অভিনয়, রাজনীতির পর এবার ব্যবসায় মন কঙ্গনা রনৌতের। হিমাচল প্রদেশের মেয়ে কঙ্গনা এবার যুক্ত হলেন রেস্তোরাঁ ব্যবসায়। তাঁর রেস্তোরাঁর মেনুতে প্রাধান্য থাকবে হিমাচলি খাবারের। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি থেকে মিঠুন চক্রবর্তী, করণ জোহর, শিল্পা শেঠি, ববি দেওল, সানি লিওনি থেকে খেলার ও বিনোদনের অনেক তারকাই রেস্তোরাঁ ব্যবসায় নেমেছেন।
হিমালয়ের বুকে ছোট্ট পাহাড়ি রেস্তোরাঁর অন্দরসজ্জা দেখিয়ে কঙ্গনা রনোত জানিয়েছেন, ‘আমার শৈশবের স্বপ্ন পূরণ হলো এবার।’ রেস্তোরাঁর নামেও চমক রেখেছেন মান্ডির সংসদ সদস্য, ‘দ্য মাউন্টেন স্টোরি’।
আর সেই নামের সঙ্গেই জুড়ে রয়েছে কঙ্গনার ভালোবাসার কাহন। তাই তো উদ্বোধনীর দিন হিসেবে বেছে নিয়েছেন ভ্যালেন্টাইনস ডেকে।
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসেই রেস্তোরাঁর দরজা জনসাধারণের জন্য খুলে দেবেন সংসদ সদস্য-অভিনেত্রী। দেশ-বিদেশের মানুষের কাছে হিমাচলি খাদ্যসংস্কৃতি তুলে ধরতেই কঙ্গনার এমন উদ্যোগ। তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা গেল, বরফে মোড়া এক টুকরা জমির ওপর তাঁর সুসজ্জিত রেস্তোরাঁ।
এখানে ঢুঁ মারলেই পেয়ে যাবেন মায়ের হাতের খাঁটি হিমাচলি রান্নার স্বাদ। ‘দ্য মাউন্টেন স্টোরি’র অন্দরসজ্জায়ও হিমাচলের হস্তশিল্পের ছোঁয়া। প্রাদেশিক নানা ধরনের শৈল্পিক জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে কঙ্গনার রেস্তোরাঁ।
আরও পড়ুনরাশমিকা, আলিয়া নাকি কঙ্গনা, কে ঝড় তুলবেন বক্স অফিসে১৫ জানুয়ারি ২০২৫জানালা খুললেই দেখা যাবে নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য। পর্যটকদের জন্য যে কঙ্গনার এই রেস্তোরাঁ দারুণ এক গন্তব্য হতে চলেছে, তা বেশ আন্দাজ করা যায়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবস য়
এছাড়াও পড়ুন:
এবার ব্যবসায় নামলেন কঙ্গনা
অভিনয়, রাজনীতির পর এবার ব্যবসায় মন কঙ্গনা রনৌতের। হিমাচল প্রদেশের মেয়ে কঙ্গনা এবার যুক্ত হলেন রেস্তোরাঁ ব্যবসায়। তাঁর রেস্তোরাঁর মেনুতে প্রাধান্য থাকবে হিমাচলি খাবারের। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি থেকে মিঠুন চক্রবর্তী, করণ জোহর, শিল্পা শেঠি, ববি দেওল, সানি লিওনি থেকে খেলার ও বিনোদনের অনেক তারকাই রেস্তোরাঁ ব্যবসায় নেমেছেন।
হিমালয়ের বুকে ছোট্ট পাহাড়ি রেস্তোরাঁর অন্দরসজ্জা দেখিয়ে কঙ্গনা রনোত জানিয়েছেন, ‘আমার শৈশবের স্বপ্ন পূরণ হলো এবার।’ রেস্তোরাঁর নামেও চমক রেখেছেন মান্ডির সংসদ সদস্য, ‘দ্য মাউন্টেন স্টোরি’।
আর সেই নামের সঙ্গেই জুড়ে রয়েছে কঙ্গনার ভালোবাসার কাহন। তাই তো উদ্বোধনীর দিন হিসেবে বেছে নিয়েছেন ভ্যালেন্টাইনস ডেকে।
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসেই রেস্তোরাঁর দরজা জনসাধারণের জন্য খুলে দেবেন সংসদ সদস্য-অভিনেত্রী। দেশ-বিদেশের মানুষের কাছে হিমাচলি খাদ্যসংস্কৃতি তুলে ধরতেই কঙ্গনার এমন উদ্যোগ। তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা গেল, বরফে মোড়া এক টুকরা জমির ওপর তাঁর সুসজ্জিত রেস্তোরাঁ।
এখানে ঢুঁ মারলেই পেয়ে যাবেন মায়ের হাতের খাঁটি হিমাচলি রান্নার স্বাদ। ‘দ্য মাউন্টেন স্টোরি’র অন্দরসজ্জায়ও হিমাচলের হস্তশিল্পের ছোঁয়া। প্রাদেশিক নানা ধরনের শৈল্পিক জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে কঙ্গনার রেস্তোরাঁ।
আরও পড়ুনরাশমিকা, আলিয়া নাকি কঙ্গনা, কে ঝড় তুলবেন বক্স অফিসে১৫ জানুয়ারি ২০২৫জানালা খুললেই দেখা যাবে নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য। পর্যটকদের জন্য যে কঙ্গনার এই রেস্তোরাঁ দারুণ এক গন্তব্য হতে চলেছে, তা বেশ আন্দাজ করা যায়।