

গত সোমবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

কমিটির সদস্য করা হয়েছে- জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রতিনিধি (ন্যূনতম কমিশনার), বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি (ন্যূনতম নির্বাহী পরিচালক), বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি (ন্যূনতম নির্বাহী পরিচালক), মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি প্রতিনিধি (ন্যূনতম নির্বাহী পরিচালক), ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের প্রতিনিধি (ন্যূনতম নির্বাহী পরিচালক), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব (পুঁজিবাজার)-কে সদস্য সচিব করা হয়েছে।

জানা গেছে, এই কমিটি খুব শিগগিরই পুঁজিবাজার উন্নয়নে পরামর্শ জন্য একটি বৈঠক করবে।

ঢাকা/হাসনাত/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন য নতম ন র ব হ সদস য

এছাড়াও পড়ুন:

বন্দরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা ও মহড়া

বন্দর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা অফিসের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান'র নির্দেশনায় পিআইও মো. এরশাদ হোসেন'র সভাপতিত্বে  অগ্নি নির্বাপনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার সঞ্জয় খান।

ওই সময় ধামগড় ইউনিয়ন চেয়ারম্যান মো. কামাল হোসেন, বন্দর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লেগে গেলে তা কিভাবে নিভাতে হয় সে বিষয়ে একটি মহড়া প্রদর্শন করেন, এতে উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীগন অংশগ্রহন করেন।  
 

সম্পর্কিত নিবন্ধ