বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে পদত্যাগে চাপ, আতঙ্কে স্ট্রোক
Published: 5th, February 2025 GMT
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে ঢুকে পদত্যাগে চাপ দেওয়ায় প্রধান শিক্ষক রেজাউল করিম ‘ভয়ে স্ট্রোক’ করেছেন বলে জানা গেছে। পরে তাকে সহকর্মীরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গতকাল মঙ্গলবার দুপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা জানান, মঙ্গলবার দুপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে ১০-১৫ জন যুবক বিদ্যালয়ের দ্বিতীয় তলার প্রবেশ করে প্রধান শিক্ষক রেজাউল করিমকে পদত্যাগ করতে চাপ দেন। এ সময় তারা প্রধান শিক্ষককে আড়াই লাখ টাকার অনিয়ম ও দুর্নীতির হিসেব দেন। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে প্রধান শিক্ষক অচেতন হয়ে পড়েন। পরে ফয়সল নামে এক যুবক তার ফেসবুক আইডিতে এ ঘটনার একটি ভিডিও ছেড়ে দেন। তবে তাতে তিনি দাবি করেন, শিক্ষককে পদত্যাগের কথা বলায় তিনি অসুস্থ হয়ে পড়েন।
ওই ভিডিও ফয়সাল জানান, শিক্ষকের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেনি। পদত্যাগের কথা বলায় তিনি অচেতন হয়ে পড়েন।
বিদ্যালয়ের শিক্ষক আবুল কাসেম বলেন, বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে মানসিকভাবে নাজেহাল করে এক দল যুবক। চাপ সইতে না পেরে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।
মাধবপুর স্বাস্থ্য কমপ্লেকেুর জরুরি বিভাগের চিকিৎসকের পরামর্শে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সুষ্ট তদন্ত করা দরকার।
শিক্ষক আবুল কাসেম জানান, প্রধান শিক্ষক পুরোপুরি সুস্থ নন।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম বলেন, এ ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পুলিশ গুরুত্ব দিয়ে দেখবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: শ ক ষকক পদত য গ ম ধবপ র এ ঘটন
এছাড়াও পড়ুন:
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবির মধ্য রুটিন প্রকাশ, ৮ মে শুরু
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানো, পিএসসির সংস্কারের দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভের মাঝেই এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবশ্যিক বিষয়) আগামী ৮ মে থেকে শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে হবে এ পরীক্ষা। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ পরীক্ষার রুটিন প্রকাশ করে পিএসসি।
৮ মে ২০২৫, বৃহস্পতিবার বাংলা (০০১) (‘কারিগরি/পেশাগত’ এবং ‘সাধারণ ও কারিগরি/পেশাগত’ উভয় ক্যাডারের জন্য)
১২ মে ২০২৫, সোমবার, বাংলা (০০২) (‘সাধারণ’ এবং ‘সাধারণ ও কারিগরি/পেশাগত’ উভয় ক্যাডারের জন্য)
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ইংরেজি (০০৩) (সব প্রার্থীর জন্য)
১৪ মে ২০২৫, বুধবার, বাংলাদেশ বিষয়াবলি (০০৫) (সব প্রার্থীর জন্য)
১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, আন্তর্জাতিক বিষয়াবলি (০০৭) (সব প্রার্থীর জন্য )
১৮ মে ২০২৫, রোববার, গাণিতিক যুক্তি (০০৮) (সব প্রার্থীর জন্য) এবং মানসিক দক্ষতা (০০৯) (সব প্রার্থীর জন্য)
আরও পড়ুনযেসব নিরাপত্তাঝুঁকিতে আছে পিএসসি, কী বলছেন চেয়ারম্যান৬ ঘণ্টা আগে১৯ মে ২০২৫, সোমবার, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (০১০) (‘সাধারণ’ এবং ‘সাধারণ ও কারিগরি/পেশাগত’ উভয় ক্যাডারের জন্য) পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পরীক্ষার রুটিন দেখুন এখানে
আরও পড়ুনপিএসসি জরুরি সভায় বসেছে, আসতে পারে কিছু সিদ্ধান্ত৫৫ মিনিট আগে