হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে ঢুকে পদত্যাগে চাপ দেওয়ায় প্রধান শিক্ষক রেজাউল করিম ‘ভয়ে স্ট্রোক’ করেছেন বলে জানা গেছে। পরে তাকে সহকর্মীরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গতকাল মঙ্গলবার দুপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। 

শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা জানান, মঙ্গলবার দুপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে ১০-১৫ জন যুবক বিদ্যালয়ের দ্বিতীয় তলার প্রবেশ করে প্রধান শিক্ষক রেজাউল করিমকে পদত্যাগ করতে চাপ দেন। এ সময় তারা প্রধান শিক্ষককে আড়াই লাখ টাকার অনিয়ম ও দুর্নীতির হিসেব দেন। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে প্রধান শিক্ষক অচেতন হয়ে পড়েন। পরে ফয়সল নামে এক যুবক তার ফেসবুক আইডিতে এ ঘটনার একটি ভিডিও ছেড়ে দেন। তবে তাতে তিনি দাবি করেন, শিক্ষককে পদত্যাগের কথা বলায় তিনি অসুস্থ হয়ে পড়েন।

ওই ভিডিও ফয়সাল জানান, শিক্ষকের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেনি। পদত্যাগের কথা বলায় তিনি অচেতন হয়ে পড়েন। 

বিদ্যালয়ের শিক্ষক আবুল কাসেম বলেন, বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে মানসিকভাবে নাজেহাল করে এক দল যুবক। চাপ সইতে না পেরে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। 

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেকেুর জরুরি বিভাগের চিকিৎসকের পরামর্শে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সুষ্ট তদন্ত করা দরকার।

শিক্ষক আবুল কাসেম জানান, প্রধান শিক্ষক পুরোপুরি সুস্থ নন। 

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম বলেন, এ ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পুলিশ গুরুত্ব দিয়ে দেখবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ ক ষকক পদত য গ ম ধবপ র এ ঘটন

এছাড়াও পড়ুন:

ধানমন্ডি-৩২ নম্বর বাড়ির সামনে বুলডোজার

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের বুলডোজার প্রবেশে করেছে।  বুধবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে বুলডোজার  ধানমন্ডি-৩২ নম্বরে প্রবেশ করে। বুলডোজারে সামনে ও পেছনে ছাত্র-জনতার মিছিল দেখা গেছে।

বিস্তারিত আসছে..

সম্পর্কিত নিবন্ধ