‘তোমরা যেখানে সাধ চ’লে যাও—আমি এই বাংলার পারে র’য়ে যাব’। জীবনানন্দ দাশের কবিতার পঙ্‌ক্তির সঙ্গে যেন মিলে যায় ফাদার মারিনো রিগনের জীবন। একজন ইতালীয় হলেও বাংলার প্রেমে মজে গিয়েছিলেন তিনি। এ দেশের মাটি-মানুষ আর সংস্কৃতিকে ধারণ করেছিলেন মনে-প্রাণে।

১৯৫৩ সালে একজন মিশনারি হিসেবে বাংলাদেশে আসেন ফাদার রিগন। কিছুদিন যশোরে কাজ করার পর যান সুন্দরবনঘেঁষা জনপদ বাগেরহাটের মোংলায়। মোংলা তখন বিচ্ছিন্নপ্রায় এক জনপদ। লোকে বলত, সেখানে জলে কুমির, ডাঙায় বাঘ বাস করে। পানিপথই যোগাযোগের একমাত্র মাধ্যম। এমন এক পরিবেশে গিয়ে কাজ শুরু করেন মারিনো রিগন।

রিগনের কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশজুড়ে ছিল শিক্ষা। তখনই তিনি বুঝতে পেরেছিলেন, কেবল শিক্ষার মাধ্যমেই জীবনমানের উন্নয়ন সম্ভব। স্থানীয়দের সঙ্গে নিয়ে গড়ে তোলেন সেন্ট পলস উচ্চবিদ্যালয়। স্কুল প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হননি। বাড়ি বাড়ি গিয়ে ছাত্র সংগ্রহ করেছেন। মানুষের বাড়িতে গিয়ে বোঝাতেন শিক্ষা কতটা জরুরি। তিনি হয়ে উঠলেন সেখানকার আলোর ফেরিওয়ালা। এভাবে একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠান চালু করেছেন রিগন। তাঁর হাত ধরে দেশের দক্ষিণাঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছে ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান। সেসব প্রতিষ্ঠানে আজও নিরবচ্ছিন্ন পড়াশোনা চালিয়ে যাচ্ছে হাজার হাজার ছাত্রছাত্রী।

শিশুদের সঙ্গে ফাদার মারিনো রিগন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হবিগঞ্জে ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু

হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায় সাব রেজিস্ট্রার অফিসের ছাদ থেকে পড়ে সবুর আলী (৩৫) নামে এক নাইট গার্ডের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

নিহত সবুর আলী সদর উপজেলার পইল ইউনিয়নের আউশপাড়া গ্রামের মৃত সাজেক আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, সবুর আলী প্রতিদিনের ন্যায় হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায় অবস্থিত সাব রেজিস্ট্রার অফিসে নাইট গার্ডের দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনের এক পর্যায়ে ৩য় তলার একটি বিল্ডিং থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। এ সময় বিষয়টি আচ করতে পেরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। পরে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তার। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, “পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।”

ঢাকা/মামুন/ইমন

সম্পর্কিত নিবন্ধ

  • বন্ধুত্বের টানে পার্বতীপুরে এলেন তাইওয়ানের তরুণ
  • দুই শিশুর মারামারি, একজন নিহত
  • যুবকের সৎ কাজ এবং পাথর সরে যাওয়া
  • কুমুদিনী হাজং একজন বিজয়ী আন্দোলনকারী
  • কুমুদিনী একটি প্রতীক, যার মধ্য দিয়ে হাজং বিদ্রোহ
  • কুমুদিনী একটি প্রতীক, যার মাধ্যমে হাজং বিদ্রোহ শুরু
  • সিদ্ধিরগঞ্জে সোনারগাঁয়ের আওয়ামীলীগ নেতা ইব্রাহিম গ্রেপ্তার
  • বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তার লকার ফ্রিজ করতে গভর্নরকে চিঠি
  • হবিগঞ্জে ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু