মাদারীপুরের কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে ভাই ও বোন। বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে মাদারীপুর সদর উপজেলার তরমুগরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন মাদারীপুর ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত হোসেন।
নিখোঁজ দুই শিশু হলো- তরমুগরিয়া এলাকার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার (১১) ও ছেলে মিনহাজ (৭)। তারা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় বাসা ভাড়া করে থাকেন লিটন মাতুব্বর ও মিনু বেগম দম্পতি। তাদের তিন মেয়ে ও এক ছেলে। প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙ্গারী পণ্য বেচাকেনার জন্য বাসার বাইরে যান। মা কাজে ব্যস্ত থাকার সুযোগে কুমার নদে গোসল করতে যায় ভাই-বোন। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরির দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
আরো পড়ুন:
বিদ্যালয়ে আগুনে পুড়ে শিক্ষার্থীর মৃত্যু, ৮ শিক্ষক বরখাস্ত
গুলিতে আহত অন্তঃস্বত্ত্বা জন্ম দিলেন ছেলে সন্তান
নিখোঁজদের মা মিনু বেগম বলেন, “আমাকে না বলেই ওরা নদীতে গোসলে যায়। আশেপাশের লোকজন ওদের ডুবে যেতে দেখেছে। ডুবুরিরা তাদের খুঁজছে। আল্লাহর কাছে দোয়া করছি, যেন ওরা জীবিত উদ্ধার হয়।”
মাদারীপুর ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত হোসেন বলেন, “ভাই-বোনকে উদ্ধারে ডুবুরি দল উদ্ধারে কাজ করছে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।”
ঢাকা/বেলাল/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চিকিৎসক-নার্সদের সর্বনিম্ন বেতন ঠিক করে দেবে সরকার: বিশেষ সহকারী
বেসরকারি হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সর্বনিম্ন বেতন সরকার নির্ধারণ করে দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আরও পড়ুনপরিসংখ্যান ব্যুরোতে বড় নিয়োগ, পদ ২৬৬৪ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান বলেন, ‘বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে যেসব চিকিৎসক কর্মরত থাকেন, তাঁদের একটি বেতন কাঠামো (পে-স্কেল) দাবি করা হয়েছে। আসলে তাঁদের পে-স্কেল দেওয়াটা একটা দুরূহ বিষয়। কারণ, এটি ইউনিফর্ম কাঠামো নয়। ঢাকা, বিভিন্ন মহানগর, জেলা শহর, উপজেলা শহর, বিভিন্ন চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের বেতনক্রম ভিন্ন হবে।’ তিনি বলেন, ‘তবে চিকিৎসকদের জন্য একটি সর্বনিম্ন বেতন কাঠামোর প্রস্তাব দেব। বেসরকারি যেসব চিকিৎসাসেবা প্রতিষ্ঠান আছে, তাদের মালিকদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে দ্রুতই আমরা একটি সর্বনিম্ন বেতন চিকিৎসক এবং চিকিৎসকদের সহায়ক নার্সসহ অন্যদের জন্য প্রণয়নের চেষ্টা করব। আমরা আশাবাদী যে আমরা অল্প দিনের মধ্যেই সর্বনিম্ন বেতন ঘোষণা করতে সক্ষম হব।’
আরও পড়ুনআইইএলটিএস প্রস্তুতি, ইংরেজির স্পষ্ট উচ্চারণের জন্য প্রতিদিন করণীয়৫ ঘণ্টা আগেঅধ্যাপক সায়েদুর রহমান আরও বলেন, চিকিৎসকদের সংখ্যা বাড়ানোর জন্য বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসকদের বিসিএস পরীক্ষা দেওয়ার বয়স ৩২ বছর। এটাকে দুই বছর বাড়িয়ে চিকিৎসকদের বিসিএস পরীক্ষার বয়স ৩৪ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
আরও পড়ুনবিশেষ বিসিএসে ২০০০ চিকিৎসক নিয়োগ, বাড়ছে বয়স১ ঘণ্টা আগে