ফাইনালের লড়াইয়ে হেটমায়ার ঝড়, চট্টগ্রামকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল খুলনা
Published: 5th, February 2025 GMT
বোলিং নির্ভর দল চট্টগ্রাম কিংসের। পাঁচজন বিশেষজ্ঞ বোলারের সঙ্গে আছেন এক পেস অলরাউন্ডারও। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে ওই বোলিং দিয়ে খুলনা টাইগার্সকে আটকে দেওয়ার সুযোগ তৈরি করেছিল চট্টগ্রাম। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার সিমরন হেটমায়ারের ঝড়ে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৬৩ রানের ভালো পুঁজি পেয়ে গেছে মেহেদী মিরাজের খুলনা।
ফাইনালে যাওয়ার লড়াইয়ে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে বড় ধাক্কা খায় খুলনা। টানা তিন ম্যাচে জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে আসা খুলনা ৪২ রানে হারায় ৪ উইকেট। একে একে সাজঘরে ফিরে যান ওপেনার ও অধিনায়ক মেহেদী মিরাজ (২), তিনে নামা অ্যালেক্স রস (০), ওপেনার নাঈম শেখ (১৯) ও আফিফ হোসেন (৮)।
ধস সামাল দিতে ক্রিজে সেট হয়ে জুটি গড়ার চেষ্টা করেন হেটমায়ার ও মাহিদুল ইসলাম অঙ্কন। সফল হন তারা। ৭৩ রানের কার্যকরি এক জুটি দেন দু’জন। অঙ্কন হাত খুলে খেলার চেষ্টা করতেই আউট হন। চলতি বিপিএলে স্লগে দারুণ ব্যাটিং করা অঙ্কন ৩২ বলে ৪১ রান করেন। তিনটি ছক্কার সঙ্গে একটি চার মারেন ডানহাতি এই ব্যাটার।
শেষ ৩ ওভার ঝড়ো ব্যাটিং করেন এলিমিনেটর পর্বে খুলনার যোগ দেওয়া হেটমায়ার। তিনি ৩৩ বলে ৬৩ রান করে ১৯তম ওভারের শেষ বলে আউট হন। তার ব্যাট থেকে চারটি ছক্কার সঙ্গে ছয়টি চারের শন আসে। শেষে জেসন হোল্ডার ৫ বলে ১২ রান যোগ করেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
পাবিপ্রবির নির্মাণাধীন হল থেকে মরদেহ উদ্ধার
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন হল ভবনের ১০ম তলার একটি কক্ষ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় পাবনা সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভবনটির নির্মাণ কাজ শেষ হলেও সেটি এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়নি। মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে ভবনে বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। বুধবার সকালে হ্যামার টেস্টসহ অন্যান্য পরীক্ষা চালাতে গেলে ভবন পরীক্ষক দলের সদস্যরা তীব্র দুর্গন্ধ অনুভব করে এবং বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান।
খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পাবনা সদর থানা ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটকে অবহিত করা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় থানা পুলিশ, ডিবি, সিআইডি, ডিএসবি ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মরদেহটি ভবনের ১০ম তলার একটি রুমের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। গলায় ফাঁসের দড়ি ছিল। তবে দড়িটি ছেঁড়া দেখা গেছে।
পুলিশের ধারণা, মৃত্যুর পর দেহে ওজন বেড়ে যাওয়ায় দড়ি ছিঁড়ে লাশটি মেঝেতে পড়ে যেতে পারে। মৃতদেহটি পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে পাবনা জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন বলেন, “প্রাথমিকভাবে মনে করছি, কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে, সম্ভবত ঈদের আগেই। গলায় দড়ি থাকায় আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি স্মার্টফোনও উদ্ধার করা হয়েছে। সেটি তদন্তে কাজে আসবে বলে আশা করছি।”
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, “ভবন পরীক্ষকরা দুর্গন্ধ পেয়ে বিষয়টি আমাদের জানালে আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
ঢাকা/আতিক/মেহেদী