ফতুল্লা থানায় দায়েরকৃত ষড়যন্ত্র মূলক হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়ায় সদর থানা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব তাইজুল ইসলাম শামীমকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রেজিঃ নং-বি-১৭২৪ এর কার্যালয়ে কারা মুক্ত শামীমকে বরণ করা হয়। পাশা-পাশি নারায়ণগঞ্জ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা কেন্দ্রীয় নেতাদেরকে ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন। 

 এসময় ঢাকায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, যুগ্ন সম্পাদক জুবায়ের জাকির, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন রবি, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউসুফ হাওলাদার প্রমুখ। 

ফেডারেশন সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন রবি বলেন,  সদ্য কারা মুক্ত তাইজুল ইসলাম শামীম সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা শামীমকে শুভ কামনা জানাই এবং কারা মুক্ত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা শ্রমিক নেতাদের যে কোন মুক্তিতেই আলোকিত। আমাদের ফেডারেশনের সফলতাই ঐখানে। শ্রমিক নেতারা সাধারণ জীবনযাপনের মধ্য দিয়ে শ্রমিকদের সেবায় ব্যস্ত থাকবে এটাই আমাদের মূল লক্ষ।

ট্রাক ইস্ট্যান দখলে ব্যর্থ হয়ে শামীমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হত্যা মামলা দেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে কেন্দ্রীয় এ নেতা আরোও বলেন, পক্ষ-বিপক্ষের লোক থাকবেই এইটা আমরা তেমন গুরুত্ব দেইনা। বিশেষ করে আমাদের শ্রমিকরা নির্বাচনের মাধ্যমে যাকে চাইবে তারা তাকেই রাখবে। আইনগত বিধি ছাড়া দখলের কোন সুযোগ নাই। আমরা সকল দখলদারিত্বের বিপক্ষে অবস্থান নিয়েছি।

কারা মুক্ত তাইজুল ইসলাম শামীম বলেন, একটি মিথ্যা মামলায় আমাকে  আবু আল ইউসুফ খান টিপু আমাকে প্রায় ২ মাস জেল খাটিয়েছে। এধরণের মামলাগুলা স্টে করা হয়। এড.

সামছুন নূর বাঁধন বিএনপি পরিবারের সদস্য, এড. আবুল কালাম সাহেবের মেয়ে ও কাউছার'র বোন তার অক্লান্ত পরিশ্রমের ফলে কারা মুক্ত হতে পেরেছি। কারাগারে থাকাবস্থায় জানতে পারি কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনে আমাদের আমন্ত্রণ করা হয়েছে। যেহেতু আহ্বায়ক হাসান ভাই স্ট্রোক করেছে তাই যাওয়া হয় নাই। কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আমাদের কাছে সব কিছু জানতে চেয়েছে। আমরা তাদের অবগত করেছি। টিপু'র নেতৃত্বে ফেডারেশন থেকে একটা গ্রুপ কমিটি আনার পায়তারা চালাচ্ছে। 

সুজন মাহমুদ বলেন, তাইজুল ইসলাম শামীম ষড়যন্ত্রের শিকাড় হয়ে গত ২ মাস কারাগারে ছিলো। আজ ফেডারেশন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা শামীমকে ফুল দিয়ে বরণ করে নেন। আবু আল ইউসুফ টিপু, শামীম এর কাছে ১০ লক্ষ টাকা চেয়ে না পাওয়ায়  মিথ্যা মামলা দিয়েছে। আমরা ফেডারেশনকেও অবগত করেছি। এবিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দগণকেও  জানাব এবং সর্বচ্চ ব্যবস্থা নেওয়ার আহ্বান করব। বিএনপির নেতা হয়ে আরেক বিএনপির নেতাকে কি ভাবে এ ধরণের মামলা দেওয়া হয়। একটি সুন্দর কমিটি গঠন যেন হয় সে প্রত্যাশা করছি। এছাড়া আওয়ামী দোসররা যেন কমিটিতে না থাকে। আপনারা দেখেছেন শামীম ওসমান ও তার ভাতিজা আজমেরী ওসমানের প্রেতাত্মারা বিগত সময় ট্রাক ইস্ট্যান দখল করে লুট-পাট করে খেয়েছে তাদের দিয়ে কমিটি করার জন্য বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য নিল নকশা করছে।


এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সদস্য সচিব তাইজুল ইসলাম শামীম, মহানগর বিএনপি সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন যুগ্গ আহ্বায়ক সুজন মাহমুদ, শ্রমিক ইউনিয়ন এর যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান লিটন, সদস্য মোঃ রফিক, মোঃ হারুন, মো: আবুল কালাম, মোঃ ছাত্তার, মোঃ মন্টু প্রমুখ।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র জন ত ন র য়ণগঞ জ ব এনপ র সদস য

এছাড়াও পড়ুন:

স্বামীর গুমের তদন্তে সরকারের স্পষ্ট অবস্থান দেখছেন না, অভিযোগ ইলিয়াস আলীর স্ত্রীর

অন্তর্বর্তী সরকারের গঠিত গুম কমিশনে অভিযোগ দাখিল করেও স্বামীর গুমের বিষয়ে তদন্ত বা অনুসন্ধান চালানোর স্পষ্ট কিছু দেখছেন না বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর (লুনা)। বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রথম প্রত্যাশা ছিল ইলিয়াস আলীসহ গুম হওয়া সবাইকে ফেরত পাওয়া। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে তাদের কোনো স্পষ্ট অবস্থান দেখতে বা জানতে পারিনি।’

সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর পিরেরবাজার এলাকায় গতকাল রোববার বিকেলে দশঘর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদীর এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার জন্য এ দোয়ার আয়োজন করা হয়।

২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। বিএনপির অভিযোগ, তাঁকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের লোকজন গুম করেছিল। ওই সময় ইলিয়াস আলীর সন্ধান দাবিতে টানা এক সপ্তাহ হরতাল পালিত হয় বিশ্বনাথ উপজেলায়, যে হরতালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল ও যুবদলের তিন কর্মী নিহত হন।

সিলেট বিএনপির একাধিক নেতা জানান, ২০১১ সালের মধ্যবর্তী সময় ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণ প্রকল্প বন্ধের দাবিতে সিলেটে জোরালো আন্দোলন দানা বাঁধে ইলিয়াস আলীর নেতৃত্বে। আঞ্চলিক ইস্যুতে সেই আন্দোলন অতীতে কমই দেখা গেছে। সিলেট-২ আসনে টানা তিনবার নির্বাচন করে ইলিয়াস আলী দুবার বিজয়ী হন।

জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে বক্তৃতায় অভিযোগ করেন তাহসিনা রুশদীর। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল নির্দিষ্ট কিছু বিষয় সংস্কার করে সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহারের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে।’

তাহসিনা রুশদীর আরও বলেন, ‘কেউ বলছেন আগে স্থানীয় নির্বাচন। আবার ছাত্ররা নতুন দল করে বলছেন হাসিনার বিচার হওয়ার পর নির্বাচন হবে। বিচার একটি আইনি প্রক্রিয়া, তার গতিতেই চলবে। বিচার শেষ হতে যদি সাত থেকে আট বছর লেগে যায়, তাতে কি মানুষ অপেক্ষা করবে? আমরা চাই, নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটুকু সংস্কার প্রয়োজন, তা করে দ্রুত নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন।’

ইফতার মাহফিল–পূর্ব সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল মতিন। উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম ও যুবদল নেতা আরিফ মিয়া কর্মসূচি যৌথভাবে সঞ্চালনা করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান ও জেলা যুবদলের সদস্য ইমাম উদ্দিন।

সম্পর্কিত নিবন্ধ

  • স্বামীর গুমের তদন্তে সরকারের স্পষ্ট অবস্থান দেখছেন না, অভিযোগ ইলিয়াস আলীর স্ত্রীর
  • চাটমোহরে বিএনপি নেতার বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ
  • কোন ষড়যন্ত্র হতে দেওয়া হবে না, সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করব : সজল 
  • ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা
  • জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার ইউক্রেনের বিরোধী নেতাদের